আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
৫০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের যে ভূখণ্ড দখল করেছিল, তার অর্ধেক পুনরুদ্ধার করেছে কিয়েভ। গতকাল রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।’রুশ হামলায় ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গির্জা ক্ষতিগ্রস্ত। গতকাল ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার দখলকৃত আরও ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য কিয়েভকে ‘খুব কঠিন’ লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন।
ইউক্রেনের পাল্টা আক্রমণের এখন অপেক্ষাকৃত প্রাথমিক পর্যায় চলছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই লড়াইকে কঠিন বলে বর্ণনা করেন তিনি। সূত্র: প্রথম আলো


সুদান সংঘাত
১০০ দিন পরও যুদ্ধ থামার লক্ষণ নেই
আফ্রিকার সুদানে গৃহযুদ্ধের ১০০ দিন পেরিয়ে গেলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, সংঘাতে লিপ্ত উভয় পক্ষই বরং যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি দেখতে চায়। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড রেসপন্স ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়া যুদ্ধে দেশটির রাজধানী খার্তুম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুদ্ধকবলিত মানুষের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন দাতব্য ও মানবাধিকার সংগঠন। একাধিকবার যুদ্ধবিরতি ঘোষিত হলেও তা দীর্ঘায়িত বা কার্যকর হয়নি।
দেশের দুই বাহিনীর মধ্যে সংঘাতের জেরে দারফুরে জাতিগত সহিংসতার মাত্রাও তীব্র আকার ধারণ করেছে। এতে বাস্তুচ্যুত হয়েছে ৩০ লাখেরও বেশি মানুষ। মারা গেছে অন্তত তিন হাজার বেসামরিক লোক।সর্বশেষ গত শুক্রবার দারফুরের একটি গুরুত্বপূর্ণ শহরের আবাসিক এলাকায় রকেট হামলা এবং উত্তর করদোফান প্রদেশে হাসপাতালের কাছে গোলাবর্ষণে অন্তত ২০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
পাকিস্তান-আফগানিস্তানে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত ৪৪
ভারী বর্ষণের জেরে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে আফগানিস্তান এবং পাকিস্তানে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে আফগানিস্তানে কমপক্ষে ৩১ ও পাকিস্তানে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা।আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি রোববার বলেছেন, ভারী বৃষ্টির পর গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা। এছাড়া বন্যায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।আল জাজিরা জানায়, মৌসুমী বৃষ্টির জেরে রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের পশ্চিমে অবস্থিত ময়দান ওয়ারদাক প্রদেশের জালরেজ জেলায় দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে ঘুমের মধ্যে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, এসময় প্রায় ৪০ জন লোক নিখোঁজ হন এবং শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। সূত্র: সমকাল
একতরফা নির্বাচন
কম্বোডিয়ায় মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও সহায়তা কর্মসূচি স্থগিত
অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় কম্বোডিয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কম্বোডিয়ার সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই রোববার (২৩ জুলাই) এ ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর।এতে বলা হয়, কম্বোডিয়ার সাধারণ নির্বাচন ‘ফ্রি ও ফেয়ার’ কোনোটাই হয়নি। এমনকি নির্বাচন শুরুর আগ থেকেই ক্ষমতাসীনরা সরকারবিরোধী দল, মিডিয়া ও সিভিল সোসাইটিসহ সংবিধানকে অবজ্ঞা করে আসছিল। আর্ন্তজাতিক মানের একটি নির্বাচনের ধারে কাছেও যায়নি এই নির্বাচন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশ্নবিদ্ধ নির্বাচনের সাথে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ ও কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করছে। সূত্র: যুগান্তর
