ফের ম্যাক্সওয়েল, ভারতের পাহাড় রান টপকে জিতল অস্ট্রেলিয়া
অসাধ্য সাধনকে যেন ডালভাত বানিয়ে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে বারকয়েক প্রতিপক্ষ দলকে ভড়কে দিয়েছেন। এবার ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দেখা গেলো ম্যাক্সওয়ের বিধ্বংসী রূপ। মঙ্গলবার (২৮ নভেম্বর) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। যেখানে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেছেন গায়কোয়াড়। একটি করে উইকেট পেয়েছেন বেহানড্রফ, হার্ডি ও রিচার্ডসন। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছে অস্ট্রেলিয়া।
২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ১৬ রান করে অ্যারন হাড্ডি ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জশ ইংলিশ। তবে গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে আসলে পালটে যায় ম্য্যাচের চিত্র।


টি-টোয়েন্টিতে ২২২ রান তো পাহাড়ের সমান। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় সেঞ্চুরিতে ভারতের এই রান টপকে ম্যাচ জিতে নিলো অস্ট্রেলিয়া। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে অসিরা জিতেছে ৫ উইকেটে। পাঁচ ম্যাচ সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে।