দুই দিনব্যাপী বিজিএমইএ’র ক্যারিয়ার সামিট শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

প্রথমবারের মতো দু’দিনব্যাপী ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট আয়োজন করছে দেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সকাল ১১টায় ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্টের উদ্বোধন হয়। ইভেন্টে ৪০টিরও বেশি নিয়োগদানকারী প্রতিষ্ঠানসহ বেশকিছু বিশ্ববিদ্যালয় অংশ নেয়। দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ, বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শেষবর্ষের এবং প্রাক্তন শিক্ষার্থরা যারা পোশাক শিল্পে চাকুরি করতে ইচ্ছুক, তাদের সবার জন্য এখানে অবারিতভাবে সিভি ড্রপ এবং অন স্পট ইন্টারভিউ দেওয়ার সুযোগ উন্মুক্ত।

শনিবার (২৩ ডিসেম্বর) এ সামিটের উদ্বোধন করা হয়।

এ ইভেন্টের লক্ষ্য হচ্ছে, পোশাক শিল্পে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং নেতৃত্বস্থানীয় কোম্পানির মধ্যে সংযোগ স্থাপন করা। শিক্ষার্থীদের পোশাক শিল্প বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি দেওয়া, যাতে করে তারা দক্ষতাসমৃদ্ধ হয়ে ক্যারিয়ারে সফল হতে পারে। আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্টের উদ্বোধন হবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ক্যারিয়ার সামিটে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইভেন্ট চলাকালে তারা বাংলাদেশের পোশাক শিল্প বিষয়ে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ কেউ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন।

এই ইভেন্টটি সামগ্রিক শিল্প নিয়ে মতবিনিময় এবং অংশীজনদের মধ্যে সহযোগিতমূলক মনোভাব গড়ে তুলবে। বিজিএমইএ ক্যারিয়ার সামিট শিক্ষার্থী এবং নিয়োগদানকারী কোম্পানিগুলোকে একই ছাদের নিচে আনবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সম্ভাব্য সুযোগ সম্পর্কে ধারণা নিতে পারবে।

এই ইভেন্ট থেকে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা জানবে বর্তমানে পোশাক শিল্পে চাকরির চাহিদা কেমন ধরনের এবং তারা সে অনুযায়ী নিজেরা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের দেশে অনেক গ্র্যাজুয়েট আছে, তারা এ বিষয়ে প্রকৃত ধারণা না থাকার কারণে যোগ্য স্থানে যেতে পারছে না। চাকরির বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে। এই সামিটের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অনুষদের ডিনরাও উপস্থিত থাকবেন।

Nagad

আজ শনিবার (২৩ ডিসেম্বর) ও আগামীকাল রোববার (২৪ ডিসেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সামিট অনুষ্ঠিত হয়।