উড়ছেন রোনালদো, জোড়া গোলে আল নাসরের জয়
সৌদি প্রো লিগে রোনালদো ম্যাজিক চলছেই। প্রথম দুই ম্যাচে হারলেও এরপর থেকে টানা জিতে চলছে আল-নাসর। এই ম্যাচে জোড়া গোল করে আল-নাসরের জয়ে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। লিগের প্রথম দুই ম্যাচে গোল না পেলেও এবার টানা ৫ ম্যাচে গোল করে নিজের উপস্থিতি বেশ ভালোভাবেই জানান সিআরসেভেন। আল-নাসরের হয়ে বাকি দুই গোল করেন ব্রাজিলিয়ান তালিসকা।
রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচের ৪ মিনিটেই গোল করে আল নাসরকে লিড এনে দেন রোনালদো। সাদিও মানের নিচু শটে বাঁ পায়ের ছোঁয়ায় বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।


এ জয়ের পর ৭ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ৬ নম্বরে আছে আল আহলি।