মায়ামিতে নিজের অভিষেকটা দুর্দান্তভাবেই করলেন মেসি
যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির হয়ে স্বপ্নের অভিষেক হলো লিওনেল মেসির। মাঠে নামলেন দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে। নেমে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।
বাংলাদেশ সময় শনিবার ভোরে ডিআরবি পিএনকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি মায়ামি জিতেছে ২-১ গোলে। রবার্ট টেলর মায়ামিকে এগিয়ে নিয়েছিলেন প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে উরিয়েল আনতুনা সমতা এনে দেন আজুলকে।


একটা সময় মনে হচ্ছিল ১-১ সমতায় শেষ হবে খেলা। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে জাদুকরী রূপে হাজির হন মেসি। ফ্রি-কিকে গোল করে দলকে উপহার দেন জয়। যা দেখতে মাঠে এসেছিলেন অসংখ্য সমর্থক।
লিওনেল মেসিকে আনার সুফল যোগ করা অতিরিক্ত সময়েই দেখতে পায় মায়ামি। যুক্তরাষ্ট্রের ফুটবলভক্তদের নিজের জাদু দেখিয়ে যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলের জয় নিশ্চিত করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।