দেশে রোনালদিনহো, রেডিসনে জামাল-সাবিনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো ঢাকায় পা রাখলেন। ভারত সফর শেষে এবার ঢাকায় আজ পা রেখেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা। আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটার পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে তার সাথে দেখা করতে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও নির্বাহী কমিটির সকলকে।

জামাল ভূঁইয়া এরই মধ্যে রোনালদিনহোর অনুষ্ঠানে যোগ দিতে হোটেল রেডিসনে উপস্থিত হয়েছেন। সাবিনা খাতুন বাফুফে ভবন থেকে রওয়ানা দিয়ে হোটেলের পথে রয়েছেন। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং নির্বাহী কমিটির কয়েকজন যোগ দেবেন এই অনুষ্ঠানে। তবে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন না বলে জানা গেছে।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো আজ (বুধবার) বিকেলে ঢাকায় এসেছেন। কলকাতা সফর শেষে ঢাকায় এসে তিনি থাকবেন ৬ থেকে ৭ ঘণ্টার মতো। ঢাকা থেকেই তিনি ফিরে যাবেন দেশে।

বাংলাদেশে আসার আগে কলকাতায় ছিলেন দুইদিন। সেখানে বেশ ব্যস্ত সময় কাটান তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ঢাকায় আনা শতদ্রু দত্ত এবার রোনালদিনহোকেও আনলেন।

Nagad