‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ হলেন শ্বেতা সারদা

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

ছবি- সংগৃহীত

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ এর খেতাব জিতলেন শ্বেতা সারদা। রোববার (২৮ আগস্ট) রাতে মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

শ্বেতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়। আগামী ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা।

এছাড়া দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।

ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা সারদা। বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্ন-পূরণের জন্য মায়ের সাথে মুম্বাই পাড়ি জমান। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা।

সারাদিন/২৮ আগস্ট/এমবি 

Nagad