আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ধর্মঘটে যুক্তরাষ্ট্রের ৭৫ হাজার স্বাস্থ্য সুরক্ষাকর্মী
যুক্তরাষ্ট্রের ৭৫ হাজারের বেশি স্বাস্থ্য সুরক্ষাকর্মী গতকাল বুধবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অলাভজনক স্বাস্থ্য সুরক্ষা সংস্থা কাইজার পারমানেন্টের কর্মী। সাম্প্রতিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে হওয়া বড় ধরনের ধর্মঘটগুলোর একটি এটি। গত বুধবার লস অ্যাঞ্জেলেসে ধর্মঘটে থাকা স্বাস্থ্যকর্মীরা বলেছেন, তাঁদের দিয়ে অনেক খাটুনি করানো হয়, কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় কম। এক্স-রে টেকনিশিয়ান আমান্ডো ভেলাস্কো এএফপিকে বলেন, ‘মহামারি (করোনা মহামারি) শুরুর পর আমরা অনেক সদস্যকে হারিয়েছি এবং আমরা কখনো তাঁদের ফিরে পাব না।’নার্স ক্যাথি লোজোয়া বলেন, দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় খরচ বেড়ে যাওয়ায় জীবন অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে।লোজোয়া আরও বলেন, ‘কাইজার পারমানেন্টে কর্তৃপক্ষ বলেছে, তাদের কোটি কোটি ডলার মুনাফা হয়েছে। সুতরাং কাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের সবার দাবি, সম্মুখসারির কর্মীদের মধ্যে যেন সে লভ্যাংশ ভাগ করে দেওয়া হয়। আমরা সবাই চাই ভালো একটি চুক্তি হোক, যেন আমরা বেঁচে থাকতে পারি।’ সূত্র: প্রথম আলো


পারমাণবিক ক্লাবে ঢুকছে বাংলাদেশ
রূপপুরে নির্মীয়মাণ দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বিশ্বের ৩৩তম পারমাণবিক ক্লাবের সদস্যও হতে যাচ্ছে দেশটি। দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের সামগ্রিক কাজের ৯০ শতাংশ সম্পন্ন হওয়ায় সম্প্রতি রাশিয়া থেকে জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের প্রথম চালান কঠোর নিরাপত্তায় প্রকল্পে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকল্প এলাকায় বাংলাদেশের কাছে ইউরেনিয়াম হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এর মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম হস্তান্তরের মধ্য দিয়ে আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠানটি ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো প্রকল্প এলাকা। সূত্র: কালের কণ্ঠ
কানাডায় প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার
কানাডার লিবারেল সংসদ সদস্য গ্রেগ ফার্গাস হাউস অব কমন্সের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। আগের স্পিকার পদত্যাগ করায় তাঁকে নির্বাচিত করা হয়। গত মঙ্গলবার গোপন ব্যালটে ভোটের মাধ্যমে ৩৩৮ সদস্যের হাউস অব কমন্সের স্পিকার নির্বাচিত হন ফার্গাস। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে কানাডার পার্লামেন্টের স্পিকার হলেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফার্গাসের জয় সব কানাডীয়, বিশেষ করে তরুণ প্রজন্মের যাঁরা রাজনীতিতে আসতে চান, তাঁদের জন্য অনুপ্রেরণাদায়ক। ১৯৯৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন জ্যঁ অগাস্টিন। সূত্র: কালের কণ্ঠ
নিজ দলের বিদ্রোহে পদচ্যুত মার্কিন স্পিকার
২৩৪ বছরের মার্কিন ইতিহাসে এই প্রথমবার! হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি তার দলেরই আনা প্রস্তাবে হেরে গেছেন। অর্থাৎ যা ছিল কল্পনারও বাইরে, তাই ঘটল যুক্তরাষ্ট্রে। চূড়ান্ত ফলে ২১৬-২১০ ভোটে হেরে গেছেন ক্যালিফোর্নিয়া থেকে কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হওয়া কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের এই নেতা। সরকারি সংস্থাগুলোর জন্য তহবিল নিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ বা সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করার পর দলের অতি রক্ষণশীলরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। এ রকম আট এমপি ম্যাকার্থির বিপক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, হাউস অব রিপ্রেজেন্টেটিভস প্রায় সপ্তাহখানেক নেতাবিহীন থাকবে। রিপাবলিকানরা জানিয়েছে, তারা ১০ অক্টোবর ম্যাকার্থির উত্তরসূরি বেছে নিতে বৈঠক করবে। ১১ অক্টোবর আবারও ভোটের মাধ্যমে নতুন স্পিকার নির্বাচন করা হবে। হারের পর ম্যাকার্থি বলেছেন, ‘৫৫তম স্পিকার হিসেবে আমার যাত্রা শেষ হলো। স্পিকার হিসেবে প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি।’ সূত্র: বিডি প্রতিদিন।
