আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

ইতালিতে উড়ালসড়ক থেকে নিচে পড়ল বাস, নিহত ২১

ইতালিতে উড়ালসড়ক থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে ২টি শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। ভেনিসের কাছের মেস্ত্রে এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি উড়ালসড়কের পাশের বেষ্টনী ভেঙে নিচের রেলপথে পড়ে যায়। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মেস্ত্রে শহরের নির্বাহী কর্মকর্তা মিশেল দি বারি বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে ইউক্রেনের নাগরিক আছেন পাঁচজন এবং একজন জার্মানির। বাসটির চালক ছিলেন ইতালির।ভেনিসের মেয়র লুইজি বার্গনারো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এটা একটা বড় বিপর্যয়। এ দৃশ্য ভয়াবহ। ভাষায় প্রকাশ করা যায় না।ভেনিস ও এর কাছের মারঘেরা জেলার একটি এলাকায় পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বাসটি পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। সূত্র: প্রথম আলো

সাবেক সহযোগী জন কেলির বিস্ফোরক মন্তব্য
মার্কিন সেনাদের ক্রমাগত অবজ্ঞা করেছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার আর্থিক জালিয়াতি সংক্রান্ত একটি দেওয়ানি মামলায় নিউ ইয়র্কের আদালতে হাজিরা দিয়েছেন। দুইবার অভিশংসিত হওয়া এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে ৯১টি ফৌজদারি অপরাধে মামলা চলছে। এবার তাঁর শাসনামলে হোয়াইট হাউস চিফ অব স্টাফ জন কেলি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ২০২০ সালে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিক যেসব দাবি করেছিল তা ‘সত্য’। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে দ্য আটলান্টিকে প্রকাশিত সংবাদের সারবস্তু ছিল এমন—মার্কিন সেনাদের আত্মত্যাগ নিয়ে ট্রাম্প ক্রমাগত অবমাননাকর মন্তব্য করেন এবং সেনাদের আত্মত্যাগ নিয়েও তিনি অবহিত নন।২০২০ সালে দ্য আটলান্টিকের এডিটর ইন চিফ জেফরি গোল্ডবার্গ চাঞ্চল্যকার বিষয়বস্তুর ওপর প্রতিবেদন প্রকাশ করেছিলেন। মার্কিন সংবাদমাদ্যম সিএনএন গতকাল মঙ্গলবার জানায়, আটলান্টিকের সংবাদকে স্বীকৃতি দিয়েছেন জন কেলি। সূত্র: কালের কণ্ঠ

নেপালে ৪ দফা ভূমিকম্প কাঁপল ভারতের দিল্লিও

নেপালে গতকাল চার দফা ভূমিকম্প হয়েছে। এর সর্বোচ্চ মাত্রা ছিল ৬.২। এতে পুরো নেপাল কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। এবারের কম্পনগুলো খুব বেশি ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়েছিল সবচেয়ে বেশি। কারণ আট বছর আগে ২০১৫ সালে এক ভূমিকম্পে প্রায় গোটা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। গতকাল এ কম্পনের ফলে দিল্লিসহ উত্তর ভারতে কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা বেশি থাকায় সাধারণ মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় এবং খোলা মাঠে নেমে আসে। ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালে। সেখানে মাত্র আধঘণ্টার মধ্যে দুইবার ভূমিকম্প হয়। নেপালে ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, বাড়ির দেওয়াল ধসে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নেপালে আঘাত হানে স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে। এর গভীরতা ছিল ৫ কিলোমিটার। প্রথম কম্পন অনুভূত হয় স্থানীয় সময় বিকাল ২টা ২৫ মিনিটে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এরপরই শক্তিশালী ৬.২ মাত্রার কম্পন অনুভূত হয় ২টা ৫১ মিনিটে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ২৩ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সৈন্যদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে পানির স্তর হঠাৎ করে ১৫-২০ ফুট উঁচুতে বেড়ে যায়। এর ফলে সিংটামের কাছে বারদাং-এ পার্ক করা সেনা গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং ২৩ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছে। এ ছাড়া আকস্মিক বন্যায় লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্রোতে কিছু যানবাহন ডুবে গেছে। নিখোঁজদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।” এনডিটিভি বলছে, সিকিমে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। প্রবল ওই বৃষ্টির পর উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।এদিকে রাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের ধারণ করা এবং শেয়ার করা ভিডিওতে দেখা যায় বন্যার পানিতে সেখানকার রাস্তা তলিয়ে গেছে। সূত্র: দেশ রুপান্তর

রাশিয়ায় ক্লাস্টার বোমা হামলা ইউক্রেনের
শিশুদের বাঁচাতে মাটির নিচে স্কুল বানাবে খারকিভ

