আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

গাজায় বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছে হাজার মানুষ
‘ইসরায়েল আমাদের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে’, বলছিলেন আবু আহমেদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় নিজ বাড়ির বাইরে বসে ছিলেন অসহায় এই বৃদ্ধ। গত রোববার রাতভর এ এলাকায় নির্বিচার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার বাসিন্দারা বলছেন, ওই রাতে সবচেয়ে নির্মম হামলার শিকার হয়েছেন তাঁরা। ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজার বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এক হাজারের বেশি নারী–পুরুষ–শিশু চাপা পড়ে আছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। পরিস্থিতি এতটাই নাজুক যে মিনিটে মিনিটে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে আহত ফিলিস্তিনিদের। সূত্র: প্রথম আলো

ব্লিনকেনের আরববিশ্ব সফর
হামাসবিরোধী জনমত গঠনই লক্ষ্য

ছয়টি আরব দেশ সফর করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গতকাল সোমবার ইসরায়েলে ফিরেছেন। বলা হচ্ছে, হামাসের বিরুদ্ধে জনমত তৈরির পাশাপাশি আরববিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্কোন্নয়নের ধারা অব্যাহত রাখাই তাঁর এই সফরের উদ্দেশ্য ছিল। এ ছাড়া ইসরায়েল-হামাস সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাত এড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত আক্রমণের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন একে একে জর্দান, মিসর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও কাতার সফর করেন। সূত্র: কালের কণ্ঠ

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে উত্তপ্ত ব্রিটেন!
♦ সরকার ইসরায়েলের পক্ষে, লাখো সাধারণ মানুষ ফিলিস্তিনের জন্য রাস্তায় ♦ ফিলিস্তিনের পতাকা টাঙালে ফৌজদারি অপরাধ হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী ♦ পূর্ব লন্ডনে ফিলিস্তিনের পতাকা

ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে ব্রিটেনে সরকার ও সাধারণ জনগণের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। একদিকে ইসরায়েলের পক্ষে ব্রিটিশ সরকারের কঠোর অবস্থান, অপরদিকে সাধারণ জনগণের ফিলিস্তিনের পক্ষে সংহতি। লন্ডনে শনিবার ৩০ হাজার মানুষ যোগ দেন ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে। বিবিসির সামনে জড়ো হয়ে এই র‌্যালি সেন্ট্রাল লন্ডনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌঁছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে। এদিন অনেকেই হামাসের পোশাক পরে র‌্যালিতে অংশ নেন। সেই র‌্যালি থেকে ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ সরকার ইসরায়েলের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের সঙ্গে আছেন এমন বার্তা দেন। এরপর তার অফিসিয়াল বার্তায় জানান, প্রয়োজন হলে সামরিক সাহায্য দেওয়া হবে।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান ১০ অক্টোবর এক বার্তায় লন্ডনের মেট পুলিশের হেড কনস্টেবলদের বলেছেন, ব্রিটেনের রাস্তায় ফিলিস্তিনের পতাকা ওড়ানো বা টাঙানো ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এদিকে এমন ঘোষণার পর যেন সাধারণ মানুষের চ্যালেঞ্জের মুখে পড়েছেন সুয়েলা ব্রাভারম্যান। লন্ডনের বিভিন্ন রাস্তায় টাঙানো হচ্ছে ফিলিস্তিনের পতাকা। সূত্র: বিডি প্রতিদিন।

মাটির নিচের টানেলগুলোই হামাসের ক্যান্টনমেন্ট
ওয়ার রুম, জ্যেষ্ঠ নেতাদের কক্ষ, রকেট লঞ্চার ট্রাক, বড় বড় অস্ত্রের চালানের আস্তাবল-সবই এই টানেলে

