আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

শেষ সময়ে প্রভাবশালীদের প্রকল্প পাসের তোড়জোড়
আগামীকাল মঙ্গলবার একনেকে উঠছে রেকর্ড ৫০ প্রকল্প। বর্তমান সরকারের মেয়াদে শেষ এই সভাকে সুযোগ হিসেবে দেখছেন প্রভাবশালীরা।

বর্তমান সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে মন্ত্রী, এমপি ও আমলাদের নিজের এলাকায় প্রকল্প পাস করিয়ে নেওয়ার তোড়জোড় চলছে। আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটিই হতে পারে বর্তমান সরকারের মেয়াদে শেষ একনেক সভা। তাই প্রভাবশালীরা একে দেখছেন শেষ সুযোগ হিসেবে। তাঁদের চাপ সামলাতেই এ সপ্তাহের একনেকে ৫০টি প্রকল্প অনুমোদনের জন্য উঠছে। এক একনেক সভায় এত প্রকল্প এর আগে ওঠেনি। এসব প্রকল্পের একটি হলো পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের নিজের এলাকায় জন্য সেতু নির্মাণ প্রকল্প। চাঁদপুরের মেঘনা-ধনাগোদা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের প্রস্তাব উঠছে একনেকে। তা ছাড়া একনেকে যাচ্ছে মন্ত্রিপরিষদ সচিবের এলাকায় দেড় কিলোমিটার সেতু নির্মাণের প্রকল্প। সারা দেশের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় পছন্দমতো রাস্তাঘাট নির্মাণের প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়ানোর প্রস্তাবও উপস্থাপিত হতে পারে বৈঠকে। পাশাপাশি ভোটের আগে জনতুষ্টির বেশ কিছু রাস্তাঘাট নির্মাণের প্রকল্পও একনেকে উঠছে। সূত্র: প্র্রথম আলো

-জামায়াতের সারা দেশে হরতাল : নিহত ৪, আহত অর্ধশতাধিক
হামলা সংঘর্ষ অগ্নিসংযোগ
সারা দেশে গ্রেফতার সহস্রাধিক * ৩৯ গাড়িতে আগুন ভাঙচুর * গণপরিবহণ সংকটে জনভোগান্তি * শক্ত ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী * মোড়ে মোড়ে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান

দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘাত, সংঘর্ষ, গুলি ও পুলিশের গাড়িসহ যানবাহনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপি-জামায়াতের হরতাল। রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালে কোথাও কোথাও সড়ক অবরোধ হয়েছে। হরতাল সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, প্রতিরোধ ও পালটা হামলার ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। গ্রেফতার করা হয়েছে বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীকে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কাবস্থানের মধ্যেও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন বিএনপি-জামায়াত কর্মীরা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি দল ও জোট পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়কে ছিল গণপরিবহণ সংকট। ব্যক্তিগত গাড়ি এড়িয়ে চলেছেন অনেকে। এতে চিরচেনা যানজটের শহর ঢাকা ছিল অনেকটাই ফাঁকা। বন্ধ ছিল কিছু কিছু এলাকার দোকানপাট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। সূত্র: যুগান্তর

পুলিশ হত্যা ও হামলায় ২৯ মামলা, আসামি হাজারের বেশি
ফখরুল কারাগারে, আব্বাস-খসরুর বাড়ি তল্লাশি
বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাসায় পুলিশের অভিযান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের বাড়িতে। পুলিশ জানিয়েছে, ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। তাদের ভাঙচুর অগ্নিসংযোগে কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন, রাজারবাগ, সার্কিট হাউজ রোড, আরামবাগসহ বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে বিজয়নগরে বিএনপি কর্মীরা একজন পুলিশ সদস্যকে একা পেয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। কাকরাইলে তারা হামলা চালায় প্রধান বিচারপতির বাসভবনে। আগুন ধরিয়ে দেয় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে। তাদের হামলায় আহত হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক। এসব ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন্

