আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
তাইওয়ান নিয়ে ‘কখনোই আপস নয়’
তাইওয়ানের ব্যাপারে ‘কখনোই আপস’ করবে না বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। পাশাপাশি তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে বেইজিং। স্বশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে এই বার্তা দিল চীন। আগামী শনিবার তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।চীন সব সময় তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। এমনকি স্বশাসিত দ্বীপটিকে দখলে নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। নির্বাচনের ফলাফল তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের ভবিষ্যতের ওপর প্রভাব রাখবে। তাই বেইজিং ও ওয়াশিংটনের নীতিনির্ধারকসহ অনেকেই এই নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: কালের কণ্ঠ


রাশিয়ার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন তৈরি করেছে ইরান: রিপোর্ট
ইউক্রেনকে যুদ্ধে ব্যবহার করতে রাশিয়ার জন্য বিশেষ ধরনের এক নতুন ড্রোন তৈরি করেছে ইরান। ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘শাহেদ–১০৭’।গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শাহেদ–১০৭’বিশেষভাবে তৈরি এক ধরনের ড্রোন। এর রেঞ্জ ৯৩২ মাইল। এই ড্রোন দিয়ে ইউক্রেনের ব্যয়বহুল পশ্চিমা যুদ্ধসরঞ্জাম শনাক্ত ও ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন সমরবিদরা।প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনুমানিক ২০ লাখ ডলারের চুক্তিতে ড্রোনের কয়েকটি ইউনিট রাশিয়াকে ইতেমাধ্যে দেওয়া হয়েছে। এ চুক্তির আওতায় ইউক্রেনে ব্যবহার করার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে একটি নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। সূত্র: বিডি প্রতিদিন।
ইউরোপে হামলা হলে সাহায্য করবে না যুক্তরাষ্ট্র, বলেছিলেন ট্রাম্প
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। দাভোস, সুইজারল্যান্ড, ২১ জানুয়ারি, ২০২০
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। দাভোস, সুইজারল্যান্ড, ২১ জানুয়ারি, ২০২০ছবি: রয়টার্সইউরোপ আক্রান্ত হলে অর্থাৎ ইউরোপে হামলা হলে যুক্তরাষ্ট্র কখনোই সাহায্য করবে না। ২০২০ সালে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে এ কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার হুমকিও দেন ট্রাম্প।২০২০ সালের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই উরসুলাকে এসব কথা বলেছিলেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের এমন বক্তব্যের কথা জানাজানি হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের একজন কর্মকর্তা। সূত্র: প্রথম আলো
লোহিত সাগরে সবচেয়ে বড় হামলা হুতিদের
ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা বুধবার বিবৃতিতে জানান, আনুমানিক ৫০টি বাণিজ্যিক জাহাজ তাদের হামলার আওতায় ছিল।মঙ্গলবার রাতে হুতিরা বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালায়। লোহিত সাগরে হুতি ও মার্কিন টাস্কফোর্সের মধ্যে ভয়াবহ লড়াই চলছে। এমন সময় এ ঘটনা ঘটল, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজা যুদ্ধ নিয়ন্ত্রণে এবং আঞ্চলিক উত্তেজনা রোধ করার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন। সিএনএন ও আলজাজিরার খবরে বলা হয়, যুক্তরাজ্যের বাহিনী হুতিদের ছোড়া ২১টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে। মার্কিন বাহিনী এটিকে ইরানসমর্থিত হুতিদের ‘জটিল হামলা’ বলে অভিহিত করেছে। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত প্রায় ৫০ দিনে লোহিত সাগরে হুতিদের এটি ২৬তম হামলা বলে মার্কিন বাহিনী জানিয়েছে। সূত্র: সমকাল
‘খুন-খারাবি’র রাজনীতি যুক্তরাষ্ট্রে
নির্বাচনের আগে নেতা, পাতিনেতা আমলাদের হত্যার হুমকি
বিশ্ব মানবতার মডেল, মানবতা-মানবাধীকারের আতুরঘর, দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত খোদ যুক্তরাষ্ট্রের শরীরেই বাসা বেঁধেছে ‘খুন-খারাবি’র রাজনীতির ক্যানসার। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ক্যানভাসে সেই চিত্রিই ফুটে উঠেছে। রীতিমতো প্রাণহানির ভয়ে ঘুম ভাঙছে সিনেটর, নেতা, পাতিনেতা ও প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ আমলাদের। উইসকনসিন সুপ্রিমকোর্টের বিচারপতি ও সদস্যরাও রয়েছেন এই কাতারে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, অজানা ফোনকলের মাধ্যমে হত্যার হুমকিসহ বোমা হামলার শঙ্কায় দিন পার করছেন দেশটির বিচারপতি ও নেতারা। রয়টার্স, সিএনএন, ফক্স নিউজ, এবিসি নিউজ।গত বছরের ডিসেম্বরে মেইন সেক্রেটারি অব স্টেট এবং কলোরাডো সুপ্রিমকোর্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য বলে ঘোষণা করেছেন। এর পর থেকেই হুমকির ঢেউ আছড়ে পড়ছে রাজ্যে রাজ্যে। ডিসেম্বরের শেষ সপ্তাহেই বোমা হামলা হুমকির জেরে দেশটির সবগুলো রাজ্য ক্যাপিটল ভবন (পার্লামেন্ট) ফাঁকা করে ফেলা হয়। সূত্র; যুগান্তর
