পোশাক খুলতেও রাজি শেহনাজ, কিন্তু কেন….

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

বিগ বসের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন পাঞ্জাবী গায়িকা ও অভিনেত্রী শেহনাজ গিল। চলতি বছর সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে ‘বিগ বস’ খ্যাত এই তারকার। কাজ করেছেন দুটি সিনেমায়। এবার এই অভিনেত্রী জানালেন বলিউডে এমন একজন আছেন যার কথায় পোশাক খুলতেও আপত্তি করবেন না তিনি। কিন্তু কেন….

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়-মুক্তির অপেক্ষায় শেহনাজ অভিনীত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। চলতি বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে এই ছবি। সম্প্রতি ওই ছবির এক প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন শেহনাজ। সেখানে নিজের পোশাক নির্বাচন সংক্রান্ত সমালোচনার জবাব দেন অভিনেত্রী।

সোনম কাপুরের বোন রিয়া কাপুর প্রযোজিত ‘থ্যাংক ইউ ফর কামিং’ ছবিতে ভূমি পেডনেকরের সঙ্গে অভিনয় করেছেন শেহনাজ গিলও। সেখানে সামাজিক মাধ্যমে এক নেটাগরিক তাকে উদ্দেশ্য করে লেখেন, ‘পোশাক পরার কী দরকার! খুলে ফেললেই তো পারেন!’ সেই মন্তব্যের উত্তর দিতে গিয়ে শেহনাজ বলেন, ‘রিয়া কাপুর আমাকে বললে আমি পোশাক খুলে ফেলতেও রাজি!’

এতে তার চরিত্রের নাম কণিকা। ভূমি-শেহনাজ ছাড়াও অভিনয় করেছেন ডলি সিং, কুশা কাপিলা, শিবাণী বেদি, প্রদ্যুম্ন সিং মাল, নাতাশা রস্তোগি, ডলি আলুওয়ালিয়া, করণ কুন্দ্রার মতো একঝাঁক তারকা। অনিল কাপুরকে বিশেষ চরিত্রে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছেন করণ বুলানি।

এটি কমেডি ঘরানার একটি ছবি। এখানে তিরিশ বছরের এক তরুণীর ভূমিকায় রয়েছেন তিনি। তার একটাই আক্ষেপ। কিছুতেই অর্গ্যাজম হচ্ছে না। অর্থাৎ যৌনতায় চরম সুখের প্রাপ্তি হচ্ছে না।

পাঞ্জাবি ছবিতে কাজ করার কয়েক বছরের মধ্যে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেন শেহনাজ। ২০১৯ সালে ‘বিগ বস্ ১৩’-এর অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। ওই রিয়্যালিটি শোয়ের বদৌলতেই মায়ানগরীতে নিজের পরিচিতি তৈরি করেন। প্রয়াত অভিনেতা ও ‘বিগ বস ১৩’-র অন্যতম প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের জল্পনার কারণেও শেহনাজকে নিয়ে কম আলোচনা হয়নি। ‘বিগ বস’-এর ঘরে থাকাকালীনই নিজের চেহারার জন্য বার বার সমালোচনার শিকার হয়েছেন। এমনকি, পোশাক নির্বাচনের কারণে লাল গালিচাতেও ট্রলের সম্মুখীন হতে হয়েছে শেহনাজকে। তবে তাতে দমে না গিয়ে এবার তার উপর ভর করেই নিজের কর্মজীবনে এগোতে চান অভিনেত্রী।

Nagad