বিকেলে আ.লীগের জরুরি সংবাদ সম্মেলন
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞতিতে এ কথা জানিয়েছে।
উল্লেখ্য, শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এক সংঘর্ষ হয়। এর প্রতিবাদে বিএনপি-জামায়াত রোববার সারা দেশে হরতাল ডাকে। সেইসঙ্গে আওয়ামী লীগও আজ সারা দেশে শান্তি সমাবেশ করবে বলে ঘোষণা দেয়।