‘বিএনপি গণতন্ত্রের কথা বলে, ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে’
বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে-বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আবার যদি ক্ষমতায় তারা আসতে পারে দেশে রক্তের বন্যা বইয়ে দিবে। মুক্তিযুদ্ধের পক্ষের কারও অস্তিত্ব তারা রাখবে না। মুক্তিযোদ্ধাদের এবং যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে ভালোবাসে তাদের নিশ্চিহ্ন করে দিবে’।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায়। সে কেমন নেতা যে তাকে ভয় পাব? যে কি না পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি। টেমস নদীর ওপার থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন এত সোজা নয়। একবার দেখি ২৭ দফা, আবার দেয় ১০ দফা। এখন আবার এক দফা। এর মধ্যে বিএনপির আন্দোলন নয়াপল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট খায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে বিএনপি নেতারা দলবেধে সিঙ্গাপুর গেছেন। আবার শুনি জাতীয় পার্টিরও একজন গেছেন। ভালো, আলাপ-আলোচনা ভালো। রাজনৈতিক আলোচনা দেশেও করবে, বিদেশে গিয়েও করবে এটা তাদের ব্যাপার। রাজনীতি করেন, দয়া করে ষড়যন্ত্র করবেন না, সন্ত্রাস করবেন না, ২০১৩-১৪ সালের মতো আগুন দিয়ে মানুষ পোড়াবেন না। এই রাজনীতি থেকে বিরত থাকবেন।
খবর আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে জনগণ আসে না, এবার আপনারা (বিএনপি) সন্ত্রাসের পথে যাচ্ছেন। কানাডায় (বিএনপি) ৫ জন নেতা আশ্রয় চাইতে গিয়েছিল। সেদেশের আদালত বলে দিয়েছে—এরা সন্ত্রাস। এদের দল একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘মাত্র তিন থেকে চার মাস আছে এর মধ্যে অনেক দূর যেতে হবে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আবার যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা গণতন্ত্র গিলে খাবে। তারা আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের শক্তিকে নিশ্চিহ্ন করবে। বিএনপির হাতে ক্ষমতা গেলে এদেশ পাকিস্তান বানাবে। নির্বাচনের মাত্র চার মাস আছে তাই আপনাদের (প্রকৌশলী) দাবি দাওয়ার বিষয় আমরা বুঝি। কিন্তু এখন দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত আছি।’
বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান ঠিকানা বিএনপি। তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়’।