আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

পশ্চিম তীরে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর হাতে ৫ ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিম তীরে আলাদা তিন ঘটনায় ইসরায়েলি বাহিনীর হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল রোববার এসব ঘটনা ঘটেছে। দুই পক্ষের সূত্র থেকে এএফপি এ তথ্য জানতে পেরেছে।ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতকাল হেবরন শহরের কাছে নিরাপত্তাচৌকি অতিক্রম করে যাওয়া একটি গাড়িকে ধাওয়া করেন সেনারা। তাঁরা ওই সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন এবং তাঁদের প্রতিহত করেছেন।রামাল্লাহর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ দুজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, মরদেহগুলো তাদের কাছে পৌঁছেছে।স্থানীয় সময় গতকাল রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আরেকটি ঘটনায় রামাল্লাহর কাছে ইসরায়েলি সেনাদের হাতে দুই কিশোর নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই এলাকার একটি সামরিক ঘাঁটিতে দুই হামলাকারী বিস্ফোরক ছুড়েছিল। সূত্র: প্রথম আলো

গাজা যুদ্ধে মানবতা কলঙ্কিত : জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলে হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বলেছে, এই যুদ্ধ মানবতাকে কলঙ্কিত করছে। এদিকে গতকাল রবিবার যুদ্ধের শততম দিনেও গাজায় অবিরাম বোমবর্ষণ করেছে ইসরায়েল। এদিন গাজার খান ইউনিস, ডেইর আল বালাহ শহর, মাঘাজি ও বুরেজি শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকা পরিদর্শন করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গত ১০০ দিনে ব্যাপক মৃত্যু, ধ্বংস, বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং মানুষের শোক আমাদের মানবতায় কলঙ্ক লেপে দিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল স্থানীয় সময় বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৫ ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত হয়। মন্ত্রণালয় জানায়, ১০০ দিনের লড়াইয়ে প্রাণহানির সংখ্যা ২৪ হাজার ছুঁই ছুঁই। এ ছাড়া চলমান সংঘাতে ৬০ হাজার ৫৮২ জন আহত হয়েছে। যুদ্ধের শততম দিনের শোচনীয় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে গাজার কয়েক বাসিন্দা জানান, একেকটি দিন শেষ হওয়া যেন একেকটি বছর পার হলো। সূত্র: কালের কণ্ঠ

যুদ্ধবিরতির পক্ষে দেশে দেশে বিক্ষোভ
গাজা যুদ্ধের ১০০ দিন

গাজা যুদ্ধের ১০০ দিন পূর্ণ হয়েছে গতকাল। কিন্তু এ ভয়াবহ হামলা কবে শেষ হবে তার কোনো ইঙ্গিত নেই। ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতে দেশে দেশে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হচ্ছে। যুদ্ধের শততম দিনে রাফায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলি আগ্রাসনের শততম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থিরা। গতকাল তেলআবিবে সারা দিনব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। শুধু তাই না, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী সমাবেশও করেছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান ও মুক্ত ফিলিস্তিনের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিপন্থিরা। সেসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তারা বলেন, ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

টেক্সাসে বিমান দুর্ঘটনায় পাইলটসহ ৩ আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার টেক্সাস অঙ্গরাজ্যের পুলভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ ৩ আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট সেসনা-৩১০ মডেলের। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল।স্থানীয় সময় সোমবার সকাল নাগাদ এনটিএসবির একজন তদন্ত কর্মকর্তার দুর্ঘটনাস্থল পরিদর্শের কথা রয়েছে। এ ছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।সূত্র; সমকাল

আসামি না হয়েও কারাগারেই তরুণীর বিয়ে, পেলেন বড় উপহার

কারাগারের ভেতর বিয়ে করেছেন এক আরব তরুণী। তার বাবা ওই কারাগারের ভেতর বন্দি আছেন। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবাকে কাছে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন— যেন কারাগারের ভেতর তার বিয়ের ব্যবস্থা করা হয়। ওই তরুণীকে হতাশা করেনি কারা কর্তৃপক্ষ। তারা তার ইচ্ছা পূরণ করেছে। সঙ্গে ওই তরুণীকে বিয়ের উপহার হিসেবে ফার্নিচার দিয়েছে তারা। এ ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কারাগারে। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। ই তরুণী কারা কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে জানায়, তার বিয়ের প্রস্তাব এসেছে এবং এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। এতে তিনি আরও জানান, এই দিনটিতে বাবা কাছে থাকাটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুবাইয়ের কারা কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার মারওয়ান জালফার বলেছেন, তারা ওই তরুণীর আবেগ ও অর্থনৈতিক বিষয়টি বিবেচনা করেছেন। কারণ তার বাবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সূত্র: যুগান্তর

