ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে এই হত্যাকাণ্ড চালায় ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসে ইসরাইলি বুলেটে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
ফিলিস্তিনি মিডিয়া এই ঘটনাকে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলা হিসেবে উল্লেখ করেছে।
তবে ইসরাইলি সেনারা দাবি করেছে, তিনজন সন্ত্রাসী নাবলুসে সেনাদের গাড়িতে গুলি ছুড়ে। এর জবাবে সেনারা পাল্টা গুলি ছুড়ে তাদের নিরস্ত্র করে।
সারাদিন/২৫ জুলাই/এমবি