আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
গাজায় ৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল
ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার শর্তে ফিলিস্তিনের গাজায় পাঁচ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাস। সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও এ খবর প্রকাশ করেছে।যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এরই মধ্যে জানিয়েছেন, এখনও যুদ্ধবিরতির কোনো সমঝোতা হয়নি।শিশু ও নারীসহ বহু ইসরায়েলি গাজায় হামাসের হাতে বন্দি অবস্থায় রয়েছে। তাদের মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, এমনটি বেশ কয়েকদিন ধরেই শোনা যাদ্ধিল।যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট ওয়াশিংটন পোস্টের ওই সূত্র জানিয়েছে, ছয় পৃষ্ঠার একটি চুক্তিনামাও তৈরি হয়েছে।সব ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই হামাস ইসরায়েলিদের মুক্তি দিতে শুরু করবে বলেও ওই সূত্র জানিয়েছে। সূত্র: সমকাল


রুশ এমপির মন্তব্য
চিনপিংকে স্বৈরশাসক বলা ঔপনিবেশিকতা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিংকে ‘স্বৈরশাসক’ বলায় যুক্তরাষ্ট্রের নব্য ঔপনিবেশিকতাই প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ দুমার সদস্য আলেক্সান্দার বাবাকভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি নব্য ঔপনিবেশিক নীতি অনুসরণ করে। জো বাইডেনকে কোনোভাবেই গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার বিবেচনা করা যায় না। যুক্তরাষ্ট্রে সদ্য অনুষ্ঠিত দুই নেতার শীর্ষ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে চীনের একদলীয় শাসনের কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, তিনি এখনো মনে করেন শি চিনপিং স্বৈরশাসক। চীনা নেতাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ভুল ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: কালের কণ্ঠ
চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম এখন কী করবেন
চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বরখাস্ত হওয়ার আগে স্যাম অল্টম্যান বিনিয়োগকারীদের বলেছিলেন, তিনি একটি নতুন কোম্পানি চালুর পরিকল্পনা করছেন। বহুল আলোচিত মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ গত শুক্রবার স্যামকে চাকরিচ্যুত করার কথা জানায়। কারণ হিসেবে প্রতিষ্ঠান পরিচালনায় স্যামের সক্ষমতা নিয়ে পর্ষদের আস্থার ঘাটতির কথা জানানো হয়। চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল। বছরখানেক আগে স্যামের হাত ধরে চ্যাটজিপিটি বাজারে ছেড়ে প্রযুক্তিজগতে বিপুল খ্যাতি পায় ওপেনএআই। আর এই জগতে রীতিমতো তারকা বনে যান স্যাম। ৩৮ বছর সয়সী স্যাম ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। পরিচালনা পর্ষদ তাঁকে চাকরিচ্যুত করার পরই ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন গ্রেগ ব্রোকম্যান। তিনিও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন।স্যামকে চাকরিচ্যুত করার জেরে ব্রোকম্যান ছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওপেনএআই ছেড়েছেন। সূত্র: প্রথম আলো
সাত দিনেও উদ্ধার নেই
ভারতে টানেল ধসে ৪০ শ্রমিক আটকা
ভারতের উত্তরাখন্ডে একটি হাইওয়ে টানেল ধসে প্রায় ৪০ শ্রমিক মাটির নিচে আটকে পড়ার সপ্তম দিনেও এখনো উদ্ধার কাজে উল্লেখ করার মতো অগ্রগতি নেই। ফলে ভুক্তভোগীদের পরিবারের মধ্যে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত তিন দিন ধরে বিশালাকারের বিশেষায়িত এক ড্রিল মেশিন দিয়ে মাটি গর্ত করে শ্রমিকদের বের করে আনার যে প্রচেষ্টা চালানো হচ্ছিল শুক্রবার সেটা আটকে গেছে। কারণ, ভেঙে গেছে ড্রিল মেশিনটি। গতকাল দ্বিতীয় আরেকটি ড্রিল মেশিন আসার কথা ছিল। সেটি এলে পুনরায় ড্রিল কাজ শুরু হবে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ধসে পড়া টানেলের ধ্বংসস্তূপের মধ্যে মাটি ছাড়াও বড় বড় বোল্ডার থাকায় ড্রিল কার্যক্রম ব্যাহত হচ্ছে। শুক্রবার ভূগর্ভে ড্রিল মেশিনটি বন্ধ হয়ে গেলে উদ্ধারকর্মীরা সেটি পুনরায় চালু করার চেষ্টা করে। সে সময়ে ‘বড় আকারের ফাটলের শব্দ’ শোনার পর তারা কাজ স্থগিত করে বলে রাষ্ট্র-পরিচালিত জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশনের একটি প্রতিবেদনে বলা হয়। গত রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে উত্তরাখন্ডের উত্তরকাশী জেলায় ব্রহ্মখাল-যমুনাত্রী জাতীয় মহাসড়কের অংশে নির্মাণাধীন ওই টানেলটির একটি অংশ ধসে পড়ে। সূত্র: বিডি প্রতিদিন ।
