‘উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় স্মার্ট বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মন্ত্রী উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যা্ওয়ার আহ্বান জানান। তিনি বলেন কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ ২০২৩ সালে উন্নয়নে বিশ্বের বিস্ময়।
মন্ত্রী বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার গুলশানে টেলিফোন ভবন মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ১৯৪৮ সাল থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের উত্তরণের বিভিন্ন প্রেক্ষপট তুলে ধরে বলেন, স্পেনের কাতালোনিয়াসহ পৃথিবীর অনেক জাতি স্বাধীনতার জন্য বিচ্ছিন্ন আন্দোলন করছে কিন্তু তাদের অর্জন প্রশ্নবিদ্ধ। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি, আমরা ভাগ্যবান। ষাটের দশকে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ছাত্রলীগের রাজপথের লড়াকু এই সৈনিক বলেন, ছয় দফা বঙ্গবন্ধুর স্বাধীনতার ধারাবাহিক আন্দোলনের অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। ১৯৬৬ সালের জুলাই মাসে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র হিসেবে প্রথম উপলব্ধি করি পাকিস্তান নামক যে রাষ্ট্রটিতে তখন বাস করি সেটি আমাদের স্বাধীনতা নয়, দাসত্ব। ১৯৬৯ এর গণঅভ্যূত্থানের প্রেক্ষাপট এবং ছাত্রলীগের পক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার প্রসংগ তুলে ধরেন।
তিনি বলেন, কিছু সংখ্যক প্রগতিশীলদের বিরোধীতা সত্ত্বেও সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর অংশ গ্রহণের সিদ্ধান্ত স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বেরই ফসল। মন্ত্রী বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্টতা অর্জনের পরেও বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর না করা বিশ্বের কাছে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে উঠে বলে উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার বীজ বপন করে গেছেন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে জাতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। স্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম তিনি শুরু করেছেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার কর্মকর্তাদেরকে তিনি নিজ নিজ অবস্থানে থেকে ডিজিটাল যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় শেখ হাসিনার বিকল্প নেই।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার সভাপতি রওনক আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর, টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান,বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ড. মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মঞ্জুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার উপদেষ্টা প্রকৌশলী ফজলে রাব্বি প্রমূখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু চিরঞ্জিব। অতীতে পাঠ্য পুস্তকে বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও খুনিরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তর পৌছে দিতে হবে। পরে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়
সারাদিন. ২৪ আগস্ট