আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নতুন প্রত্যাশার কথা জানালেন ব্লিঙ্কেন
চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ‘ভালোভাবে’ কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার তিনি এই মন্তব্য করেছেন। গতকাল মঙ্গলবার চীনের শীর্ষ আইনপ্রণেতাদের ভোটাভুটিতে দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই-কে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্বাক্ষরিত এক আদেশে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দেয় বেইজিং। এর প্রতিক্রিয়ায় অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমি ওয়াং ই-কে এক দশকের বেশি সময় ধরে চিনি। আমি তাঁর সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছি। আশা করছি, অতীতে যেমন করেছিলাম, তেমনি এখনো তাঁর সঙ্গে ভালোভাবে কাজ করতে পারব।’তবে চীনে পররাষ্ট্রমন্ত্রী পদে হঠাৎ কেন এমন রদবদল, সেই বিষয়ে কিছুই জানায়নি বেইজিং। ব্লিঙ্কেনও বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। শুধু বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বদলে ফেলা চীনের অভ্যন্তরীণ বিষয়। সূত্র: প্রথম আলো


বিজ্ঞানীদের পর্যবেক্ষণ
প্রাণঘাতী দাবদাহের জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী
চলতি জুলাই মাসে উত্তর আমেরিকা, ইউরোপ ও চীনে বয়ে যাওয়া তীব্র দাবদাহের জন্য মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন অনস্বীকার্যভাবে দায়ী। গতকাল মঙ্গলবার বিজ্ঞানীদের একটি পর্যালোচনায় এই দাবি করা হয়েছে। জুলাই মাসে চরমভাবাপন্ন আবহাওয়া পরিস্থিতির কারণে পৃথিবীজুড়ে বিপর্যয় দেখা দিয়েছে। চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ ইউরোপে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে।এর ফলে দাবানল, পানিসংকট ও উচ্চ তাপমাত্রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্রাও বেড়েছে। কয়েক দিন আগে দাবদাহের কারণে সৃষ্ট দাবানল থেকে বাঁচতে গ্রিসের রোডস দ্বীপ থেকে হাজার হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরিকল্পনা বিরোধীদের
মণিপুর নিয়ে উত্তপ্ত ভারত
মণিপুর ইস্যুতে সংসদ অচল করে রাখে বিরোধী দল। কিন্তু তাতে খুব সুবিধা হয়নি। তাই এবার মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে ভারতের বিরোধী জোট। বিরোধীদের দাবি ছিল, মণিপুর নিয়ে সংসদে বিতর্ক করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মণিপুর নিয়ে তারা বিতর্কে রাজি। কিন্তু প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কের জবাব দেবেন। এ অবস্থায় গতকাল বিরোধী জোটের নেতারা বৈঠকে বসেন। সেখানে ঠিক হয়, সরকার একান্তই আলোচনায় রাজি না হলে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনা হবে। অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবের পক্ষে অন্তত ৫০ সংসদ সদস্যকে সমর্থন জানাতে হয়। মোদি সরকারের বিরুদ্ধে ২০১৮ সালে অনাস্থা প্রস্তাব এনেছিল তেলেগু দেশম পার্টি। আলোচনার পর সেই প্রস্তাব ৩২৫-১২৬ ভোটে পরাস্ত হয়েছিল। বিডি প্রতিদিন।
পাকিস্তানের মসজিদে ‘আত্মঘাতী বোমা বিস্ফোরণে’ পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানের খাইবার প্রদেশে একটি মসজিদের ভেতরে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। মঙ্গলবার প্রদেশটির আলি মসজিদ এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানায় ডন।পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা (সিসিপিও) আশফাক আনোয়ার বলেন, অতিরিক্ত স্টেশন হাউস অফিসার (এসএইচও) আদনান আফ্রিদি পুলিশের দলের সঙ্গে ছিলেন। তিনি বোমা হামলাকারীকে দেখে ধাওয়া করেছিলেন এবং বিস্ফোরণে মারা যান।তিনি বলেন, ধাওয়া করার সময় হামলাকারীরা একটি মসজিদে প্রবেশ করেন। পরে সেখানে এসএইচও আদনান আফ্রিদি প্রবেশ করলে বোমাটি বিস্ফোরণ করানো হয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারীর একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা জানান, মসজিদটি হামলার মূল লক্ষ্য ছিল না।অন্যদিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা গুল ওয়ালি বলেন, এলাকার বাসিন্দারা সেখানে সন্দেহজনক লোকের উপস্থিতি সম্পর্কে পুলিশকে সতর্ক করেছিল।তথ্য তত্ত্বাবধায়ক প্রাদেশিক মন্ত্রী ব্যারিস্টার ফিরোজ জামাল শাহ বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং পুলিশ কর্মকর্তা নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।তিনি বলেন, পুলিশের আত্মত্যাগ বৃথা যাবে না। দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। সূত্র: সমকাল