দক্ষিণ কোরিয়াকে ‘নিশ্চিহ্ন’ করতে দ্বিধাহীন কিম
উত্তর কোরীয় নেতা কিম জং উন প্রধান অস্ত্র কারখানা পরিদর্শন করার সময় একটি শক্তিশালী পারমাণবিক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি সতর্ক করেছেন, প্রতিদ্বন্দ্বী দক্ষিণকে ‘নিশ্চিহ্ন’ করতে তিনি কোনো প্রকার দ্বিধা করবেন না। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে চিহ্নিত করে কিম বলেন, পিয়ংইয়ংয়ের অগ্রাধিকার ভিত্তিতে ‘আত্মরক্ষার জন্য সামরিক সক্ষমতা বাড়ানো এবং সর্বপ্রথম পরমাণু যুদ্ধ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা উচিত।’কিম সংবিধানে একটি পরমাণু শক্তি হিসেবে দেশটির মর্যাদা অন্তর্ভুক্ত করা এবং বেশ কয়েকটি উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া ‘একতরফাভাবে’ সংঘর্ষে জড়াবে না, আবার ‘যুদ্ধ এড়ানোরও কোনো উদ্দেশ্য নেই’। সূত্র: দেশ রুপান্তর
ভুটানে নির্বাচন: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন শেরিং তোবগে
ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে চলেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলটির নেতা শেরিং তোবগে (৫৮) পাঁচ বছরের জন্য দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। তোবগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে পিডিপি গঠন করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ৩০ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। নির্বাচনে এগিয়ে থাকা দুই দলের মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ইলেকশন কমিশন অব ভুটান (ইসিবি) গতকাল বুধবার নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করে।এতে দেখা যায়, দেশটির পার্লামেন্ট—ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে পিডিপি। বাকি আসনগুলো পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিপিটি)। গতকাল এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলও ঘোষণা করার কথা ছিল। ভুটানে আগে রাজতন্ত্র চলত। ২০০৮ সালে দেশটি সংসদীয় শাসনব্যবস্থায় আসে। এরপর দেশটিতে এটি চতুর্থ নির্বাচন। ভুটানের প্রথম পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন তোবগে। সূত্র: আজকের পত্রিকা।
বাল্টিক অঞ্চলে জেলেনস্কির আকস্মিক সফর
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিথুয়ানিয়ায় পৌঁছেছেন। জেলেনস্কির আকস্মিক এ সফর বাল্টিক অঞ্চলের তিন রাষ্ট্রে। তার দেশে রাশিয়ার যুদ্ধ এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। খবর আল জাজিরার। বুধবার জেলেনস্কি তার টুইটার হ্যান্ডলে বলেন, তিনি এর পর লাটভিয়া ও পরে এস্তোনিয়া যাবেন। পোস্টে তিনি লেখেন, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া আমাদের নির্ভরযোগ্য বন্ধু এবং নীতিগত অংশীদার। আজ, আমি তালিন ও রিগা যাওয়ার আগে ভিলনিয়াসে পৌঁছেছি। সূত্র: বাংলানিউজ
বিশ্বে নির্মাণাধীন ৭০ হাজার কিলোমিটার গ্যাস পাইপলাইনের বেশির ভাগই এশিয়া
প্রাকৃতিক গ্যাস সরবরাহে প্রায় ১৯ হাজার ৪০০ কোটি ডলার ব্যয়ে বিশ্বব্যাপী নির্মাণাধীন রয়েছে ৭০ হাজার কিলোমিটার বিস্তৃত পাইপলাইন। যার বেশিরভাগ অংশই পড়েছে এশিয়ায়। খবর আনাদোলু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল এনার্জি মনিটর (জিইএম) প্রকাশ করেছে বৈশ্বিক পাইপলাইন সম্প্রসারণ প্রতিবেদন। সেখান থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাচ্ছে।জিইএমের তথ্য অনুসারে, নির্মাণাধীন প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ৮৩ শতাংশই পড়েছে এশিয়ায়, যার নির্মাণ ব্যয় ১১ হাজার ৭২০ কোটি ডলার। এশিয়ায় পাইপলাইনের প্রধান হিস্যা চীন ও ভারতের। দেশ দুটি সাম্প্রতিক সময়ে কয়লা নির্ভরতা কাটাতে প্রাকৃতিক গ্যাসের ব্যাপক ব্যবহারের ওপর নজর দিয়েছে। সূত্র: বণিক বার্তা।
নির্বাচন নিয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া কি শুধু বিবৃতিতেই সীমিত থাকবে?
বাংলাদেশে সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভক্তি এখন অনেকটাই প্রকাশ্য। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের পরবর্তী পদক্ষেপ কী হয় তা নিয়ে কৌতূহল আছে জনমনে, এমন কী দেশের রাজনৈতিক অঙ্গনেও।যদিও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর পরবর্তী পদক্ষেপ বুঝতে আরো সময় লাগতে পারে। কারণ তারা তাদের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির আলোকে এবং এইঅঞ্চলের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন তারা।বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন অবশ্য বলছেন নির্বাচনের আগের চেয়ে নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তার কাছে কিছুটা নমনীয় মনে হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন বাংলাদেশ কোনও অনিশ্চয়তায় পড়তে পারে, এমন কোনও সিদ্ধান্ত আসার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের দিক থেকে আছে বলে তার কাছে মনে হয় না। বিবিসি বাংলা।