আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
প্রধান বিরোধী দল কারা, এখনো স্পষ্ট হলো না
দ্বাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল কারা হবে এবং বিরোধীদলীয় নেতা কে হবেন, তা এখনো স্পষ্ট হয়নি। এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিরা। তাঁদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই হয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পদধারী নেতা, নয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্বতন্ত্ররা মিলে জোটবদ্ধ (গ্রুপ) হলে তারাই হবে প্রধান বিরোধী দল এবং তাঁদের একজন হবেন বিরোধীদলীয় নেতা।
তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্বতন্ত্র সংসদ সদস্যরা এ বিষয়ে নিজেদের মধ্যে কোনো আলোচনা বা যোগাযোগ শুরু করেননি। আর যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা জোটবদ্ধ না হন, তাহলে একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিই আবার প্রধান বিরোধী দল হবে। সে ক্ষেত্রে দলটির চেয়ারম্যান ও একাদশ সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের বিরোধীদলীয় নেতা হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র: প্রথম আলো


পঞ্চমবার শেখ হাসিনার সরকার
বঙ্গভবনে শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার ৩৭ সদস্য। এ নিয়ে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। সব মিলিয়ে তিনি মোট পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর মধ্য দিয়ে তাঁর নেতৃত্বে পঞ্চমবার সরকার গঠন করল আওয়ামী লীগ। পঞ্চমবার শেখ হাসিনার সরকারগতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। কয়েক মিনিট পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দরবার হলে প্রবেশ করেন। সন্ধ্যা ৭টা ৬ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।তারপর ২৫ জন মন্ত্রী এবং পরে ১১ জন প্রতিমন্ত্রীকে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর শেখ হাসিনা ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন। সূত্র: কালের কণ্ঠ
মন্ত্রীদের সামনে কী চ্যালেঞ্জ
যাত্রা শুরু হলো নতুন সরকারের। দফতর বণ্টন করা হয়েছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের। ডলার সংকট, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়ও সামাল দিতে হবে। বিভিন্ন খাতে আনতে হবে সংস্কার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফেরানো এবং জনসাধারণের প্রতি আস্থা বৃদ্ধি করাটাও এক ধরনের বড় চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে। সব খাতেই সংস্কার আনা জরুরি। আমি আগেও বলেছি, নতুন সরকারকে ১০০ দিনের মধ্যে একটা রূপরেখা তৈরি করে তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল তিনি বলেন, সংস্কার, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে লাভ হবে না। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের আয়ের উৎস বাড়াতে হবে। তাহলে মূল্যস্ফ্যীতির কামড়টা একটু কম লাগবে। সূত্র: বিডি প্রতিদিন।
ভরা মৌসুমেও স্বস্তি নেই চাল-পেঁয়াজের বাজারে
ভরা মৌসুমেও বাজারে ক্রেতার স্বস্তি নেই। আমনের চাল বাজারে এলেও দাম কমেনি, বরং বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৩-৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২-৫৩ টাকায়। পাশাপাশি বাজারে নতুন পেঁয়াজ পুরোদমে বিক্রি হলেও দাম ক্রেতার নাগালে আসেনি। সাত দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে ডাল, আটা-ময়দা, রসুন, এলাচ, আদা, দারুচিনি, লবঙ্গ, ধনে ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এতে ক্রেতার এসব পণ্য কিনতে ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে মোটা চালের মধ্যে প্রতি কেজি স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৫২-৫৩ টাকায়, যা সাত দিন আগে ৪৮-৫০ টাকা ছিল। পাশাপাশি প্রতি কেজি সরু জাতের চালের মধ্যে প্রতিকেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০-৭৫ টাকা। মাঝারি আকারের চালের মধ্যে প্রতিকেজি বিআর-২৮ ও পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫২-৫৭ টাকায়। কাওরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, এখন চালের দাম কমার কথা। কিন্তু দাম না কমে বাড়ছে। মিলারদের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা সুযোগ বুঝে দাম বাড়ানোর কারণে পাইকারি বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে খুচরা পর্যায়ে ক্রেতার বেশি দামে চাল কিনতে হচ্ছে। সূত্র: যুগান্তর
ভরা মৌসুমে চড়ছে চালের দাম
দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও বাড়তি। আর ভরা মৌসুমে কমছে না সবজির দর। তবে দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ না থাকলেও নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর কিছুটা বাড়তি থাকে। কিন্তু মাস খানেক ধরে বাজারে নতুন ধানের চাল বিক্রি হচ্ছে। এর মধ্যে হঠাৎ চালের দাম বাড়তি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ, সেগুনবাগিচা ঘুরে দেখা যায়, সরু চাল (মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা দরে, যা চার-পাঁচ দিন আগে ছিল ৬৪ থেকে ৬৫ টাকা। অর্থাৎ কেজিতে দাম বেড়েছে সর্বোচ্চ ৫ টাকা। মাঝারি চাল (বিআর-২৮, পাইজাম) প্রতি কেজি তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। দুই টাকা বেড়ে মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। এ ছাড়া পোলাও চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। চালের দর বাড়ার জন্য পাইকাররা দায়ী করছেন মিলারদের। আর মিলাররা বলছেন, অবৈধ মজুতের কারণে দর বাড়ছে। কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ী ইসমাইল অ্যান্ড সন্স রাইস এজেন্সির স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, ‘চালের দাম বাড়ায় মিলারদের কারসাজি রয়েছে। ধান না পাওয়ার অজুহাতে তারা এক সপ্তাহ ধরে দাম বাড়াচ্ছেন।’ সূত্র: সমকাল
