‘মোংলায় উত্তপ্ত ভোটের মাঠ, নৌ সেনাদের টহল পাল্টে দিচ্ছে ভোটের হিসাব’

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

মোংলায় ভোটের মাঠ উত্তপ্ত । বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে। এতে সাধারণ ভোটারদের মাঝে ভয়ভীতি ছড়িয়ে পড়ছে।

মোংলা পৌর নাগরিক ঐক্যের সভাপতি এইচএম দুলাল বলেন “ বর্তমানে মোংলায় ভোটকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে ভোটের মাঠ অশান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে প্রবল আকারে। এভাবে চলতে থাকলে সাধারণ ভোটারদের মাঝে ভয়ভীতি ছড়িয়ে পড়বে। যার প্রভাব পড়বে ভোট কেন্দ্রে। যা কাম্য নয় মন্তব্য মোংলা প্রেসক্লাবের সাবেক এ সভাপতির।

তবে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন ‘ ছোটখাটো ঘটনায় উত্তেজনা কিছুটা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অবাদ ও সুষ্ঠ নির্বাচন করার জন্য যা যা করার দরকার তাই-ই করা হবে বলে জানান ওসি।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে মোংলায় টহল শুরু করেছেন নৌ-বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার সকালেও সড়কে সড়কে সাইরেন বাজিয়ে গাড়িবহর নিয়ে টহল দিতে দেখা যায় নৌ-সেনাদের। এছাড়া ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরাও আছেন।

অনেকে বলছেন নৌবাহিনীর উপস্থিতি পাল্টে যেতে শুরু করেছে পরিস্থিতি।

Nagad

মোংলা বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান মাষ্টার বলেন ‘ নির্বাচনকে নিয়ে সহিংসতার আশঙ্কা ছিল সাধারণ ভোটারদের মাঝে । তবে নৌবাহিনীর টহল দেখে সাধারণ ভোটারদের মাঝে আস্থা ফিরে এসেছে।

স্থানীয় কাজী মোঃ ছিদ্দিক বলেন ‘ আমাদের অফিসে মোংলার বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ মানুষ আসে। তারা এ নির্বাচন নিয়ে ভয় পাচ্ছিল কোন সংঘাত হয় কিনা। তবে নৌবাহিনীর উপস্থিতি ভয় অনেকটা কেটে গেছে সাধারণ ভোটারদের ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার থেকে মোংলায় নামে নৌবাহিনী । বাহিনীটি মাঠে থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী, উপকূলীয় জেলাগুলোতে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)