হাতীবান্ধায় জীবন্ত ঈগল পাখি উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি দেশীয় জীবন্ত প্রজাতির ঈগল পাখির উদ্ধার করেছে প্রাণী সম্পদ অফিসার। জীবন্ত ঈগল পাখিটি উদ্ধারের পর জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে।
বুধবার ২০ ডিসেম্বর রাতে উপজেলা ডরমেটরির ভিতরে মনজুরুল নামে এক ব্যাক্তি জানান আজ রাতে ঈগল পাখিটি উপজেলা চত্বরের বাগানে এসে পরে, আমাদের চোখে পরলে তা প্রাণী সম্পদ অফিসারের হাতে হস্তান্তর করা হয়।


হাতীবান্ধা প্রাণী সম্পদ অফিসার ডা: মাহমুদুল হাসান জানান, এটি ঈগল পাখি, পাখিটি উদ্ধার করছি। পাখিটি একটু অসুস্থ থাকায় চিকিৎসা চলছে। সুস্থ করে বনবিভাগ এর কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।