শস্য রপ্তানিতে ইইউকে লিথুয়ানিয়ার আহ্বান
বিকল্প পথ বাল্টিক বন্দর
রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র
শস্য রপ্তানিতে বিকল্প পথ হতে পারে বাল্টিক বন্দর। কৃষসাগরে ইউক্রেন বন্দর ব্যবহারে রাশিয়ার হুঁশিয়ারির মধ্যেই ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) এই আহ্বান জানাল লিথুয়ানিয়া। স্থানীয় সময় সোমবার দেশটির মন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের কমিশনারদের কাছে পাঠানো চিঠির মাধ্যমে এ কথা জানান দেশটির তিনজন মন্ত্রী। চিঠিতে বলা হয়, ‘শস্যসহ ইউক্রেনীয় পণ্য পরিবহণের জন্য এটি একটি নির্ভরযোগ্য বিকল্প হিসাবে কাজ করতে পারে।’ বাল্টিক বন্দরগুলো বছরে ২৫ মিলিয়ন টন শস্য পরিবহণে সহায়তা করতে পারে বলে জানা যায়। রুশ ইউক্রেনের শস্য চুক্তি প্রত্যাহারের পরপরই এ আহ্বান জানানো হয়। এএফপির প্রতিবেদনে মন্ত্রীদের নাম প্রকাশ করা হয়নি।জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মাইন : জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইউক্রেনের জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মাইন পাওয়া গেছে। রোববার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বিশেষজ্ঞরা, সাইটের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিসীমার বাধাগুলোর মধ্যে একটি বাফার জোনের মধ্যে মাইনগুলো দেখেছেন। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি স্থানীয় সময় সোমবার এ কথা জানান। তবে কতটি মাইন দেখেছে সে ব্যাপারে কিছু বলা হয়নি। গ্রোসি বলেন, ডিভাসগুলো সীমাবদ্ধ এলাকায় ছিল, যেখানে অপারেটিং প্ল্যান্টের কর্মীরা প্রবেশ করতে পারে না। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পরপরই ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করে ফেলে রুশ বাহিনী। দখলের পর বন্দুকের গুলিতে লক্ষ্যবস্তু করা হয়। ছয়টি চুল্লি ইউনিট কয়েক মাস ধরে বন্ধ রাখা হয়েছে। ইউনিটগুলো আগে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ বিদ্যুৎ উৎপাদন করত। সূত্র: যুগান্তর
ইউরোপে ধর্মের বিরুদ্ধে ‘অধর্ম’
সুইডেনের রাজধানী স্টকহোমে সরকারি অনুমতি নিয়ে কোরআন পুড়িয়ে বিদ্বেষের পুরনো আগুন নতুন করে জ্বালানো হয়েছে। এরপর কোরআন পোড়ানোর জন্য কুখ্যাত উগ্র-ডানপন্থি নেতা রাসমুস পালুদানের দেশ ডেনমার্কেও একই ঘটনা ঘটছে। মতপ্রকাশের স্বাধীনতার বর্মে কোরআন পোড়ানোর ঘটনায় ফুঁসছেন ইরাক, ইয়েমেন, সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ পুরো বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা। বিদ্বেষের মাধ্যমে ঘৃণার আগুন উসকে দিয়ে লাভটা কার হচ্ছে? এমন প্রশ্নের উত্তর উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎসে।
এসব সংবাদমাধ্যমের নিবন্ধগুলোতে উঠে এসেছে কোরআন পোড়ানোর নেপথ্যে উগ্র-ডানপন্থার বিদ্বেষের রাজনীতির কথা। বিশ্লেষণী এসব লেখায় কোরআন পোড়ানোকে শুধু ধর্মীয় বিদ্বেষ প্রকাশ নয় বরং রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর হীন উদ্দেশ্যের বিষয়টি উঠে এসেছে। পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য), আফ্রিকান দেশগুলোর সংঘাত থেকে বাঁচতে উন্নত জীবনের আশায় ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের স্রোত থামছে না। এসব অভিবাসীর বড় অংশই মুসলিম। অন্যদিকে অভিবাসনের প্রতি উদারনীতির তীব্র বিরোধী উগ্র-ডানপন্থিরা। আর বাস্তবতা বলছে, অভিবাসীদের কারণে নিজেদের কর্মসংস্থান নিয়েও যথেষ্ট চিন্তিত সাধারণ ইউরোপীয়রা। ফলে অভিবাসনপ্রত্যাশীদের প্রতি সাধারণের বিদ্বেষকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে উগ্র-ডানপন্থিরা। বলা যায় বারুদে স্ফুলিঙ্গ ছুড়তে ডানপন্থিরা ছড়িয়ে দিচ্ছে ঘৃণা। ইউরোপে হেইটক্রাইম বা বিদ্বেষপ্রসূত অপরাধ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। সূত্র: দেশ রুপান্তর
বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মীদের জন্য দরজা খুলল সৌদি আরব
