কুয়াকাটার হোটেল থেকে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী আটক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২২ জুলাই )দুপুর ২টার দিকে কুয়াকাটার আল-হেরা নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), আ. হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার ৩৭) আ. হালিল হাওলাদার (৬৪) ও হারুন অর রশিদ (৫৭)। তাদের সবার বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ঝালকাঠি থেকে জামায়াত-শিবিরের ৫০-৬০ জনের একটি দল কুয়াকাটায় এসে হোটেল আল-হেরার তৃতীয় তলায় তিনটি কক্ষ ভাড়া নেন। পরে শনিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, কর্মী সংগ্রহ কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। এ সময় তাদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এমন কিছু জিহাদি বই, মোবাইল ফোন, কর্মী সংগ্রহের বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম আরও বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Nagad