পাকিস্তান-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত
এশিয়া কাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান। সিরিজে স্বাগতিক দেশ হিসেবে অংশ নিচ্ছে আফগানরা। তবে ভেন্যু জটিলতার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসসিসি) দিকেই তাকিয়ে ছিল দেশটি।
অবশেষে মিলেছে সবুজ সংকেত। শ্রীলঙ্কায় দুই ভেন্যুতে তিন ম্যাচের সিরিজে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান।


আগামী ২২ এবং ২৪ আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। আর কলম্বোতে শেষ ম্যাচ হবে আগামী ২৬ আগস্ট।
সিরিজ শেষ করে প্রতিবেশী দুই দলই যাবে পাকিস্তানে। আগস্টের ৩০ তারিখ মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। আর আগামী ০৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে লাহোরে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান।
এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখেই মূলত এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সারাদিন/০১ আগস্ট/এমবি