Nagad

ইসরাইলের নজরদারি প্রযুক্তি ও সেনা-পুলিশ-গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর দরে ভূগর্ভস্থ এই টানেলগুলোকেই অস্ত্র, কমান্ড সুবিধা এবং মুক্তিকামী সেনাদের গা ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করছে হামাস। ইসরাইলের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হুইলচেয়ারে চলাফের করা হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফকে টানেল সিস্টেমের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। ২০১৪ সালের মধ্যে হামাস ১.২৫ বিলিয়ন ডলারে ১৩শ’রও বেশি টানেল তৈরি করেছে। টানেল সিস্টেমের ভেতরের অংশ ‘বুবি ফাঁদে’ পূর্ণ। ইসরাইলের সৈন্যরা এতে সৈন্য পাঠালে ‘বুবি ফাঁদে’ পড়ে তাদের ‘নির্ঘাত মৃত্যু’র সম্ভাবনাও উড়িয়ে দেননি পশ্চিমা বিশেষজ্ঞরা। আলজাজিরা, রয়টার্স, এপি।
সময়ের পরিবর্তনে টানেলগুলোকে এখন ক্যান্টনমেন্ট হিসাবেই ব্যবহার করে গাজার শাসক দল হামাসের সামরিক শাখা। ইরান-সিরিয়া থেকে আসা বড় বড় অস্ত্রের চালানের পাশাপাশি ইসরাইল হামলায় ব্যবহৃত রকেট লঞ্চার ট্রাকগুলোরও নিরাপদ আস্তাবল এই টানেল। সদস্যদের থাকার নির্দিষ্ট কিছু স্থানের পাশাপাশি ‘ওয়াররুম’ও আছে টানেলগুলোতে। এককথায় সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ড ও প্রশিক্ষণ মাঠ ছাড়া ক্যান্টনমেন্টের প্রায় সব সুবিধায় আছে টানেলগুলোতে।২০১৪ সালে হামাসের এই ‘মাটির নিচের পৃথিবী’ নিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটরের এক প্রতিবেদনে উঠে এসেছে-‘মর্যাদার দিক থেকে হামাসের সর্বনিু পদ থেকে শুরু করে সবচেয়ে জ্যেষ্ঠ নেতারা আর তাদের পরিবারের জন্যও নির্ধারিত নিরাপত্তা টানেলের ব্যবস্থা রয়েছে। সূত্র: যুগান্তর

শির সঙ্গে দেখা করতে চীনে পুতিন

চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে আসন্ন ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি পুতিন তার ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার তার ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সাথে দেখা করতে চীনে পৌঁছেছেন। ১৭-১৮ অক্টোবর বেইজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পুতিন এই সম্মেলনেও অংশ নেবেন। মঙ্গলবার শুরু হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরামে অংশ নিতে চীন ১৩০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। এশীয় পরাশক্তি এই দেশটির আশা, এই সম্মেলন বেইজিংয়ের আন্তর্জাতিক অবস্থানকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এদিকে সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রেসিডেন্ট পুতিন তালিকার শীর্ষে রয়েছেন এবং ইউক্রেনে আক্রমণের জেরে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মধ্যে পড়ার পর বড় কোনও বৈশ্বিক শক্তিধর দেশে এটিই পুতিনের প্রথম সফর। সূত্র: দেশ রুপান্তর

রাফাহ সীমান্তে হাজার হাজার বিপন্ন মানুষ

ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনের গাজা ছাড়ার এখন একমাত্র পথ মিশর সংলগ্ন রাফাহ সীমান্ত। এই সীমান্ত পয়েন্টে জড়ো হয়েছেন গাজার হাজার হাজার মানুষ। সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় সীমান্তটি সাময়িকভাবে পুনরায় চালু করা হবে এমন আশায় সোমবার সকালে বাস্তুহারা মানুষ সেখানে ছুটে যান। ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগে সীমান্ত দিয়ে গাজা ছাড়ার জন্য তারা সেখানে পৌঁছেন। এটি খুলে দেওয়ার ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা চালুর আলোচনা চলছে। যদিও ইসরায়েল ও হামাস উভয় পক্ষ এ ধরনের কোনো চুক্তির কথা অস্বীকার করেছে। ইসরায়েলকে দুষছে মিসর: তবে জাতিসংঘ বলেছে, সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। আর মিসর এজন্য ইসরায়েলকে ‘সহযোগিতা না করার’ জন্য দায়ী করেছে। গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর ইসরায়েল বিমান হামলা শুরু করার পর গাজা থেকে বেরিয়ে আসার সব পথ বন্ধ রয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সোমবার ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই অঞ্চলের ছয়টি আরব দেশ সফরের পর তিনি মানবিক সহায়তা সরবারহ ও বিদেশি পাসপোর্টধারীদের সরিয়ে নিতে সীমান্তটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করতে ইসরাইলে রয়েছেন। সূত্র: সমকাল

