সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি, দেখুন শুভ পরিণয়ের ছবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ সংসদ সদস্য রাঘব চাড্ডা। গত মে মাসে তারা বাগদান সেরেছিলেন। এর চার মাস পর রোববার তারা বিয়ে করেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসে কনে অভিনেত্রী তখন লাজে রাঙা। চোখের কোণ চিকচিক করে উঠেছে। মুখে হাসি।

নববধূর গ্ল্যামার রূপ দেখে মুগ্ধ রাঘব। এদিন পাঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি।

রোববার ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ নৌকায় করে বিয়ের আসরের দিকে যেতে দেখা যায় বাজনদারদের।

Nagad

বিয়ের পর তাদের প্রথম ছবিও, সামনে এসেছে। পরিনীতি পরেছিলেন অসাধারণ ডিজাইনের হালকা গোলাপি রঙের শাড়ি। তাতে সোনালি সরু পাড়। রাঘব পরেছিলেন, বো টাই-সহ স্যুট।