আমিও আর বেশিদিন নাই: পাপন
২০১২ সালের অক্টোবর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। এক এক করে সময়টা প্রায় এক যুগে এসে ঠেকেছে। বিসিবির নানা ইস্যু নিয়ে আলোচিত-সমালোচিত থাকেন তিনি। শেষ তামিম ইকবালের অবসর নাটকীয়তার পর বিশ্বকাপ দলে জায়গা নিয়েও হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এরপর নিউজিল্যান্ড সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চাইলেও জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে খেলেননি তিনি।
তাহলে তামিম ইকবালের ভবিষ্যৎ কী? এ নিয়ে জানাতে রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বাসায় বৈঠকে বসেন তামিম। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। যদিও তামিমের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বিপিএলের পর সব সিদ্ধান্ত নেবেন বলে জানান বিসিবি সভাপতি। এ সময়- বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন পাপন।


তিনি জানান-আর এক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করতে চান।
বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমিও আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এরমধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’
বাকি যে ক’দিন আছেন ক্রিকেটে, সে ক’দিনে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেবেন বলে জানালেন তিনি। পাপন বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। আমি জানিনা অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো সে জানেনা। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে যেয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিব।’
সিদ্ধান্ত নেয়ার পর এর ফলাফল কী হবে তা নিয়ে চিন্তিত নন পাপন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর কে পছন্দ করলো বা না করলো তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নিব।’