তীব্র হচ্ছে শীত আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় রাজধানীসহ দেশের বেশিরভাগ জেলায় তীব্র শীতে অনুভূত হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশে দেখা মিলছে না সূর্যের। কোথাও কোথাও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহ না থাকলেও দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের তীব্র আগামী সপ্তাহে আরও বাড়বে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কেন তাপমাত্রা কাছাকাছি এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক দেশ রূপান্তরকে বলেন, ঢাকার উত্তরের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বুধবার মধ্যরাত থেকে কুয়াশা তৈরি হয়েছে এখন পর্যন্ত বিলীন হয়ে যায়নি। কুয়াশার ব্যাপ্তিকাল বেশি হওয়ার কারণে দিনের বেলা সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে দিনের তাপমাত্রাকে বেশি একটা উঠতে দেয়নি। ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কাছাকাছি থাকাতে শীতের তীব্রতা প্রকট থেকে প্রকট হচ্ছে। তিনি বলেন, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয় বাংলাদেশ পর্যন্ত বিস্তার লাভ করাতে হিমালয়ের পাদদেশ থেকে শীতল হিমেল কনকনে ঠান্ডা বাতাস প্রবেশ করে শীতের অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। ফলে আজও রাতের তাপমাত্রা কমতে পারে। এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: দেশ রুপান্তর
জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ, ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। কার্যালয়ের প্রধান ফটক আটকে তাঁদের বাধা দেওয়া হচ্ছে। এতে কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দলের নেতা-কর্মীরা। সূত্র: আজকের পত্রিকা।
রোজার আগে দাম বাড়ছে নিত্যপণ্যের, ধারে আমদানি করা যাবে আট পণ্য
রমজান মাস আসতে বাকি আরো দুই মাস। পাইকারি ও খুচরা পর্যায়ে এখনই বাড়তে শুরু করেছে চাল, আটা, ময়দা, ডাল, ছোলা, ব্রয়লার, চিনি, চিড়াসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। এজন্য অধিকাংশ ক্ষেত্রেই ডলার সংকট ও ঋণপত্র খোলা নিয়ে জটিলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও বাজারে এসব সংকট ও জটিলতার প্রভাব এড়াতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধারে আট পণ্য আমদানির সুযোগ রেখে গতকালই একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। পণ্যগুলো হলো ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই রমজানকে কেন্দ্র করে বাজারে প্রশাসনের নজরদারি, অভিযানসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়। এবার সে সম্ভাবনাকে মাথায় রেখে কয়েক মাস আগেই পণ্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে সময়মতো আমদানির অভাবে পণ্যগুলোর বাজার যাতে অস্থিতিশীল না হয়ে ওঠে, সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে। সূত্র: বণিক বার্তা।
‘বাংলাদেশের অর্থনীতি পাঁচ ঝুঁকিতে’
বাংলাদেশের অর্থনীতি পাঁচ ঝুঁকিতে – ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন নিয়ে যুগান্তরের শিরোনাম। এতে বলা হয় পাঁচ ঝুঁকিতে আছে বাংলাদেশের অর্থনীতি। এগুলো হলো-জ্বালানি স্বল্পতা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে যাওয়া, মূল্যস্ফীতি, সম্পদ ও আয়বৈষম্য এবং সরকারি ঋণ বেড়ে যাওয়া ও বেকারত্ব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ফোরামের বার্ষিক সম্মেলনের আগে বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
একই শিরোনামে প্রথম আলো লিখেছে মন্দার কাছাকাছি পৌঁছে গেছে বিশ্ব অর্থনীতি। নানা ধরনের ঝুঁকিতে অবস্থা সঙিন। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক এ কথা বলেছে।এর রেশ কাটতে না কাটতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ঝুঁকি প্রতিবেদন প্রকাশ করেছে। বিভিন্ন দেশের অর্থনীতির প্রধান পাঁচটি ঝুঁকি চিহ্নিত করেছে তারা। বাংলাদেশের প্রসঙ্গে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতির প্রধান ঝুঁকি। সূত্র: বিবিসি বাংলা।
সবজির বাজার স্থিতিশীল, বেড়েছে মুরগির দাম
সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম স্থিতিশীল থাকলেও সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে উৎপাদন বাড়ায় বাজারগুলোতে নতুন আলুর দাম কমেছে।শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।সব বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২০০ টাকা দরে। শুধু ব্রয়লার নয় সোনালি কক, সোনালি হাইব্রিড কক ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারগুলোতে সোনালি কক ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০, দেশি মুরগি ৫০০-৫২০ ও লেয়ার মুরগি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রায় ২ মাস ধরে মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি সপ্তাহেই দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বাড়ছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। আর বিক্রিতে দামের প্রভাব পড়েছে বলেও জানান তারা। সূত্র: বাংলানিউজ