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি মা ও ছেলে নিহত
ইসরায়েলের উত্তর সীমান্তের কেফার ইউভাল শহরে হিজবুল্লাহর ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে
লেবানন থেকে ইসরায়েলে প্রবেশের সময় চার বন্দুকধারীকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী

লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় একজন বয়স্ক ইসরায়েলি নারী ও তার ছেলে নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের উত্তর সীমান্তের কেফার ইউভাল শহরে হিজবুল্লাহর ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, এতে বারাক আয়লোন (৪৫) এবং তার মা মিরি আয়লোন (৭৬) নিহত হন। খবর বিবিসি।এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল যে, তারা লেবানন থেকে ইসরায়েলে প্রবেশের চেষ্টার সময় চার বন্দুকধারীকে হত্যা করেছে। সূত্র: দেশ রুপান্তর

নেতানিয়াহুর ওপর বিরক্ত বাইডেন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে গাজায় যুদ্ধ পরিচালনা করছেন তাতে তাঁর ওপর বিরক্ত হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওস বিষয়টি জানিয়েছে। তিক্ততার বিষয়টি এমন একপর্যায়ে গড়িয়েছে যে, বাইডেন বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা বলেননি। বিষয়টির সঙ্গে পরিচিত বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহু এবং তাঁর প্রশাসনের ওপর বিরক্ত হয়ে উঠছেন। বিশেষ করে, গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়ে নেতানিয়াহু বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করায় এই বিরক্তির উদ্রেক হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা একপ্রকার স্থবির হয়ে আছি। আমাদের প্রেসিডেন্টের ধৈর্য ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।’ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সিওস আরও জানিয়েছে, বিগত ২০ দিন ধরে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের কথাই বলেননি। সর্বশেষ তারা ডিসেম্বরের ২৩ তারিখে কথা বলেছিলেন। সূত্র: আজকের পত্রিকা।

অক্সফামের প্রতিবেদন
২০২০ সালের পর বিশ্বের শীর্ষ ৫ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ

গত চার বছরে বিশ্বের শীর্ষ পাঁচ ধনীর সম্পদ ফুলেফেঁপে উঠেছে। একদিকে তাদের বিত্ত দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে বিশ্বজুড়ে দরিদ্রদের আয় কমেছে। দাতব্য সংস্থা অক্সফাম এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে কর নীতির ওপর অতি ধনীদের প্রভাব প্রতিহত করার আহ্বান জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান। সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের আসর বসার আগে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। এতে বলা হয়, ২০২০ সালে এ ধনীদের সম্পদের পরিমাণ ছিল ৪০ হাজার ৫০০ কোটি ডলার। গত বছর তা ৮৬ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। গবেষণা সংস্থা ওয়েলথ এক্সের তথ্য ব্যবহার করে জানা যায়, বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তি ইলোন মাস্ক, বেহনা আহনোঁ, জেফ বেজোস, ল্যারি এলিসন ও মার্ক জাকারবার্গের সম্মিলিত সম্পদ ৪৬ হাজার ৪০০ কোটি ডলার বা ১১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ অর্থাৎ দরিদ্রতম ৪৭৭ কোটি মানুষে মোট সম্পদ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। সূত্র: বণিক বার্তা।

ইয়েমেনে হুথিদের ওপর হামলার পর ইরানকে যুক্তরাষ্ট্রের ‘গোপন বার্তা’

ইয়েমেনে হুথিদের উপর দ্বিতীয় দফা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তারা ইরানকে হুথিদের ব্যাপারে একটা “গোপন বার্তা” পাঠিয়েছে। “আমরা এটা একান্ত গোপনীয়তার সাথে পাঠিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা পুরোপুরি প্রস্তুত,” মি. বাইডে এ ব্যাপারে আর বিস্তারিত কোনও তথ্য দেননি।যুক্তরাষ্ট্র বলছে তাদের সর্বশেষ হামলা ছিল রাডার লক্ষ্য করে “আগের হামলারই পরবর্তী পদক্ষেপ।”ইরান অবশ্য লোহিত সাগরে হুথিদের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।কিন্তু তেহরান হুথিদের অস্ত্র সরবরাহ করে বলে সন্দেহ করা হয় এবং যুক্তরাষ্ট্র বলছে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের গোয়েন্দা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র: বিবিসি বাংলা।

ব্রাজিলের রিও ডে জেনিরোতে ভারি বৃষ্টি, ভূমিধসে নিহত ১১

রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে। ব্রাজিলের রিও ডে জেনিরো রাজ্যে ভারি বৃষ্টির পর পানির ঢল ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দমকল পরিষেবা জানিয়েছে। বৃষ্টির পর রাস্তাগুলো, রাজ্যের রাজধানী শহরের মেট্রো লাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের ধাক্কায় বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়।রয়টার্স জানিয়েছে, রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে। রোববার রাতে প্রবল বৃষ্টিতে রিও ডে জেনিরো শহরের অ্যাভিনিউগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। সূত্র: বিডি নিউজ