হারের বৃত্ত ভেঙে অবশেষে শ্রীলঙ্কার জয়
এবারের বিশ্বকাপটা রীতিমত দুঃস্বপ্নের মতো কাটছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। টানা তিন ম্যাচ হেরে বসেছিল তারা। অবশেষে হাসি ফুটেছে লঙ্কানদের মুখে। নেদারল্যান্ডসকে ৫ উইকেট আর ১০ বল হাতে রেখে হারিয়ে এবারের টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।
আজ শনিবার (২১ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে স্কোরবোর্ডে ২৬২ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।


সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস : ৪৯.৪ ওভারে ২৬২/১০ (বিক্রমজিৎ ৪, ম্যাক্স ১৬, অ্যাকারম্যান ২৯, লিড ৬, তেজা ৯, স্কট ১৬, সাইব্র্যান্ড ৭০, লোগান ৫৯, মারউই ৭, আরিয়ান ৯, মিকিরেন ৪; মধুশঙ্কা ৯.৪-১-৪৯-৪, রাজিথা ৯-০-৫০-৪, করুনারত্নে ৯-১-৫৮-০, থিকসানা ১০-০-৪৪-১, দুশান ৮-০-৪২-০, সিলভা ৪-০-১৩-০)
শ্রীলঙ্কা : ৪৮.২ ওভারে ২৬৩/৫ (নিশানকা ৫৪, পেরেরা ৫, মেন্ডিস ১১, সামারাবিক্রমা ৯১, আসালাঙ্কা ৪৪, সিলভা ৩০, দুশান ৪; ডাট ১০-০-৪৪-৩, লোগান ১০-০-৫৭-০, মিকিরেন ৮-১-৩৯-১, লিড ৩-০-২৯-০, মারউই ৯-০-৪২-০, কলিন ৮.২-০-৩৯-১)
ফলাফল : শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জয়ী।