ইসিতে পঞ্চম দিনের মতো আপিল শুনানি, যারা পেলেন প্রার্থীতা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি পঞ্চম দিনের মতো চলছে।

আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বিকেল ৪টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হবে।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল প্রার্থিতা ফিরে পেতে তাদের করা আপিলের ওপর পঞ্চম দিনের মতো শুনানি চলছে।

এদিন দুপুর দুইটা পর্যন্ত ৫৯ টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন, বাতিলের তালিকাতে রয়েছেন ৩০ জন এবং একজনের আপিল শুনানি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পঞ্চম দিনের শুনানি শুরু হয়, চলবে বিকেল চারটা পর্যন্ত। এর আগে বুধবার পর্যন্ত চারদিনের শুনানিতে মোট ২১১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

Nagad

চতুর্থ দিনে প্রার্থিতা ফেরত ৪৫ জনের, আবেদন নাকচ ৫২চতুর্থ দিনে প্রার্থিতা ফেরত ৪৫ জনের, আবেদন নাকচ ৫২ মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়ে নির্বাচন কমিশনে।

আপিল নিষ্পত্তির প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং শেষ দিন ১৩০ জন আবেদন করেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক শূন্য ৮ শতাংশ বা ৭৩ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। আগামীকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল আবেদন শুনানির শেষ দিন।