আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

ডলারের সংশ্লেষ নেই, তবু দাম বাড়ছে
ডলারের মূল্যবৃদ্ধির কারণে দেশে আমদানিনির্ভর পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু ডলারের সংশ্লিষ্টতা নেই এমন পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। দেশে উৎপাদিত চার পণ্য—দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু ও মোটা চালের দাম তিন বছরের ব্যবধানে ২০ থেকে ২২৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের কারণে স্বল্প আয়ের মানুষ বড় আর্থিক চাপে পড়েছে। খাদ্যতালিকা কাটছাঁট করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্তরা। খাদ্য মূল্যস্ফীতি এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশে উৎপাদিত পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য মূলত বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। সূত্র: কালের কণ্ঠ

রাজধানীতে ‘যানজটমুক্ত’ সকাল

রাজধানী ঢাকায় আজ রোববার সকালে প্রতিদিনের মতো অসহ্য যানজট চোখে পড়েনি। আসন্ন জাতীয় নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে সকাল থেকে। তবে রাজধানীর সড়কে তার প্রকট কোনো ছাপ চোখে পড়েনি। সকাল ৯টার দিকে খিলক্ষেত থেকে মহাখালীগামী লেনে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অসংখ্য ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। যানজট না থাকলেও মহাখালী চেয়ারম্যান বাড়ি সিগন্যালে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। উত্তরাগামী লেনেও যানজট ছিল না। মহাখালী বাস স্ট্যান্ডের সামনের সড়কে দূরপাল্লার গাড়ি থেমে থাকায় যট দেখা গেছে। তবে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি। যাত্রী কম এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন পরিবহন-সংশ্লিষ্টরা। সূত্র: সমকাল

জোটবদ্ধ নির্বাচনে আওয়ামী লীগ

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪ দলের মধ্যে জোটবদ্ধ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে ১০টি দল। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকছে আরও আট দল। এগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), গণতন্ত্রী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাতীয় পার্টি (রওশন)। এই আট দলের সবাই জোটের সিদ্ধান্ত হলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে চায়। তৃণমূল বিএনপি প্রগতিশীল ইসলামী জোট নামে একটি জোটে নির্বাচন করার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে। সূত্র: বিডি প্রতিদিন ।

বিএনপির চোখ বিদেশিদের দিকে
৩০ নভেম্বরের পর অসহযোগ কর্মসূচির পরিকল্পনা ♦ হরতাল অবরোধ অব্যাহত থাকবে ♦ সর্বশক্তি নিয়ে মাঠে থাকার প্রস্তুতি

Nagad

আন্দোলনের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের দিকে দৃষ্টি বিএনপির। গণতান্ত্রিক বিশ্বের দেশগুলো বিশেষ করে ইউরোপ-আমেরিকার দিকে বিশেষ নজর রাখছে দলটি। যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই চিঠির জবাব দিয়েছে বিএনপি। দলটি মনে করছে রাজনৈতিক বিরোধ মেটাতে হলে সংলাপই একমাত্র পন্থা। এমনকি এর মাধ্যমে নির্বাচনের তফসিল পিছিয়ে বিরোধী নেতা-কর্মীদের মুক্তি দিয়ে উপযোগী পরিবেশ তৈরি করাটাও সম্ভব। কিন্তু এমন কোনো কিছু না হলে ডিসেম্বরের প্রথম থেকেই পরিস্থিতি পাল্টে দিতে সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে। তা ছাড়া খুব শিগগিরই আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত প্রভাবশালী একটি দেশের পক্ষ থেকে কিছু পদক্ষেপ আসতে পারে বলেও দলের নেতারা মনে করছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য জানিয়েছেন। ৭ জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূর্ণমাত্রায় নির্বাচনপ্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশব্যাপী চলছে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার অভিযান। এ অবস্থায় রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এখন কী করবে- এ প্রশ্ন সর্বস্তরের মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে। বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানা যায়, তফসিল ঘোষণাসহ নির্বাচনপ্রক্রিয়া শুরু করা হলেও সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলন থেকে পিছু হটছে না বিএনপি। আপাতত চলমান আন্দোলন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যাবে দলটি। সামনের দিনগুলোয় প্রতি সপ্তাহে দু-এক দিন বিরতি দিয়ে আরও কয়েক দফা হরতাল কিংবা অবরোধ কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
এক-চতুর্থাংশ দল জোটবদ্ধ

আওয়ামী লীগসহ নিবন্ধিত এক-চতুর্থাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০টি রাজনৈতিক দল ইসিতে চিঠি দিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সাতটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। তবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দলই ইসিকে কোনো তথ্য জানায়নি। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিতে হলে তফশিল ঘোষণার ৩ দিনের মধ্যে তা নির্বাচন কমিশনে জানানোর নিয়ম রয়েছে। নির্ধারিত সময়ে তথ্য জানাতে ১৬ নভেম্বর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তথ্য জানানোর সময় শনিবার বিকাল ৪টায় শেষ হয়েছে। এই সময় পর্যন্ত প্রকৃত কতটি দল চিঠি দিয়েছে সেই সংখ্যা জানাতে পারেনি কমিশন। আজ তথ্য দেওয়া রাজনৈতিক দলের সংখ্যা জানা যাবে।জানা গেছে, নির্বাচন কমিশনে শনিবার বিকাল পর্যন্ত যেসব রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), গণতন্ত্রী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও তৃণমূল বিএনপি। এছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকে ইসিতে দুটি চিঠি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। জোটভুক্ত হলে সংশ্লিষ্ট দলের সম্মতি সাপেক্ষে একটি প্রতীক বরাদ্দ দেবেন তিনি। ভোটের ব্যালটে প্রার্থীর নামের পাশে ওই প্রতীক উল্লেখ থাকবে। সূত্র: যুগান্তর