আল-শিফা হাসপাতালে অস্ত্র উদ্ধার ‘সাজানো নাটক’
হাসপাতালের নিচে কমান্ড সেন্টার থাকার অভিযোগ প্রত্যাখ্যান হামাসের
হামাসের সদর দপ্তর চিহ্নিত করে গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে হামলা চালানোর অজুহাতটি নিয়ে এবার শোরগোল শুরু হয়েছে পশ্চিমা গণমাধ্যমেও। অভিযানে আল-শিফা হাসপাতাল থেকে হামাসের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনাকে ‘সাজানো নাটক’ হিসাবে ব্যাখ্যা করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। গাজার সবচেয়ে বড় এ হাসপাতালটিতে বুধবার থেকে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শনিবার আরও হিংস্রকণ্ঠে ১ ঘণ্টার মধ্যে হাসপাতালে থাকা সব রোগী, চিকিৎসক ও উদ্বাস্তুদের হাসপাতাল ছাড়ার আলটিমেটাম দেয় ইসরাইল। মৃত্যৃ-আতঙ্ক মুহূর্তে থমথমে অবস্থা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। ভয়ে হাসপাতাল ছেড়ে পালাতে শুরু করে শত শত রোগী। হাসপাতালের নিচে হামাসের বিস্তৃত টানেল ও কমান্ড সেন্টার আছে-এই দাবিতে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল।
গাজায় হামলা শুরুর ২০ দিনের মাথায় (২৭ অক্টোবর থেকে) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আল-শিফা হাসপাতালের একটি গ্রাফিকস ভিডিও প্রকাশ করে। সেখানে আল-শিফার নিচে হামাসের বিস্তৃত টানেল ও কমান্ড সেন্টার (সদর দপ্তর) দেখানো হয়েছিল। তবে বুধবার অভিযানের পর সেই কথিত কমান্ড সেন্টারের কোনো শক্তিশালী তথ্যপ্রমাণ দেখাতে পারেনি ইসরাইল। সূত্র: যুগান্তর
যুক্তরাষ্ট্রের সদ্যঘোষিত শ্রমনীতি নিয়ে শঙ্কায় গার্মেন্ট শিল্প মালিকরা
‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের’ বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ঘোষণা ছিল আগে থেকেই। এর মধ্যে অনেকটা আকস্মিকভাবেই ‘শ্রম অধিকার লঙ্ঘনকারীদের’ বিরুদ্ধেও বাণিজ্য নিষেধাজ্ঞা, ভিসা বিধিনিষেধসহ শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশনা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ‘মেমোরেন্ডাম অন অ্যাডভান্সিং ওয়ার্কার এমপাওয়ারমেন্ট, রাইটস অ্যান্ড হাই লেবার স্ট্যান্ডার্ডস গ্লোবালি’ শীর্ষক এ সংক্রান্ত এক স্মারকে গত বৃহস্পতিবার সই করেছেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওইদিন এক ঘোষণায় বিষয়টি জানানোর পর থেকেই ভীত হয়ে উঠেছেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প খাতের উদ্যোক্তারা। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্মারক জারির ঘোষণা দেয়ার সময় অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, ‘এর মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যারা হুমকি দেয়, ভয় দেখায়, ইউনিয়ন নেতা, শ্রম অধিকার রক্ষাকারী ও শ্রমিক সংগঠনকে আক্রমণ করে তাদের জবাবদিহি করতে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক জরিমানা এবং ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। আমরা কল্পনা আক্তার নামে বাংলাদেশী এক গার্মেন্ট কর্মীর মতো মানুষদের সঙ্গে থাকতে চাই। তিনি বলেছেন, মার্কিন দূতাবাস তার পক্ষে কাজ করেছে বলেই তিনি এখনো বেঁচে আছেন।’ সূত্র: বণিক বার্তা।
গমের বাজারদরে অস্থিতিশীলতা, কমছে সরকারি মজুদ
যুদ্ধের প্রভাবজনিত অস্থিতিশীলতা কাটিয়ে বিশ্ববাজারে গমের দাম এখন কমছে। আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে ২০২১ সালের পর্যায়ে ফিরেছে খাদ্যশস্যটির দাম। যদিও উল্টো চিত্র দেশের বাজারে। ডলার সংকট ও টাকার অবমূল্যায়নে পণ্যটির আমদানি ব্যয় এখন বাড়ছে। এর প্রভাবে পাইকারি বাজারে গত এক সপ্তাহে গমের দাম বেড়েছে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ১৫০ থেকে ২৫০ টাকা। গমের দাম বাড়তির দিকে থাকায় এ সময় আটা-ময়দার দামও বেড়েছে কেজিতে ৩-৫ টাকা। মুদ্রাবাজারের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামনের দিনগুলোয় গমের বাজার অস্থিতিশীলতা আরো বাড়বে বলে আশঙ্কা বাজারসংশ্লিষ্টদের। বাজারের এ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই গমের সরকারি মজুদ নেমে এসেছে কয়েক বছরের সর্বনিম্নে। খাদ্য অধিদপ্তরের গত ১৫ নভেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, সরকারি পর্যায়ে গমের মজুদ এখন ১ লাখ ৩৪ হাজার টনের কিছু বেশি। যদিও