রূপপুর পারমাণবিক কেন্দ্র
বিদ্যুৎ মিলবে ২০২৫-এর শুরুতে
ইউরেনিয়াম আসার মধ্য দিয়ে পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র। আজ বৃহস্পতিবার এই পারমাণবিক জ্বালানি আনুষ্ঠানিকভাবে রূপপুর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে কেন্দ্রের প্রস্তুতকারক রাশিয়ার রোসাটম কোম্পানি। জ্বালানি এলেও কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যাবে আগামী বছরের সেপ্টেম্বরে। জনগণের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছাবে ২০২৫ সালের শুরুতে।
দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের অন্যতম সুবিধাভোগী হবে উত্তরাঞ্চল। সার্বিকভাবে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রটি মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২ শতাংশ অবদান রাখবে বলে আশা করছে সরকার। রূপপুর কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর। দ্বিতীয় ইউনিটের অগ্রগতি ৭০ শতাংশ। তিনি জানান, আগামী এপ্রিলের মধ্যে প্রথম ইউনিট জ্বালানি স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। সঞ্চালন লাইন নির্মাণ শেষ হলে ইউরেনিয়াম ফুয়েল স্থাপন করা হবে। সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। প্রথম ধাপে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ধাপের সফলতার পর ধাপে ধাপে ৫০ ও ৭০ শতাংশ এবং শেষ ধাপে পুরোপুরি উৎপাদনে যাবে। এই ধাপগুলো পার হতে সাধারণত ১০ মাস সময় লাগে। ২০২৫ সালের শুরুতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। সূত্র: সমকাল
স্পেনের একটি শহর যেভাবে উদাহরণ হয়ে উঠল
বিমান, ট্রেন থেকে শুরু করে ইস্পাত কারখানা ও জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহারের জন্য একটি শুদ্ধ ও কার্যকর বিকল্প জ্বালানি হচ্ছে হাইড্রোজেন। এর সম্ভাবনা কাজে লাগিয়ে স্পেনের একটি সাবেক খনি শহর বিশ্বের উদাহরণ হয়ে উঠছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।শহরটির নাম পুয়ের্তোলইয়ানো। সেখানকার এক সার কারখানায় একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ফ্যার্তিবেরিয়া নামে ওই সার কারখানার কর্মকর্তা ডেভিড হেরেরো বলেন, ‘অ্যামোনিয়া উৎপাদনের জন্য হাইড্রোজেন গুরুত্বপূর্ণ। আর আমরা যে সার বিক্রি করি তা তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যামোনিয়া।’ সূত্র: ইত্তেফাক
যুক্তরাজ্যের সতর্কতা
কৃষ্ণসাগরে সমুদ্র মাইন ব্যবহার করতে পারে রাশিয়া
কৃষ্ণ সাগরে বেসামরিক পণ্যবাহী জাহাজগুলোর বিরুদ্ধে সমুদ্র মাইন ব্যবহার করতে পারে রাশি, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন সতর্কতা জানিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।বুধবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায় যে, “তাদের গোয়েন্দা সূত্রে জানা গেছে কৃষ্ণ সাগরের দিয়ে শস্য রপ্তানি সহজ করার জন্য ইউক্রেন দ্বারা গঠিত মানবিক করিডোরের মধ্যে ভ্রমণকারী বেসামরিক জাহাজগুলিকে আটকাতে সমুদ্র মাইন ব্যবহার করার কথা বিবেচনা করছে রাশিয়া।“বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া প্রায়শই নিশ্চিতভাবেই কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধে যে কোনো হামলার জন্য ইউক্রেনকে মিথ্যাভাবে দোষারোপ করে। তাই যুক্তরাজ্য রাশিয়ার এই কৌশল প্রকাশ করলো যাতে এই ধরনের কোনো ঘটনা তারা আর ঘটতে না পারে।“বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলিকে উদ্ধৃত করে বলা হয় যে “বিশ্ব দেখছে” কৃষ্ণ সাগরে কী হচ্ছে এবং ইউক্রেনের উপর তাদের হামলার জন্য রাশিয়ার নিষ্ঠুর প্রচেষ্টা।”