শ্রমিক অধিকার নিশ্চিত করতে পোশাক শিল্পের সামনে পাহাড়সম কাজ
পোশাক রপ্তানিতে এশিয়ার অন্যান্য প্রতিযোগী দেশ – ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভারতের তুলনায় বাংলাদেশই শ্রম মানদণ্ড নিয়ে কড়া সমালোচনার সম্মুখীন হচ্ছে…
শ্রমিকদের জীবননির্বাহের মজুরি দাবি থেকে শুরু করে মানবাধিকারের মতোন বিভিন্ন বিষয়ে – প্রধান প্রধান ক্রেতাদের থেকে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প (আরএমজি); যেগুলো সমাধানের পদক্ষেপ না নিলে, দেশের সর্ববৃহৎ রপ্তানি এ খাত পড়তে পারে গভীর অনিশ্চিয়তায়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য এসব বিষয়ে তাদের উদ্বেগ জানাচ্ছে; অথচ সামষ্টিকভাবে বাংলাদেশের পোশাক রপ্তানির ৭০ শতাংশই হয় এসব গন্তব্যে। ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে একের পর এক তাদের এসব উত্থাপিত বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া জানাতে সরকার যখন ব্যতিব্যস্ত, তারমধ্যে পোশাক শিল্পেও ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

৪৮ ঘণ্টার হরতাল শুরু, আগের রাতে ৩ বাসে আগুন

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রবিবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে হরতালের সমর্থনে গতকাল শনিবার ঢাকায় মশাল মিছিল ও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এ ছাড়া সন্ধ্যায় রাজধানীতে দুটি ও চট্টগ্রামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি। ঢাকাসহ দেশব্যাপী রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে।’ সূত্র: দেশ রুপান্তর

পুরান ঢাকায় হাতবোমা বিস্ফোরণে পুড়ল অটোরিকশা
“কয়েকজন যুবক গলি থেকে বের হয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একটি ককটেল অটোরিকশার উপর পড়লে সেটি পুড়ে যায়।”

বিএনপির ডাকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের সকালে পুরান ঢাকার সিদ্দিকবাজারে অটোরিকশায় হাতবোমা ছোড়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন জানান, রোববার সকাল ৮টার দিকে সিদ্দিক বাজার ওয়ানস্টার হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।“কয়েকজন যুবক গলি থেকে বের হয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একটি ককটেল অটোরিকশার উপর পড়লে সেটি পুড়ে যায়।”ওই অটোরিকশায় চালক থাকলেও কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় কেউ আহত হননি।খবর পেয়ে ফায়র সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান। সূত্র: বিডি নিউজ

‘কোথাও উৎসব কোথাও তালা’

কোথাও উৎসব কোথাও তালা – সমকাল করেছে এমন শিরোনাম। বলা হয় মনোনয় ফরম বিক্রির মাধ্যমে আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো নির্বাচনী যাত্রা শুরু করে দিল। অন্যদিকে গতকাল শনিবারও বিএনপির অফিসে তালা ঝুলতে দেখা গেছে। রাজনীতির এমন বিপরীতমুখী অবস্থা চলমান সংকটেরই প্রতিচ্ছবি যেন।অনেকটা একই শিরোনাম ইংরেজি দৈনিক ডেইলি স্টারের, পত্রিকাটি লিখেছে – AL BNP Office, Distance 1.6km, mood poles apart, অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপি অফিসের দূরত্ব মাত্র ১.৬ কিলোমিটার, কিন্তু পরিবেশ একেবারেই ভিন্ন। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ৫০ জনের মতো পুলিশ সদস্য ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন, মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়ন কিনতে হাজির হচ্ছেন। আর একই সময় বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও গত তিন সপ্তাহের মতো এদিনও দায়িত্বরত পুলিশকে দেখা যায়। সেখানে অবশ্য পুলিশ ছাড়া আর কারো উপস্থিতি চোখে পড়েনি।আ’লীগের কার্যালয়ে উপচে পড়া ভিড়, প্রথম দিনেই ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি – দৈনিক সংবাদের প্রধান শিরোনাম। বলা হয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

বুড়িগঙ্গা: ভেনিসের সঙ্গে যার তুলনা করতেন ইউরোপীয়রা

মানুষের সুখ-দুঃখের গল্পের সঙ্গে জড়িয়ে আছে বহু নদীর নাম। একইসঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক গল্প। পর্যটক ও বণিকদের বিচরণের গল্পও আছে নদী জুড়ে। সময়ের সঙ্গে বদলে গেছে সেসব নদীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের চিত্র। এ পালাবদলের এমনি একটি নদীর নাম বুড়িগঙ্গা।রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে চলা নদী বুড়িগঙ্গা। একসময়ের খরস্রোতা নদীটি সময়ের বিবর্তনে দূষণের কবলে মৃতপ্রায়। পানিতে বাসা বেঁধেছে ভয়ংকর সাকার মাছ। স্বচ্ছতা হারিয়ে পরিণত হয়েছে অঘোষিত বিশাল ড্রেনে। নদীর অব্যক্ত কথা যেন কানে নেয় না কেউ।অথচ বুড়িগঙ্গা কখনো ছিল ভারী বর্ষণ শেষে উত্তাল নদী, আবার কখনো ছিল বয়ে চলা শান্ত নদী। পূর্ণিমার আলোয় নিঃসঙ্গ নৌকার বুকে টিমিটিম করে জ্বলতো বাতি। সেই আলোয় নৌকায় ভোজ সারতেন দিন জুড়ে পরিশ্রম করা মাঝি-মাল্লারা। সূত্র: জাগো নিউজ