তিন-চার বছর খাদ্যশস্যটির মজুদ সবসময়ই ছিল ২ থেকে ৪ লাখ টনের মধ্যে। চলমান ডলার ও বিনিময় হার সংকটের পাশাপাশি নানা প্রতিবন্ধকতায় ভারতসহ উৎস দেশগুলো থেকে আমদানি কমছে পণ্যটির, যা সরকারি মজুদসহ গোটা বাজারেই প্রভাব ফেলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দেশে গম উৎপাদন হয় সামান্য পরিমাণে। খাদ্যশস্যটির চাহিদার প্রায় ৮০-৮৫ শতাংশই পূরণ করতে হয় আমদানির মাধ্যমে। গত বছরের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গমের আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। তবে বর্তমানে পণ্যটির আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরে দাম ২০২১ সালের সমপর্যায়ে নেমে এসেছে। যদিও দেশের বাজারে পণ্যটির মূল্য এখন ঊর্ধ্বমুখী। সূত্র: বণিক বার্তা।
প্রাণ নিয়ে আল-শিফা হাসপাতাল ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা
হাসপাতালটির কর্মকর্তারা জানান, সেখানে অবস্থানরত সকলকে ইসরায়েলের পক্ষ থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে তেল আবিবের পক্ষ থেকে এমন অভিযোগ একেবারে নাকচ করে দেওয়া হয়েছে। গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় বেশ কিছুদিন ধরেই ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এমতাবস্থায় সেখানে আশ্রয় নেওয়া শত শত শরণার্থী ও রোগীকে হাসপাতালটি ছাড়তে বাধ্য করছে আইডিএফ। খবর বিবিসির। হাসপাতালটি কর্মকর্তারা জানান, সেখানে অবস্থানরত সকলকে ইসরায়েলের পক্ষ থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে তেল আবিবের পক্ষ থেকে এমন অভিযোগ একেবারে নাকচ করে দেওয়া হয়েছে। গাজার হাসপাতালগুলোর জেনারেল ডিরেক্টর মোহাম্মদ জাকুত আল-জাজিরাকে বলেন, “আমি ইসরায়েলি বাহিনীর মিথ্যা অভিযোগকে প্রত্যাহার করছি। আমি আপনাদের বলছি যে, আমাদের বন্ধুকের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়েছে।” মোহাম্মদ জাকুত জানায়, ইসরায়েলি বাহিনী সকাল ৮ টার দিকে কর্তৃপক্ষকে হাসপাতাল কমপ্লেক্সটি মাত্র এক ঘণ্টার মধ্যে খালি করতে বলেন। হাসপাতালে থাকা ব্যক্তিদের এমন একটি পথ দিয়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যেখানে ‘পুড়ে যাওয়া মৃতদেহ’ ছড়িয়ে রয়েছিল। গাজার মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল আল-থাওয়াবতা জানায়, ইসরায়েলি বাহিনী প্রায় ৫০০ আহত রোগীদের বন্দুকের মুখে হাসপাতাল ত্যাগে বাধ্য করেছে।” সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড্
গাজা যেন ইসরায়েলি অস্ত্রের ‘পরীক্ষাগার’
হামাসের বিরুদ্ধে যুদ্ধে গাজায় ১১ হাজারের ওপর বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই নারকীয় আগ্রাসনে ইসরায়েল কী ধরনের অস্ত্র ব্যবহার করছে, তার একটি নমুনা প্রকাশ করতে গত ২২ অক্টোবর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ইসরায়েলের ‘ম্যাগলান কমান্ডো ইউনিট’ একটি বিশেষ প্রযুক্তিসম্পন্ন মর্টার গোলা ব্যবহার করে যার নাম ‘আয়রন স্টিং। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্রান্টজ একে প্রত্যন্ত ও নগরাঞ্চলে নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র হিসেবে বর্ণনা করেন। গাজার বেসামরিক মানুষের ওপর ব্যবহার করা এই আয়রন স্টিং অস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর ভা-ারে যুক্ত হয় খুব বেশি দিন আগে নয়। এর নির্মাতা প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’ ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাজে যুক্ত হওয়ার আগে ২০২১ সালের মার্চে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জনসংযোগ পাতায় অস্ত্রটির বিজ্ঞাপন দিয়েছিল। সারা বিশ্বে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বাণিজ্যে তালিকায় নাম রয়েছে ইসরায়েলের। সূত্র: দেশ রুপান্তর
জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি: নেতানিয়াহু
ইসরায়েল থেকে প্রায় ২৪২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
প্রায় অর্ধশত জিম্মিকে মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তির খুব কাছে পৌঁছে যাওয়ার যে খবর ওয়াশিংটন পোস্ট দিয়েছে তা উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। কূটনীতিকদের বরাত দিয়ে শনিবার ওয়াশিংটন পোস্ট একটি খবর প্রকাশ করে। যেখানে বলা হয়, কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ একটি চুক্তির বিষয়ে একমত হয়েছেন। সূত্র: বিডি নিউজ