হঠাৎ দেশে ফিরলেন সাকিব, কিন্তু কেন?
দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপে দল হেরেছে বাজেভাবে। সেই ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে পরের ম্যাচ খেলতে কলকাতায় গেছেন দলের সবাই। কিন্তু সাকিব মুম্বাই থেকে চলে এসেছেন ঢাকায়। এসেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে চলে যান সাকিব।
সাকিবের দেশে ফেরার ব্যাপারে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


তিনি বলেন, ‘সাকিব দেশে আসবে এটা আগের দিন জানতাম। সে ব্যক্তিগত কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করার জন্যই দেশে ফিরেছেন। সে যদি দেশের ব্যক্তিগত কোচের সঙ্গে কাজ করে ভালো ফিল করে তাহলে এটাতে কোনো চাপের ব্যাপার নেই। তার যদি এটা কাজে লাগে, সে যদি এটা করে আত্মবিশ্বাসী হয় তাহলে কেন নয়! আমরা তো তার ভালোই চাইবো।’
জানা যায়- বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ২৮ অক্টোবর। টাইগার অধিনায়ক ডাচদের বিপক্ষে ম্যাচের আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ফের ভারতে যাবেন বলে জানা গেছে।
বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে পাঁচটি ম্যাচ। এসবের মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও এরপর টানা চার ম্যাচেই হেরেছে টাইগাররা। এবারের আসরে এখনো পর্যন্ত চার ম্যাচে খেলে সাকিব ব্যাট হাতে করেছেন ৫৬ রান। অন্যদিকে বল হাতে তিনি নিয়েছেন ৬ উইকেট।
নিজের পঞ্চম বিশ্বকাপ খেলা সাকিব এবারের বিশ্বকাপে একেবারেই রঙহীন। ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে পারছেন না। অপরদিকে টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। এসবের মাঝে দেশে ফিরেছেন তিনি। মিরপুরে এসে অনুশীলন করেছেন সাকিব, তবে সত্যি কি তিনি অনুশীলন করতে মিরপুরে এসেছেন!।
ইনজুরির কারণে এক ম্যাচ না খেললেও বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সাকিবের পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ নয়। অধিনায়ক সাকিব যেমন মলিন, তেমনি মলিন বাংলাদেশও।