আজ বিকেলে বসছে সংসদের শেষ অধিবেশন
আজ একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হচ্ছে । রোববার (২২ অক্টোবর) বিকেল চারটায় এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এটি বর্তমান সরকারের মেয়াদের শেষ সংসদ অধিবেশন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্বে রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি শুরু হবে।


গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশনের আহ্বান করেন। এই অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সংসদে ৩৫টি বিল তোলা হয়। পাস হয় ১৮টি বিল।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় দুই ডজন বিল অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে বেশ কিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোনো বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোনো অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।
২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল। এই হিসাবে আগামী ২০২৪ সালের ২৯ জানুয়ারি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে এই সংসদ।
উল্লেখ্য, অধিবেশন শেষ হওয়ার পর আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আর আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।