আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইউক্রেন যুদ্ধ নিয়ে সত্য বলায় বরখাস্ত, বললেন রুশ জেনারেল
রুশ সেনাবাহিনীর একজন জেনারেল বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে সত্য ও রণক্ষেত্রে থাকা সেনাদের অবস্থা সম্পর্কে বলায় তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এক অডিওতে রুশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল ইভান পোপভকে এমন কথা বলতে শোনা গেছে। অডিওটি গত বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা হয়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, অডিওটি টেলিগ্রামে পোস্ট করেছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রে গুরুলেভ। তিনি রাশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার সদস্য। গুরুলেভ একসময় রাশিয়ার সাউদার্ন মিলিটারি কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি কীভাবে অডিওটি পেয়েছেন, তা বলেননি। অডিও বার্তাটি দৃশ্যত রুশ সেনাদের উদ্দেশে দেওয়া বলে মনে হয়। এতে মেজর জেনারেল ইভান বলেন, সত্য বলায় তাঁকে কমান্ডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র প্রথম আলো


ভারত-চীন সীমান্তে অচলাবস্থা
কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হবে
ভারত ও চীনের মধ্যে তিন হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বেশ কয়েকটি অংশ নিয়ে মতভেদ রয়েছে
সীমান্ত বিরোধ মেটাতে সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক আবারও শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই দেশের প্রতিনিধির মধ্যকার বৈঠকের পর এই তথ্য জানিয়েছে বেইজিং। তবে বৈঠকের বিষয়ে কোনো সময়সীমা জানা যায়নি। চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে দেশটির পররাষ্ট্রবিষয়ক পরিচালক ওয়াং ইয়ের সঙ্গে জাকার্তায় বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম (এস) জয়শঙ্কর টুইটারে নিশ্চিত করেন, চীনা কর্মকর্তার সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার একটি বিবৃতিতে বলা হয়, জাকার্তার বৈঠকে বেইজিং অভিন্ন স্বার্থের ওপর নজর দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানায়। সূত্র: কালের কণ্ঠ
রাজনীতির পাশাপাশি দ্বিতীয় চাকরিতে ঝুঁকছেন ব্রিটিশ এমপিরা
জনগণের চেয়ে বেশি আপন টাকা
বক্তৃতা করেই প্রতি ঘণ্টায় উপার্জনের ২১ হাজার ৮২২ পাউন্ড ঘরে তোলেন বরিস * ঘণ্টায় ১৫ হাজার ৭৭০ পাউন্ড আয় করেন লিজ ট্রাস
শুধু রাজনীতিতে আর পোষাচ্ছে না। সে কারণেই রাজনীতির পাশাপাশি ‘দ্বিতীয় চাকরি’তে ঝুঁকছেন ব্রিটেনের এমপি-মন্ত্রীরা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দ্বিতীয় চাকরি বা অর্থের পেছনে ছুটতে গিয়ে নিজেদের নির্বাচিত আসনে যাওয়াও কমিয়ে দিয়েছেন এমপিরা। জনগণের চেয়ে টাকাই (স্থানীয় মুদ্রায় পাউন্ড) এখন বেশি আপন তাদের। ‘ওয়েস্টমিনস্টার অ্যাকাউন্টস প্রজেক্ট’ নামে পরিচালিত ব্রিটেনের স্কাই নিউজ টেলিভিশন ও টর্টোইজ মিডিয়ার যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় শুক্রবার গবেষণা প্রতিবেদনটি প্রচার হতেই শোরগোল পড়ে গেছে পুরো ব্রিটেনে। দ্বিতীয় চাকরিবিলাসী হেভিওয়েট তালিকার বিরাট অংশই দখল করে আছেন দেশটির ক্ষমতাসীন টোরি দলের এমপি-মন্ত্রীরা। আর এতেই খ্যাপে উঠেছেন বিরোধী লেবার পার্টির হর্তাকর্তারা। ব্রিটেনের পার্লামেন্ট ভবনটি লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরে অবস্থিত বলেই ‘ওয়েস্টমিনস্টার অ্যাকাউন্টস প্রজেক্ট’ নাম দেওয়া হয়েছে প্রতিবেদনটির।চাঞ্চল্য সৃষ্টিকারী এ প্রতিবেদনে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পর থেকে বাড়তি আয়ে ঝুঁকে এমপি-মন্ত্রীদের আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়েছে। ক্ষমতাসীন-বিরোধী দলের লম্বা তালিকায় দেখা গেছে, টোরি এমপিদের একটি প্রভাবশালী দল দ্বিতীয় চাকরিতে লাখ লাখ পাউন্ড উপার্জন করছে। সূত্র: যুগান্তর
ছয় মাসে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২৮৯ শিশুর মৃত্যু
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিবেদন
