ব্রাজিলের নেইমার ও ক্যাসেমিরো পর ইনজুরিতে এডারসন-ও

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

সংগৃহীত ছবি

আগামী ২২ নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনা। সাম্প্রতিক সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনার পারফরম্যান্সে বেশ ব্যবধান দেখা গেছে। তবুও দুই দলের মুখোমুখি লড়াই মানে বাড়তি উন্মাদনার সৃষ্টি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে সেলেসাওরা। বিপরীতে চার জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবার সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারীদের মুখোমুখি হবে। তার আগে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হতাশাজনক বিদায়ের পর এবারের বাছাইয়েও স্বস্তিতে নেই সেলেসাওরা। ফার্নান্দো দিনিজের অধীনে তারা শেষ তিন ম্যাচেই জয়হীন। যা পয়েন্ট টেবিলের পাঁচে নিয়ে গেছে নেইমার জুনিয়রদের। তাদের সামনে আছে যথাক্রমে আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।

ব্যাকফুটে থাকা ব্রাজিল আগেই অনেকটা শক্তি হারিয়েছে নেইমার চোটে পড়ায়। সেই চোটের জন্য ইতোমধ্যে তার পায়ে অস্ত্রোপচারও করানো হয়েছে। যা নিয়ে আগামী বছর কোপা আমেরিকায় খেলা নিয়েও সংশয় রয়েছে নেইমারের। নতুন করে আর্জেন্টিনা ম্যাচের আগে ভিনিসিয়ুসের চোট দলটির জন্য আরও দুর্ভাবনার। কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি ইনজুরিতে পড়েন।

এর আগে ম্যাচের ৪ মিনিটে তার দেওয়া পাসে গোল করেন তরুণ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। পরবর্তীতে ২৭ মিনিটে ট্যাকলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়ুসকে। তার বদলি নামা জোয়াও পেদ্রো আশানুরূপ কিছু দেখাতে পারেননি। ফলে শেষদিকে চার মিনিটের ঝড়ে ব্রাজিল দুই গোল হজম করে বসে। আর ম্যাচটি তাদের হাত থেকে ফসকে যায় ২-১ গোলের ব্যবধানে।

ম্যাচ শেষে পরীক্ষার পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, বাঁ-পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস। আর্জেন্টিনার বিপক্ষে তার খেলা হবে না। মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করতে ভিনি রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে।

এদিকে, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে তারা টানা ১৪ ম্যাচে অপরাজিত ছিল। তাদের সেই উড়ন্ত ডানার গতি কমিয়ে দিয়েছে উরুগুয়ে। ব্রাজিলের সর্বশেষ হারের দিনে মেসির দল লুইস সুয়ারেজদের কাছে ২-০ গোলে হেরেছে। সূত্র: ঢাকা পোস্ট

Nagad