যুক্তরাজ্যের এই সতর্কবার্তা এমন সময়ে সামনে এলো যখন ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে যে ১২টি পণ্যবাহী জাহাজ ইউক্রেনীয় বন্দরগুলিতে যাওয়ার জন্য কৃষ্ণ সাগরের শিপিং করিডোরে প্রবেশের জন্য প্রস্তুত। ইউক্রেনের বন্দরে ভ্রমণের ঝুঁকি নিতে ইচ্ছুক পণ্যবাহী জাহাজের জন্য কৃষ্ণ সাগরে একটি অস্থায়ী “মানবিক করিডোর” স্থাপন করেছে ইউক্রেন, যেখানে সাড়া দিয়েছে বেশ কয়েকটি দেশ এবং বেশ কয়েকটি জাহাজ তখন থেকে রুটটি ব্যবহার করেছে।বুধবার, ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বলেন যে, “নতুন করিডোরে প্রবেশের জন্য মোট ১২টি, এবং ছেড়ে যাওয়ার জন্য ১০টি জাহাজ অপেক্ষমাণ রয়েছে।ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক জলসীমায় বেসামরিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করছে বলেও জানান তিনি। জাহাজগুলি রোমানিয়া, বুলগেরিয়া এবং তুরস্কের জলসীমায়ও অগ্রসর হচ্ছে বলেও জানান প্লেটেনচুক। সূত্র: দেশ রুপান্তর
তিস্তার স্রোতে ভাসছে লাশ
সিকিমে বন্যা, সেনাসহ নিখোঁজ ৪৩: ভেসে গেছে গ্রামের পর গ্রাম, রাস্তা ভেঙে দুভাগ, কাদায় ডুবে গেছে সেনার ৪১টি গাড়ি, ভয়ে বন্ধ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির স্কুলও
সিকিমে হঠাৎ ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় স্রোত নামে তিস্তায়। এক ধাক্কায় ততধিক বেড়ে যায় স্রোত। সেই স্রোতই ভাসিয়ে নিয়ে যায় রাস্তা, ঘর, বাড়ি, গাড়ি-সবকিছু। প্রবল বেগে পানি নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে। আর সেই স্রোতে ভেসে আসছে লাশ। বেশ কয়েকটি মৃতদেহ ইতোমধ্যে ভেসে আসতে দেখা গেছে। তবে মৃতদেহগুলো কার, তা এখনো স্পষ্ট নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সেচ দপ্তর, পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে। লাশগুলো পানি থেকে টেনে আনার চেষ্টা করছেন। কিছু ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার প্রত্রিকা।মঙ্গলবার রাতভর মেঘভাঙা বর্ষণের পর বুধবার ভোরে সিকিমের উত্তর-পশ্চিম প্রান্তে দক্ষিণ লোনক হ্রদের হিমবাহ (বরফ গলা জলা) ফেটে হুড়মুড়িয়ে পানি নামে তিস্তায়। আকস্মিক বানের পানিতে ভেসে গেছেন অন্তত ৪৩ জন। নিখোঁজদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ২৩ সদস্য রয়েছেন। নিখোঁজ সৈন্যদের খোঁজে ব্যাপক পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাহাড় আর সমুদ্রের ছায়ায় আপাত শান্ত যে তিস্তাকে দেখতে অভ্যস্ত ভ্রমণার্থীরা, সেই তিস্তা এখন প্রবল গর্জনে ফুঁসছে। তার রোষে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। ভেসে গেছে বাড়ি-গাড়ি, বেশকিছু সেনাছাউনিও। পানির চাপ সামাল দিয়ে অতিরিক্ত পানি ছাড়তে হয় চুংথামের কাছে তিস্তার বাঁধ থেকে। বাঁধ বাঁচাতে ছেড়ে দেওয়া সেই স্রোতের তোড়েই ভেসে যায় উত্তর সিকিম। সূত্র; যুগান্তর
সাহিত্যে নোবেল যাচ্ছে কার ঘরে, জানাবে আজ
২০২৩ নোবেল পুরস্কারের পর্দা উঠেছে গত সোমবার। আজ ৫ অক্টোবর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। বাংলাদেশ সময় বিকেল ৫টায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০২২ সালে নোবেল পেয়েছেন ফরাসি নাগরিক আনি এরনো। আনি তাঁর লেখায় ‘সাহস ও তীব্র নির্লিপ্ততার’ সমাবেশ ঘটিয়েছেন এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্যই তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। সূত্র আজকের পত্রিকা।
কিউবায় আবাসিক ভবন ধসে নিহত ৩
কিউবার রাজধানী হাভানায় একটি আবাসিক ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছে। গত মঙ্গলবার (৩ অক্টোবর) ওল্ড হাভানা জেলার তিন তলা একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এরপর বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ধসে যাওয়া ভবনে ১৩টি পরিবার এবং ৫৪ জন মানুষ থাকতেন। ভবন ধসের কারণে ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়েছে।মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটলেও বুধবার দিনের আলোয় উদ্দারকাজ শুরু করেন উদ্দারকর্মীরা। তারা সেখান থেকে দুজনকে উদ্ধার করেন। এই অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে বুধবার সকালেও ভবনটির আরেকটি অংশ ধসে পড়ে। সূত্র: কালবেলা