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের সীমান্তবর্তী ক্লিমোভো গ্রামে নিষিদ্ধ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার স্থানটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুচ্ছ গোলাবারুদ ছোড়া হয়। আকস্মিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইতোমধ্যেই বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজ। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি এ তথ্য দেন। রুশ কর্মকর্তার এ অভিযোগ খণ্ডন করে কোনো বিবৃতি দেয়নি ইউক্রেন। রয়টার্স, আলজাজিরা।জুলাই মাসে কিয়েভকে নিষিদ্ধ এ ক্লাস্টার বোমা সরবরাহ করেছিল ওয়াশিংটন। তবে এটি শুধু শত্রু সৈন্যদের ওপর ব্যবহার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিয়েভ। ১২০টিরও বেশি দেশ স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তির অধীনে ক্লাস্টার যুদ্ধাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। ব্রায়ানস্ক এবং ইউক্রেনের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলের রুশ কর্মকর্তারাও কিয়েভকে নির্বিচারে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করেছে। এবার ক্লাস্টারবাহী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : এবার ইউক্রেনকে ক্লাস্টারবাহী ক্ষেপণাস্ত্র ‘এটিএসিএমএস’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে এ তথ্য প্রচার করেছে আলজাজিরা। সূত্র: যুগান্তর

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত অন্তত ৩৭

নাইজেরিয়ার দক্ষিণে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন গর্ভবতী নারী ছিলেন। স্থানীয় ইবা সম্প্রদায় প্রধান এবং নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে গত মঙ্গলবার বিস্ফোরণ ও প্রাণহানির এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইবা সম্প্রদায়ের প্রধান রুফাস ওয়েলেকেম জানিয়েছেন, গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রয়টার্সকে তিনি বলেন, ‘আগুনে পঁয়ত্রিশ জন লোক মারা গেছে। ভাগ্যবান দুজন সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেও তারা আজ সকালে হাসপাতালে মারা গেছেন।’
সূত্র: আজকের পত্রিকা।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার পদচ্যুত

নিজ দলের বিদ্রোহী আইনপ্রণেতাদের উত্থাপিত অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। এরমাধ্যমে মার্কিন রাজনীতির ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো স্পিকার অনাস্থা ভোটে হেরে স্পিকারের পদ হারিয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কেভিন ম্যাকার্থি অনাস্থা ভোটে ২১৬-২১০ ব্যবধানে হেরে সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে রিপাবলিকানদের নেতৃত্ব ও স্পিকারের দায়িত্ব হারিয়েছেন। খবর বিবিসি। গণমাধ্যমটি জানায়, গত শনিবার ‘মার্কিন সরকারকে শাটডাউন থেকে বাঁচাতে’ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন সিনেটের সঙ্গে একটি চুক্তি করেন রিপাবলিকান নেতা ও স্পিকার কেভিন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটলো। রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করা হয়েছে। সূত্র: বনিক বার্তা ।

ডানপন্থীদের বিদ্রোহ ও নজিরবিহীন ভোটে মার্কিন কংগ্রেসের স্পিকার অপসারিত

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের ভেতরে অতি-ডানপন্থীদের বিদ্রোহে কংগ্রেসের স্পিকার পদ থেকে অপসারিত হলেন ক্যাভিন ম্যাকার্থি। দেশটির হাউজ অব রেপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সভার কোন স্পিকারের এভাবে অনাস্থা ভোটে পরাজিত হওয়ার ঘটনা দেশটির ইতিহাসে এই প্রথম। চূড়ান্ত ফলে ২১৬-২১০ ভোটে হেরে গেছেন ক্যালিফোর্নিয়া থেকে কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হওয়া কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের এই নেতা।সরকারি সংস্থাগুলোর জন্য তহবিল নিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ বা সেনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করার পর দলের অতি রক্ষণশীলরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেন।তবে এখন সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা হিসেবে কে তার উত্তরসূরি হবেন তা এখনো নিশ্চিত নয়। সূত্র: বিবিসি বাংলা।

ভারতীয় সাংবাদিক প্রবীর পুরকায়স্থ গ্রেপ্তার

ভারতীয় নিউজপোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে সন্ত্রাসবিরোধী আইন ও অবৈধ কার্যকলাপ দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক প্রবীর ছাড়াও এই নিউজ পোর্টালের এইচআর বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়েছে। নিউজ পোর্টালটি বেইজিংয়ের অর্থায়নে চীনা প্রপাগান্ডা ছড়াচ্ছে—নিউইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের কয়েক দিন পর আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।তাদের গ্রেপ্তারের আগে দিনের শুরুতে দিল্লি ও মুম্বাইয়ের ২০ জায়গায় নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দেশটির বিরোধীদলীয় নেতারা। তারা বলছেন, এটি দেশের স্বাধীন সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়ন। সূত্র: কালবেলা।

‘চীনা অর্থায়ন’, দিল্লিতে একাধিক সাংবাদিকের বাড়িতে তল্লাশি

ভারতের সংবাদ পোর্টাল নিউজক্লিকের কয়েকজন সাংবাদিকের বাড়িতে মঙ্গলবার ভোর থেকে তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। অন্তত দুজন সাংবাদিককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এই পোর্টালটিতে সরকারের বিভিন্ন নীতি ও কাজকর্ম নিয়ে নিয়মিত প্রশ্ন তোলা হয় এবং ওখানে যারা নিয়মিত লেখেন, তাদের একটা বড় অংশই বিজেপি সরকারের সমালোচক বলে পরিচিত।গত আগস্ট মাসে নিউ ইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে লিখেছিল যে অন্য আরও অনেক গণমাধ্যমের সঙ্গে ‘নিউজক্লিক’-এ চীনা অর্থায়ন হয় ঘুরপথে। তারপরেই ভারত সরকার বিষয়টি নিয়ে সরব হয়। সূত্র: ইত্তেফাক