বাংলাদেশের দক্ষ কর্মী এবং বিনিয়োগে আগ্রহীদের জন্য দরজা উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব। সৌদি আরবে অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, বস্ত্র, মৎস্য শিকার এবং খামারের মতো অসংখ্য বিনিয়োগ খাত রয়েছে। এসবের যে কোনো খাত বাংলাদেশিদের বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখার কথা জানানো হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রকাশিত আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের সৌদি সফরকে সামনে রেখে আরব নিউজকে এই খবরটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রিয়াদের রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান। রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে বাংলাদেশিরা সবচেয়ে বড় প্রবাসী শ্রমিক সম্প্রদায়। দেশটিতে বর্তমানে ২৮ লাখ বাংলাদেশি অবস্থান করছেন এবং বাংলাদেশি শ্রমিকেরা পরিশ্রমী হিসেবে সুপরিচিত। রাষ্ট্রদূত আল-দুহাইলান বলেন, ‘সৌদি আরবে আপনি যেখানেই যাবেন, সেখানেই বাংলাদেশিদের দেখা পাবেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা তাঁদের আয় এবং সমৃদ্ধির কথা জানিয়ে সৌদি আরব ও সৌদি জনগণকে ধন্যবাদ জানান। তাঁদের অনেকেই সৌদি আরবের প্রতি অনুগত।’ সূত্র: আজকের পত্রিকা।
পশ্চিম অস্ট্রেলিয়ার সৈকতে অর্ধ শত তিমির মৃত্যু
পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আটকে পড়া দীর্ঘ পাখনাযুক্ত অর্ধ শতাধিক পাইলট তিমি মারা গেছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের নজরদারি সত্ত্বেও স্তন্যপায়ীগুলোকে গণমৃত্যু থেকে বাঁচানো যায়নি। বর্তমানে দলের বাকি তিমিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।দেশটির পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস আজ বুধবার (২৬ জুলাই) সকালে সোশ্যাল মিডিয়ায় জানায়, দুঃখজনকভাবে ৫১টি তিমি চেইনেস সৈকতে আটকা পড়ার পর মারা গেছে।আরো জানানো হয়, নিবন্ধিত স্বেচ্ছাসেবক ও অন্যান্য সংস্থার সঙ্গে ছিলে পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ কর্মীরা আজ দিনের বেলায় অবশিষ্ট ৪৬ তিমিকে গভীর পানিতে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে।
গতকাল সকালে আলবেনির ৬০ কিলোমিটার পূর্বে চেইনস সৈকতের কাছে পাইলট তিমির ঝাঁকটিকে বিপজ্জনকভাবে সাঁতার কাটতে দেখা যায়। বেলা গড়াতেই তারা সৈকতের কাছাকাছি আসতে শুরু করে।এ আচরণ অচিরেই ডিপার্টমেন্ট অব বায়োডাইভারসিটি, কনজারভেশন অ্যান্ড অ্যাট্রাকশনসের কর্মকতাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিকেল ৪টা নাগাদ সমুদ্র সৈকতের বড় একটি অংশ তিমিতে ঢেকে যায়। সূত্র বণিক বার্তা।
গণতন্ত্র নিয়ে ‘শঙ্কা’র মধ্যে ইসরায়েলে কমানো হলো আদালতের ক্ষমতা
ইসরায়েলে ব্যাপক বিক্ষোভের মধ্যে সে দেশে সংসদ সদস্যরা নতুন এটি বিতর্কিত আইন পাশ হয়েছে। এই আইনে ‘অযৌক্তিক’ মনে করে কোন সরকারি পদক্ষেপকে বাতিল করার সুপ্রিম কোর্টের ক্ষমতাটি কেড়ে নেয়া হয়েছে। আইন সংশোধনের এই পদক্ষেপ নিয়ে ইসরায়েলে তিক্ত বিবাদ চলছে।এই আইন সংস্কারকে ঘিরে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। বিরোধী দলগুলো সতর্ক করেছে যে এসব পদক্ষেপ সে দেশের গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে সরকার যুক্তি দিচ্ছে, ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থেই এই সংশোধনী প্রয়োজন, কারণ সাম্প্রতিক দশকগুলিতে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর আদালত ক্রমবর্ধমান হারে হস্তক্ষেপ করছে।
এনিয়ে সোমবার চূড়ান্ত ভোটের কয়েক ঘণ্টা আগে, জেরুসালেমে ইসরায়েলি পার্লামেন্ট কেনেসেটের বাইরে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সূত্র: বিবিসি বাংলা ।
বাংলাদেশ থেকে ভারতে যেতে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলকের দাবি
ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। ইতোমধ্যেই ওই রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা শতাধিক।এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশ থেকে ভারতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা অহরহ। তাদের মাধ্যমে পশ্চিমবঙ্গেও ছড়াতে পারে এই মশাবাহিত রোগ। তাই ভারতে আসা বাংলাদেশি পর্যটকদের জন্য গাইডলাইন জারি করতে চলেছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর।পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরকে তড়িঘড়ি চিঠি দিয়েছে কলকাতা কর্পোরেশন। প্রতিটি অভিবাসন কেন্দ্রের পাশে খুলতে হবে ডেঙ্গু রক্ত পরীক্ষা কেন্দ্র। সূত্র: জাগো নিউজ