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) অন্তত ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে। শিশুমৃত্যুর এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। উন্নত জীবনের আশায় প্রতি বছর বহু মানুষ ঝুঁকিপূর্ণ সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। অভিবাসনপ্রত্যাশী এসব মানুষের অনেকেই সন্তানদের সঙ্গে নেন। দুর্ঘটনায় প্রথমেই প্রাণহানি ঘটে শিশুদের। এ অবস্থায় শিশুদের সুরক্ষার দিকটি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।ইউনিসেফের অভিবাসনবিষয়ক প্রধান ভেরেনা কেনায়ুস বলেন, ভূমধ্যসাগরে শিশুমৃত্যুর এ সংখ্যা পূর্ণাঙ্গ নয়। প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে। কেননা, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে কত মানুষ প্রবেশ করার চেষ্টা করেন, কতজন মারা যান, এসবের সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। সূত্র: বিডি প্রতিদিন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
পাল্টা হামলায় বড় ক্ষতি কিয়েভের
রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ পাল্টা হামলার প্রথম দুই সপ্তাহে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। এই অল্প সময়েই যুদ্ধক্ষেত্রে পাঠানো অস্ত্রের প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের মতে, ক্ষতিগ্রস্ত যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বেশ কিছু শক্তিশালী পশ্চিমা ট্যাঙ্কে এবং সাঁজোয়া কর্মী বাহক। খবর নিউইয়র্ক টাইমসের।ক্ষয়ক্ষতির পরিমাণ পরের সপ্তাহগুলোতে অবশ্য ১০ শতাংশে নেমে আসে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, বড় পাল্টা হামলার জন্য প্রয়োজনীয় আরও সৈন্য এবং যুদ্ধাস্ত্র সংরক্ষণ করা হচ্ছে। এখন পরিস্থিতি উন্নতি হয়েছে। কারণ, কৌশল পরিবর্তন করেছে ইউক্রেন। আর্টিলারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বাহিনীকে পরাস্ত করার দিকে বেশি মনোযোগ দিয়েছে কিয়েভ। এক ইউক্রেনীয় সেনা জানান, আসলে পাল্টা আক্রমণ ধীর হয়ে যাওয়ায়ই ক্ষয়ক্ষতি কমেছে। সূত্র; সমকাল
রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যাচেষ্টার দাবি
রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে গোয়েন্দা সংস্থা সেই অপতৎপরতা ভন্ডুল করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যম ‘তাস’ এমনটি জানিয়েছে। দুই সাংবাদিক হলেন জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমনইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাক।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির সম্পাদকসহ দুই জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। রাশিয়ার আদালত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজন কিশোর, যাদের জন্ম ২০০৫ ও ২০০৬ সালে। অন্য দুজন প্রাপ্তবয়স্ক। সূত্র: আজকের পত্রিকা।
এশিয়া ভাসছে পুড়ছে ইউরোপ
তুমুল বর্ষণে এশিয়ার বিভিন্ন দেশে বন্যা দেখা দিয়েছে। ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশসহ মহাদেশটির বিস্তীর্ণ অঞ্চলে বন্যা, ভূমিধসে গত দুই সপ্তাহে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেত-খামার আর অবকাঠামো। দেশগুলোর লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ও এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার শঙ্কা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বহু দেশ তীব্র আবহাওয়া পরিস্থিতির বিপদ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এদিকে এশিয়ার দেশগুলো যখন তীব্র আবহাওয়ার এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, ইউরোপে তখন দেখা দিয়েছে বিপরীত আরেক পরিস্থিতি। অঞ্চলটির ওপর দিয়ে কয়েক দিন ধরেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের কারণে স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু কিছু অংশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ইতালিতে তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ইউরোপ ছাড়াও উত্তর-পশ্চিম আফ্রিকার ওপর দিয়েও বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের জীবন। বিজ্ঞানীরা এ তাপপ্রবাহের জন্যও জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। তারা বলছেন, প্রাকৃতিকভাবে এল নিনোর প্রবাহও থাকায় অঞ্চলভেদে আবহাওয়ার ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। বিবিসি বলছে, গত সপ্তাহের প্রথমদিকে জাপান তাদের কিউশু দ্বীপে রেকর্ড ভাঙা বন্যার কথা জানায়। এ বন্যায় স্থানীয় এক রাজনীতিকসহ অন্তত আটজনের মৃত্যু হয়, আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। বিশ্ব আবহাওয়া সংস্থার পানি, জলবিদ্যা ও ক্রায়োস্ফিয়ার-বিষয়ক পরিচালক স্টেফান উলেনব্রুক এক বিবৃতিতে বলেছেন, জাপানের মতো উন্নত দেশগুলো অত্যন্ত সতর্ক, বন্যা মোকাবিলা ব্যবস্থাপনার ক্ষেত্রেও তাদের প্রস্তুতি বেশ ভালো। কিন্তু অনেক নি¤œ আয়ের দেশে সতর্ক করার কোনো ব্যবস্থা নেই, বন্যাপ্রতিরোধের অবকাঠামোও তেমন একটা নেই এবং বন্যা নিয়ন্ত্রণের সমন্বিত কোনো ব্যবস্থাপনা নেই। গত সপ্তাহে জাপানের কর্র্তৃপক্ষ কিউশু দ্বীপের দুটি প্রিফেকচার থেকে ৪ লাখ ২০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়। সূত্র: দেশ রুপান্তর
পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
চার বছর ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপালন করা বেন ওয়ালেস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। একইসঙ্গে পরবর্তী সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন তিনি। রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিবিসি জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় পরবর্তী রদবদল হতে পারে। সেই রদবদলের সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভার শীর্ষস্থানীয় কয়েকজন মন্ত্রীকে রদবদলের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। তবে সেটির নির্দিষ্ট কোনও তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বেন ওয়ালেস যুক্তরাজ্যের তিনজন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বড় ভূমিকা পালন করেছেন তিনি। সূত্র: কাল বেলা।
দিল্লিতে ত্রাণ শিবিরেও ঢুকে পড়ল বন্যার পানি
পুরনো দিল্লির যমুনা বাজার ত্রাণ শিবিরের সব তাঁবুতে পানি ঢুকে পড়ায় সেখানে আশ্রয় নেওয়া লোকজনকে এখন বাধ্য হয়ে শুকনো এলাকা খুঁজতে হচ্ছে।
তুমুল বৃষ্টির কারণে যমুনা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দিল্লির অসংখ্য সড়ক ভেসে যাওয়ার কারণে নজিরবিহীন সংকটে পড়েছে ভারতের এ রাজধানী শহর। সেখানকার অগণিত ঘরবাড়ি প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষকে আশ্রয় নিতে হয়েছে দিল্লির একাধিক অংশে সরকারের বানানো অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে।নতুন করে বৃষ্টি হওয়ায় শহরটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে; কোথাও কোথাও ত্রাণ শিবিরে বন্যার পানি ঢুকে পড়ায় আশ্রিতদের দুর্ভোগও বেড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।পুরনো দিল্লির যমুনা বাজার ত্রাণ শিবিরের সব তাঁবুতে পানি ঢুকে পড়ায় সেখানে আশ্রয় নেওয়া লোকজনকে এখন বাধ্য হয়ে শুকনো এলাকা খুঁজতে হচ্ছে।অথচ বৃহস্পতিবারও এই যমুনা বাজার এলাকায় বন্যার ছিটেফোঁটাও ছিল না, যে কারণে কর্তৃপক্ষ এখানে নিচু এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র বানায়।বন্যাদুর্গতদের জন্য দিল্লির সরকার প্রায় ২ হাজার ৭০০ তাঁবু স্থাপন করেছে, আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে এখন পর্যন্ত ২৭ হাজারের মতো মানুষ নিবন্ধন করেছে বলে সরকারি এক বিবৃতিতে জানানোও হয়েছে। সূত্র: বিডি নিউজ
পৃথিবীর অনেকগুলো দেশে প্রচণ্ড তাপপ্রবাহ
উত্তর আমেরিকা ও ইউরোপ জুড়ে অনেকগুলো দেশে এখন বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। প্রচণ্ড গরমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন ও জাপান পর্যন্ত উত্তর গোলার্ধের অনেকগুলো দেশে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই তাপপ্রবাহকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপি তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হবার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি গরম পড়েছিল এ বছরেরই জুন মাসে। প্রচণ্ড গরমের কারণে অন্যতম গুরুতর পরিস্থিতি দেখা দিয়েছে ইউরোপের দক্ষিণ দিকের ভূমধ্যসাগর-সংলগ্ন এলাকায়। ইউরোপ মহাদেশে এখন তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি উঠে গেছে। ইতালি জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। স্পেনে লা পালমা দ্বীপে এক দাবানল সৃষ্টি হওয়ায় কমপক্ষে ৫০০ লোককে নিরাপদ জায়গাং সরিয়ে নিতে হয়েছে। ক্রোয়েশিয়ায় অগ্নিকান্ডে বাড়িঘর ও গাড়ি পুড়ে গেছে। সূত্র: বিবিসি বাংলা।