Nagad

নতুন শিক্ষাক্রম
অভিভাবকদের আস্থা নেই, ষড়যন্ত্র বলছে মন্ত্রণালয়

নতুন শিক্ষাক্রম ও পাঠ পদ্ধতির ওপর আস্থা নেই বেশির ভাগ অভিভাবকের। বিরোধিতা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনও হচ্ছে। অভিভাবকরা বলছেন, নতুন শিক্ষাক্রমে তাদের সন্তান আদৌ কিছু শিখছে না, ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তারা। সম্প্রতি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল, ভিকারুননিসা নূন স্কুলসহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন অভিভাবকরা। তবে এ বিরোধিতার পেছনে ‘ষড়যন্ত্র’ দেখছে শিক্ষা মন্ত্রণালয়।
কর্মকর্তাদের দাবি, কোচিং সেন্টারের মালিক ও নোট-গাইডের ব্যবসায়ীরা তাদের স্বার্থেই একশ্রেণির অভিভাবককে ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছেন, উস্কানি দিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এতে সরকারবিরোধী রাজনৈতিক শক্তিও যুক্ত হয়েছে। যদিও সাধারণ অভিভাবকদের দাবি– কারও উস্কানি নয়, জেনেবুঝেই আন্দোলন করছেন তারা। এমন প্রেক্ষাপটে স্কুলে স্কুলে নতুন শিক্ষাক্রম নিয়ে সরকারি প্রচারপত্র বিলি করা হচ্ছে। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত জানুয়ারিতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হয় নতুন শিক্ষাক্রম। আগামী বছর আরও তিনটি শ্রেণিতে হবে এ কার্যক্রম। নতুন শিক্ষাক্রমে প্রচলিত মূল্যায়ন পদ্ধতি তথা পরীক্ষা পদ্ধতি নেই। একাধিক অভিভাবক সমকালকে বলেছেন, শিক্ষার্থীরা পড়বে, মুখস্থ করবে ও পরীক্ষা দেবে। উত্তরপত্রে যা লিখবে, তার ভিত্তিতেই সে মূল্যায়িত হবে। কিন্তু নতুন পদ্ধতিতে শিশুরা কিছুই শিখতে পারছে না। মূলত অভিভাবকরা পরীক্ষা পদ্ধতি না থাকায় ক্ষুব্ধ। সূত্র: সমকাল

১৩ জেলায় সহিংসতা, ৪ মৃত্যু

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে গতকাল রবিবার রাজধানী ঢাকাসহ অন্তত ১৩ জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ১৪টি যানে আগুন দেওয়া হয়। পাঁচটির বেশি যানবাহন ভাঙচুর করা হয়। ১৩ জেলায় সহিংসতা, ৪ মৃত্যুহরতাল চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা ছাড়াও কাঁদানে গ্যাসের শেল, ছররা গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনায় পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। সূত্র: কালের কণ্ঠ

২৩ হাজার টাকা মজুরির দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকার দাবিতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ সোমবার আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগদানের পরপরই কারখানার ভেতরে আন্দোলন শুরু করেন। এ সময় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে দিলে শ্রমিকেরা বের হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সূত্র: আজকের পত্রিকা।

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন

রাজশাহীতে এক রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই চিকিৎসক খুন হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) রাতে পৃথক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোলাম কাজেম আলী আহমাদ (৪৮) ও এরশাদ আলী দুলাল (৪৫)। গোলাম কাজেম রাজশাহীর চর্ম ও যৌন বিশেষজ্ঞ চিকিৎসক এবং রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৪২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। অপর আরেকজন এরশাদ আলী দুলাল ছিলেন স্থানীয় পল্লী চিকিৎসক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ১২টার দিকে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক চেম্বার থেকে নগরীর উপশহরের বাসায় ফেরার পথে বর্ণালীর মোড়ে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে এসে গোলাম কাজেমের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তারা কাজেমকে উপর্যুপরি চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি মারা যান। সূত্র: কাল বেলা।

নির্বাচন নিয়ে সমঝোতার সব সম্ভাবনাই কি শেষ হয়ে গেলো?

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিরোধী দল বিএনপির সাথে সংলাপ বা সমঝোতার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন এর কোন প্রয়োজনীয়তাই তারা বোধ করছেন না। অন্যদিকে বিরোধী দল বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে রোববারের হরতালের পর নতুন করে চলতি সপ্তাহেই তিনদিনের সর্বাত্মক অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
দলটির নেতারা বলছেন নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আওয়ামী লীগ মেনে নিলেই কেবল একটি সমঝোতার পথ উন্মুক্ত হতে পারে।আর নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের বিপরীতে আওয়ামী লীগ যে অবস্থানে অনড় তা হলো- আগামী সংসদ নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই।যদিও নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবং দেশের ভেতর থেকে সিভিল সোসাইটির নেতৃবৃন্দও উভয় পক্ষকে অনুরোধ করে আসছে। সূত্র: বিবিসি বাংলা।

এখনো নিরাপত্তার ঘেরাটোপে বিএনপি কার্যালয়, আরও ক্যামেরা বসছে চারপাশে

তদন্তকাজ কবে শেষ হবে আর কবে নাগাদ বিএনপি কার্যালয় খুলে দেওয়া হবে, সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা কোনো তথ্য দিতে পারেননি। মহাসমাবেশ ঘিরে তাণ্ডবের পর থেকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা চলে যায় কঠোর পুলিশি নিরাপত্তাবলয়ে। তিন দিন বাদেও একই অবস্থা ওই এলাকার।এখনো ‘ডু-নট ক্রস-ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে বিএনপি কার্যালয়ের তিনদিক ঘিরে রাখা হয়েছে। দুই প্রান্তে এক স্তরের পুলিশ অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। কার্যালয়ের কলাপসিবল গেইটে ঝুলছে তালা।এখনো নিরাপত্তার ঘেরাটোপে বিএনপি কার্যালয়, আরও ক্যামেরা বসছে চারপাশে
কার্যালয়টি বন্ধ থাকায় নেতা-কর্মীদেরও আনাগোনা নেই এই এলাকায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রপ্তার ও মামলার কারণে অধিকাংশ নেতাই আত্মগোপনে চলে গেছেন। সূত্র: বিডি নিউজ