৪০ ফুট গভীর কুয়া থেকে আসছে শিশুর গলার আওয়াজ
ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে ক্ষেতে গিয়েছিল শিবম। তিন বছর বয়সী সন্তানকে রেখে কাজ করছিল তার মা। কিন্তু খেলতে খেলতে ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেল শিশুটি। আজ রবিবার (২৩ জুলাই) ভারতের বিহারে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারের কাজ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি বিহারের নালন্দার। শিবমের মা প্রথমে বুঝতে পারেননি ছেলে কুয়ায় পড়ে গেছে। কিন্তু শিবমের বন্ধুদের চিৎকার শুনে তিনি ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ।সংশ্লিষ্টরা জানান, গর্তের ভেতর শিশুটির যাতে অক্সিজেনের অভাব না হয়, সে জন্য কৃত্রিম উপায়ে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা প্রস্তুত করে রাখা হয়েছে। সূত্র: দেশ রুপান্তর
দুর্ঘটনার নাটক সাজিয়ে আড়াই লাখ রুপির টমেটো ছিনতাই করল দম্পতি
চাঁদাবাজির জন্য দুর্ঘটনার নাটক সাজিয়ে আড়াই টন টমেটোসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ভারতের তামিলনাডুর এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। ভেলোরের ওই দম্পতি মহাসড়কে ডাকাত চক্রের সদস্য। পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভি বলছে, ৮ জুলাই চাষি মল্লেশ টমেটোর ট্রাক নিয়ে কোলার যাচ্ছিলেন। বেঙ্গালুরুর চিক্কাজালা এলাকায় গাড়িতে টমেটোর ট্রাক ধাক্কা দেয় বলে তারা ক্ষতিপূরণ দাবি করে।ওই চাষি তা দিতে অস্বীকার করলে ডাকাত চক্র তাঁদের মারধর করে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ওই ট্রাকে আড়াই টন টমেটো ছিল। যার দাম হবে আনুমানিক আড়াই লাখ রুপি। ওই চাষির মামলার পর প্রযুক্তির সহায়তা নিয়ে ট্রাকটি শনাক্ত করার পর ওই সংঘবদ্ধ চক্রের অবস্থানও নিশ্চিত হয়। সূত্র: আজকের পত্রিকা ।
স্পেনের নির্বাচন
এগিয়ে বিরোধীরা, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফের ভোটের শঙ্কা
স্পেনের পার্লামেন্ট নির্বাচনে বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিরোধী দল পিপলস পার্টি (পিপি)। কিন্তু ক্ষমতাসীন দলের চেয়ে বেশি ভোট পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনে কোনো বিজয়ী পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টি(পিএসওজেড) ৩১ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে। আর দক্ষিণপন্থি রক্ষণশীল পপুলার পার্টি(পিপি) পেয়েছে ৩৩ দশমিক এক শতাংশ ভোট। খবর রয়টার্স।গণমাধ্যমটি বলছে, স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষ ৩৫০ আসনের কংগ্রেস অব ডেপুটিজের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট পড়েছে ৭১ দশমিক ৩১ শতাংশ। নির্বাচনে পিপি পেতে চলেছে ১৩৬টি এবং পিএসওজেড ১২২টি আসন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭৬টি আসন। এ অবস্থায় যারাই ক্ষমতায় আসবে, তাদের ছোট দলের সঙ্গে জোট করতে হবে। এরই মধ্যেই অতি দক্ষিণপন্থি ভিওএক্স জানিয়ে দিয়েছে, তারা পিপি-র সঙ্গে জোট বাঁধতে তৈরি। তাদের কাছে ৩৩টি আসন আছে। তারপরেও সাতটি আসন কম পড়ছে। যদি অতি দক্ষিণপন্থি ও তৃতীয় কোনো দলের সঙ্গে জোট বেঁধে পিপি সরকার গঠন করে, তাহলে ১৯৭০ সালের পর আবার অতি-দক্ষিণপন্থিরা সরকারের অংশ হবেন। প্রধানমন্ত্রী স্যাঞ্চেজের দাবি, তার দল গতবারের থেকে বেশি ভোট ও আসন পেয়েছে। তিনি জয়ী। প্রধানমন্ত্রী স্যাঞ্চেজের দাবি, তার দল গতবারের থেকে বেশি ভোট ও আসন পেয়েছে। তিনি জয়ী। সূত্র: বণিক বার্তা।
শস্য চুক্তির মেয়াদ শেষ, ইউক্রেনের শস্য রপ্তানির কী হবে এখন?
