বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আ. লীগের শান্তি সমাবেশে ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর একটার দিকে বিপুল নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান। সমাবেশে যোগদানের সময় জাতীয় পতাকা হাতে দেখা যায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সদা লড়াই-সংগ্রাম করতে প্রস্তুত আছেন বলে তিনি জানান। এছাড়াও নিষিদ্ধ সংগঠন জামাত ও বিএনপির সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধেও তিনি রাজপথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দীর্ঘ সময় ঢাকার রাজপথ, সভা-সমাবেশ ও মিডিয়ার অন্তরালেই ছিলেন জামালপুর-৪ আসনের এই সংসদ সদস্য। তবে এই সময়ে তিনি স্থানীয় সংসদ সদস্য হিসেবে নিজের সংসদীয় এলাকা সরিষাবাড়ী উপজেলায় তিনি নিজের কাজ চালিয়ে গেছেন।