আজ এআইইউবির চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১১তম মৃত্যুবার্ষিকী
বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখা মরহুম ডা. আনোয়ারুল আবেদীনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মরহুম ডা. আনোয়ারুল আবেদীনের এই মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছে এআইইউবি পরিবার সহ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলো।


এ উপলক্ষে আজ এআইইউবি এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে ডা. আনোয়ারুল আবেদীনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া, কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে মরহুম ডা. আনোয়ারুল আবেদীনের অবদান অসামান্য। এআইইউবি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া কামনা করা হয়েছে।
সারাদিন ডট নিউজ -এর পক্ষ থেকে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন।
সারাদিন. ৫ সেপ্টেম্বর. আর