ইউক্রেনের সাথে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ ছিল ২২শে জুলাই ২০২২ থেকে ১৭ই জুলাই ২০২৩। নবায়ন না হওয়ায় চুক্তির জীবনকালটি ছোট, চুক্তির বেশকিছু ত্রুটিও আছে। কিন্তু এটাই ছিল রাশিয়ার হামলার অন্ধকারাচ্ছন্ন সময়ে একমাত্র কূটনৈতিক আলো।চুক্তির মাধ্যমে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে সারা বিশ্বে নিজেদের শস্য রপ্তানি করতো। স্বাভাবিকের তুলনায় এক তৃতীয়াংশ কম হলেও তিন কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি পরিমাণে কম নয়। কিন্ত সাম্প্রতিক সময়ে এর অবস্থা আরো খারাপ হয়েছে।রাশিয়ার বিরুদ্ধে নৌ প্রতিরোধ আর দীর্ঘ তল্লাশি চালানোর নামে পথের গতি ধীর করার অভিযোগ আগেই ছিল। আর শেষমেশ চুক্তিটি বাতিলই করা হলো।গত সপ্তাহে মস্কো আনুষ্ঠানিকভাবে শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। রাশিয়া এরপর বন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে যদিও এরআগে দেশটি প্রতিশ্রুতি দিয়েছিল যে বন্দরে হামলা চালানো হবে না। সূত্র: বিবিসি বাংলা।
বেলারুশকে কেন্দ্র করে রাশিয়া-পোল্যান্ড উত্তেজনা বাড়ছে
বিদ্রোহের কারণে রাশিয়া থেকে বিতাড়িত ভাড়াটে সেনাদল ওয়াগনারের যোদ্ধারা বেলারুশে অবস্থান নিয়েছে। তার তাতেই ঘুম হারাম হয়ে গেছে পোল্যন্ড সরকারের। বেলারুশের সঙ্গে পোল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে। ওই অঞ্চলে ওয়াগনার গ্রুপের উপস্থিতিতে তাই দুঃশ্চিন্তায় পড়া পোল্যান্ড সরকার এ মাসের শুরুতে সীমান্তে এক হাজার সেনা জড়ো করেছে। পোল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে বেলারুশের সঙ্গে যে সীমান্ত সেটি অবস্থানগত কারণে ওই অঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল। ওয়াগনার গ্রুপের বেলারুশে অবস্থান নিয়ে তাই নানা গুঞ্জন শোনা যাচ্ছে।নিউজইউক জানায়, সে গুঞ্জনে জোর হাওয়া দিয়েছে রাশিয়ার একজন আইনপ্রণেতার একটি মন্তব্য। যেখানে তিনি বলেন, ওয়াগনার গ্রুপ ‘সুয়ালকি গ্যাপ’ এর দখল নেওয়ার উদ্যোগ নিতে পারে।বেলারুশ, লিথুয়ানিয়া, রাশিয়ার কালিনিনগ্রাদ ওব্লাস্ট এবং পোল্যান্ডের মাঝে অবস্থিত ছোট্ট একটি করিডোর এই ‘সুয়ালকি গ্যাপ’। করিডোরটির দখল নিয়ে বাল্টিক দেশগুলোকে বাকি ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। সূত্র: বিডি নিউজ
ডেঙ্গু নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছর বিশ্বে ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এর জন্য অনেকাংশেই দায়ী যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার পুরো বিশ্বেই বাড়ছে। ২০০০ সালে যত মানুষ মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তা আটগুণ বেড়ে ২০২২ সালে ৪২ লাখে পৌঁছেছে। চলতি বছরের মার্চে সুদানের রাজধানী খার্তুমে প্রথমবারের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ইউরোপেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পেরুর বেশিরভাগ অঞ্চলে ডেঙ্গুর কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূত্র: জাগো নিউজ