বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আ. লীগের শান্তি সমাবেশে ডা. মুরাদ
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর একটার দিকে বিপুল নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান। সমাবেশে যোগদানের সময় জাতীয় পতাকা হাতে দেখা যায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সদা লড়াই-সংগ্রাম করতে প্রস্তুত আছেন বলে তিনি জানান। এছাড়াও নিষিদ্ধ সংগঠন জামাত ও বিএনপির সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধেও তিনি রাজপথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


দীর্ঘ সময় ঢাকার রাজপথ, সভা-সমাবেশ ও মিডিয়ার অন্তরালেই ছিলেন জামালপুর-৪ আসনের এই সংসদ সদস্য। তবে এই সময়ে তিনি স্থানীয় সংসদ সদস্য হিসেবে নিজের সংসদীয় এলাকা সরিষাবাড়ী উপজেলায় তিনি নিজের কাজ চালিয়ে গেছেন।