ইসরায়েল সফরে যাবেন বাইডেন, বৈঠক করবেন আব্বাস, সিসি ও আব্দুল্লাহর সঙ্গেও

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে গাজার ফিলিস্তিনিরা। এ অবস্থায় ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল বুধবার তিনি ইসরায়েলে পৌঁছাবেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল সফরে চলমান যুদ্ধ নিয়ে দেশটির নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বাইডেন। এ ছাড়া বাইডেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন। এর বাইরে তিন তেল আবিব থেকে জর্ডানের রাজধানী আম্মানও সফর করবেন। সেখানে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি বলেছেন, ‘আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় হামাস যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের লক্ষ্যে লড়ছে না, সে বিষয়টি তুলে ধরবেন। এ ছাড়া তিনি গাজার বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করবেন।’ সূত্র: আজকের পত্রিকা।

রাফাহ ক্রসিংকে গাজার ‘লাইফলাইন’ বলা হচ্ছে কেন?

ইসরায়েলের একের পর এক বিমান হামলায় বিপর্যস্ত এখন গাজা উপত্যকা। সীমান্তেও প্রস্তুত ইসরায়েলি সৈন্যরা, যেকোনো সময় শুরু হতে পারে স্থল অভিযান। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে গাজা ছেড়ে যাচ্ছেন লাখ লাখ বাসিন্দা। তাদের গন্তব্য গাজার দক্ষিণে রাফাহ সীমান্ত। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে যে, বিদেশি পাসপোর্টধারীদের নিরাপদে সরিয়ে নেয়া এবং মানবিক সহায়তা সামগ্রী প্রবেশের উদ্দেশ্যে অল্প সময়ের জন্য রাফাহ সীমান্ত খুলে দেয়া হতে পারে।তবে মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাফাহ ক্রসিং বন্ধ রয়েছে।রাফাহ ক্রসিং কী এবং কোথায় অবস্থিত?রাফাহ- মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ যেটি গাজার সর্ব দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হবার আরও দুটি সীমান্তপথ রয়েছে, যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ। সূত্র: বিবিসি বাংলা ।

বেলজিয়ামে গুলিতে ২ সুইডিশ নিহত, সর্বোচ্চ সতর্কাবস্থা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যা ও অপর একজনকে আহত করার পর সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছেন। সোমবার স্থানীয় সময় রাতে বেলজিয়াম ও সুইডেনের মধ্যে একটি ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে ব্রাসেলসের কেন্দ্রস্থলে হামলার এ ঘটনা ঘটে।হামলার পর এক ব্যক্তি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন। এ ঘটনার জেরে বেলজিয়াম সর্বোচ্চ সন্ত্রাস সতর্কাবস্থা জারি করে হামলাকারীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সূত্র: বিডি নিউজ

ভোটে সবচেয়ে বড় পর্যবেক্ষক রাজনৈতিক দলের এজেন্টরাই: ভারতের সিইসি

একটি নির্বাচনের মূল চাবিকাঠি হলো বিশ্বাসযোগ্যতা। এই বিশ্বাসযোগ্যতায় ভারতের নির্বাচন কমিশন এখন পর্যন্ত শতভাগ উতরে গেছে বলে মনে করেন সাংবিধানিক সংস্থাটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার।তার মতে, বিদেশিদের নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানানো হলেও মূলত রাজনৈতিক দলের এজেন্টরাই ভোটের সবচেয়ে বড় পর্যবেক্ষক। সোমবার বিকেলে নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে রাজীব কুমার এ অভিমত দেন। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত সচিব অরিন্দম বাগচী।এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (মিডিয়া) বালসুব্রামানিয়ান নারায়ণান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বাসুদেব রবি, পবন স্মরণ, ঢাকায় ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন ও কালচার) শিলাদিত্য হালদার প্রমুখ। সূত্র: বাংলানিউজ