‘বহির্বিশ্ব প্রত্যাখ্যান করায় সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে’
গত ৭ তারিখের নির্বাচন জনগণ ও বহির্বিশ্ব প্রত্যাখ্যান করায় সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে-বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন। তিনি বলেন-এ সরকার যদি মনে করে তারা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে তাহলে এটা তাদের ভুল। কারণ, ৭ জানুয়ারির নির্বাচনে সরকার চরমভাবে পরাজিত হয়েছে। দেশের মানুষ ও বহির্বিশ্ব নির্বাচন প্রত্যাখ্যান করেছে। মিথ্যাচার দিয়ে দেশের নেতা হওয়া যায় না, দেশও চালানো যায় না।
রোববার (২১ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রকে বাকশালে রূপান্তরিত করে, আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে। বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জিয়াউর রহমান দেশে উন্নয়নের সূচনা করেছিলেন। তিনি খুবই সাধারণ জীবন কাটিয়েছেন। রাজকীয় খাবার ফিরিয়ে দিয়ে ভাত-ডাল চেয়ে খেয়েছেন। বাংলাদেশের মানুষ কখনোই জিয়াউর রহমানকে ভুলতে পারবে না।
তিনি দাবি করে বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত কেউ জিয়াউর রহমানের নাম শোনেননি? এমন লোক বাংলাদেশ নেই। তিনি কৃষিতে বিপ্লব এনেছিলেন। তার আমলে চাল-ডাল-পেঁয়াজের দাম কখনো মানুষের নাগালের বাইরে যায়নি। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তিনি দ্রব্যমূল্য স্বাভাবিক রেখেছিলেন।
সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা দলের নেতা প্রকৌশলী নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, জয়নুল আবদিন ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।