আশুলিয়ায় যুব জোটের কর্মী সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

“যুবরা লড়বে, নতুন পৃথিবী গড়বে” এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা জাতীয় যুব জোটের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল সম্ভারপাম্প এলাকার একটি রেস্টুরেন্টে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা যুব জোটের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সুমন ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন।

কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুজ্জামান রুবেল এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুব জোটের শহিদুল ইসলামসহ যুব জোটের স্থানীয় নেতাকর্মীগণ।

এ কর্মী সভায় লুটপাট-দুর্নীতি বন্ধ, বেকার যুবদের কর্মসংস্থান নিশ্চিত, বেকার ভাতা প্রদান ও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সবশেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Nagad

সারাদিন. ১ সেপ্টেম্বর