মিয়ানমারে বাংলাদেশ শিক্ষা মেলায় এআইইউবি’র অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

মিয়ানমারে বাংলাদেশ শিক্ষা মেলায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) সহ বেশকিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

রোববার (৩ ডিসেম্বর) মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই বাংলাদেশ শিক্ষা মেলা ২০২৩।

মেলাটি মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন ইয়াঙ্গুনের মেলিয়া হোটেলে এই মেলার উদ্বোধন করেন।

এই সময় এআইইউবি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু মিয়া আকন্দ তুহিন এবং অতিরিক্ত রেজিষ্ট্রার মোঃ খোরশেদ আলম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষাবিদ, মিয়ানমারের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের শিক্ষকবৃন্দ, দূতাবাস কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে বাংলাদেশ দূতাবাস “সাধ্যের মধ্যে গুণগত মানের উচ্চশিক্ষা” বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন বলেন, এই শিক্ষামেলা শুধু দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কেরই উন্নয়ন ঘটাতে সাহায্য করবে না, বরং তা দু’দেশের মানুষের মাঝেও যোগাযোগ স্থাপন করবে। এই মেলা মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চ-শিক্ষার নতুন দ্বার উন্মোচিত করবে। বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, মিয়ানমারের উৎসুক শিক্ষার্থী-সুধীজনকে মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

মিয়ানমারের বিপুল সংখ্যক উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, শিক্ষাবিদ, অভিভাবক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মেলায় অংশগ্রহণ করেন এবং ষ্টল পরিদর্শণ করেন।

Nagad