ইংল্যান্ডকে ধসিয়ে বড় জয়ে ফের শীর্ষে ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

সংগৃহীত ছবি

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হেসেখেলে হারিয়ে দিল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল ভারত। আর শেষ চারে ওঠার শেষ সুযোগটাও হাতছাড়া করল ইংলিশরা।

রোববার (২৯ অক্টোবর) লখনৌতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলিং উত্তাপে নাস্তানাবুদ ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ২২৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন অধিনায়ক রোহিত। জবাবে রান তাড়া করতে নেমে জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও কুলদ্বীপ যাদবের বোলিং তোপে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ৫০ ওভারে ২২৯/৯ (রোহিত ৮৭, গিল ৯, কোহলি ০, আইয়ার ৪, রাহুল ৩৯, যাদব ৪৯, জাদেজা ৮, শামি ১, বুমরাহ ১৬, যাদব ৯; উইলি ১০-২-৪৫-৩, ওকস ৯-১-৩৩-২, রশিদ ১০-০-৩৫-২, উড ৯-১-৪৬-১, লিভিংস্টোন ৪-১-২৯-০, মঈন ৮-০-৩৭-০)

ইংল্যান্ড : ৩৪.৫ ওভারে ১২৯/১০ (বেয়ারস্টো ১৪, মালান ১৬, রুট ০, স্টোকস ০, বাটলার ১০, মঈন ১৫, লিভিংস্টোন ২৭, ওকস ১০, উইলি ১৬, রশিদ ১৩, উড ০ ; বুমরাহ ৬.৫-১-৩২-৩, সিরাজ ৬-০-৩৩-০, শামি ৭-২-২২-৪, যাদব ৮-০-২৪-২, জাদেজা ৭-১-১৬-১)

ফলাফল: ভারত ১০০ রানে জয়ী ভারত

Nagad