ক্রিকেট ইতিহাসে প্রথম ‘টাইমড আউট’ ম্যাথিউজ
বাংলাদেশের বিপক্ষে অদ্ভুতভাবে আউট হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। কোনো বল না খেলেই বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। হয়েছেন ‘টাইমড আউট’। আন্তর্জাতিক ক্রিকেট বিরল এই আউটের শিকার হওয়া প্রথম ব্যাটার তিনি।
স্থানীয় সময় ৫ টা ৪৯ মিনিটে এ সামারাবিক্রামা আউট হন। ৫টা ৫৪ মিনিটে এ ম্যাথুসকে আউট দেওয়া হয়। প্রায় ৫ মিনিটের সময়ক্ষেপণের চড়া মাশুল দিতে হয়েছে তাকে। এরকম অদ্ভুত আউটের পর ক্ষোভে ফুসতে ফুসতে মাঠ ছাড়ার সময় হাতের হেলমেট আছড়ে ফেলতে দেখা যায় অভিজ্ঞ এই লঙ্কানকে।


এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি।
ম্যাথুস বারবার তাঁর হেলমেট ইঙ্গিত করে বোঝাতে চেষ্টা করছিলেন ওটা ঠিকঠাক করতে একটু সময় লেগেছে। এ সময় তাঁর হাতে ছিল দুটি হেলমেট। নিয়মটি সাকিবের ভালোভাবে জানা ছিল বলেই আবেদন করেন আম্পায়ার মরিস এরাসমাসের কাছে। নিয়ম অনুযায়ী লঙ্কান ব্যাটার আউট। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের মতো দেখল ‘টাইমড আউট’।
এর আগে ক্রিকেটে এমন ঘটনা দেখা গেছে মোট ছয়বার। সবগুলোই ঘটেছে প্রথম শ্রেণির ক্রিকেটে।