আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
ব্যক্তিগত তথ্য ফাঁস
সরকারি সংস্থাটিকে আগেই সতর্ক করা হয়েছিল
২৯ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের পর দুটি কমিটি গঠন।
প্রস্তুতি না নেওয়ার কারণে ক্ষতি হলে ‘মারাত্মক অপরাধ’ হিসেবে দেখবে সরকার।
সরকারি যে সংস্থার ওয়েবসাইট থেকে ‘লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস’ হয়েছে, সেটিকে আগেই সতর্ক করেছিল সরকারের সাইবার নিরাপত্তা দল সার্ট। গত ৮ জুন নিরাপত্তার ঘাটতির কথা জানিয়ে সংস্থাটিকে চিঠিও দেওয়া হয়েছিল। তারপরও সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়নি। সতর্ক করার পরও পদক্ষেপ না নেওয়ার কারণেই গত ২৭ জুন দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপোলোস ব্যক্তিগত তথ্যগুলো অরক্ষিত থাকার বিষয়টি দেখতে পান।এদিকে তথ্য ফাঁসের খবরের পর বিষয়টি নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে সরকারি পর্যায়ে। গতকাল সোমবার ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠানকে নিয়ে বৈঠক করেছে তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। বৈঠকে তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা নিশ্চিতে কী কী করণীয়, তা বলা হয়। আর প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতা কতটুকু, সমস্যা কোথায়, তা তুলে ধরেছে। বৈঠক শেষে দুটি কমিটি হয়েছে বলে সাংবাদিকদের জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, এই কমিটির কাজ হবে তথ্যপ্রযুক্তিগত কী কী দুর্বলতা আছে তা জানা, ব্যক্তিপর্যায়ে দায়িত্বে অবহেলা থাকলে তা চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে পদক্ষেপ নেওয়া। সূত্র: প্রথম আলো


তরুণ জনশক্তি কাজে লাগানোই চ্যালেঞ্জ
দেশে মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি এখন তরুণ, যাদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। সংখ্যার হিসাবে তা চার কোটি ৭৪ লাখ। জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য বিশ্লেষণে খাত বিশ্লেষকরা বলছেন, তরুণ কর্মক্ষম শক্তিকে কাজে লাগানোই দেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কারণ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (তারুণ্যশক্তির লভ্যাংশ) একটি দেশে থাকে সর্বোচ্চ ১০ বছর।এই সময়ে সঠিক পরিকল্পনা ও দক্ষতার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করা না গেলে এই তারুণ্যশক্তি হয়ে উঠবে দেশের জন্য বোঝা।আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জেন্ডারসমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে কর্মক্ষম মানুষ ৬২ শতাংশ, যাদের বয়স ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে; সংখ্যায় যা ১০ কোটি ৫০ লাখ। বিশেষজ্ঞরা বলছেন, বাজারের চাহিদা মাথায় রেখে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। কেননা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতির এ সুবিধা বেশিদিন থাকে না। এ বিষয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান বাজারব্যবস্থা সামনে রেখে দেশে তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে তুলতে হবে।বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
সব হামলায় ওরা চারজন
০১৬ সালে ঢাকার গুলশানে হলি আর্টিসানে জঙ্গি হামলার পর উগ্রপন্থিদের দমনে দেশব্যাপী বড় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারাবাহিক ওই অভিযানে নব্য জেএমবির কার্যক্রম মোটামুটি গুটিয়ে যায়। তবে ২০১৯ সালে অল্পদিনের ব্যবধানে ঢাকায় পাঁচটি স্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, সবক’টি হামলায় জড়িত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) চার প্রাক্তন শিক্ষার্থী। পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ওই সব ঘটনায় মামলা হয় পাঁচটি। এর মধ্যে চারটির তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছে পুলিশ; আরেকটির তদন্ত শেষ পর্যায়ে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী জামাল উদ্দিন রফিক, তাঁর ভাই ফরিদ উদ্দিন রুমি, মেহেদী হাসান তামীম ও আবদুল্লাহ আজমীর পুলিশকে লক্ষ্য করে হামলাগুলোর সঙ্গে জড়িত। এই চারজনের চক্রের সঙ্গে আরেকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তিনি হলেন আনোয়ার হোসেন। জড়িত সবাই নব্য জেএমবির সদস্য। আর বিদেশ থেকে তাদের পরামর্শ দেন সংগঠনের আমির মাহাদী হাসান জন।কুয়েটের প্রাক্তন এই চার শিক্ষার্থী উগ্রবাদে জড়ানোর পর পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেন। এ লক্ষ্যে নারায়ণগঞ্জে একটি আস্তানায় বোমা তৈরি করেন তারা। এই গ্রুপের নেতা ছিলেন রফিক। তারা সবাই ‘সেলফ র্যাডিক্যালাইজড’ বলে মনে করে পুলিশ। সূত্র: সমকাল
সৌদি আরবের চাপ
পাসপোর্ট পেতে যাচ্ছে ৬৯ হাজার ‘রোহিঙ্গা’
দেওয়া হবে পৃথক নিবন্ধন নম্বর, যাতে তারা জাতীয় পরিচয়পত্র নিতে না পারে * জাতীয় তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে বায়োমেট্রিক * ই-পাসপোর্ট নয়, দেওয়া হবে এমআরপি
সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক ‘রোহিঙ্গা’ (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) শেষ পর্যন্ত বাংলাদেশি পাসপোর্ট পেতে যাচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রমের প্রস্তুতিও শুরু করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। তবে চূড়ান্তভাবে প্রবাসী রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়ার আগে বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাইয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা।এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার বিকালে যুগান্তরকে বলেন, ‘তারা রোহিঙ্গা কিনা জানি না। ওরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অনেক আগে সৌদি আরব গিয়েছিল। সেখানে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন সৌদি সরকার চাপ দিচ্ছে পাসপোর্ট নবায়ন করার জন্য। আমাদের একটি টিম সৌদি গেছে। এ ব্যাপারে তারা কাজ করছে।’সূত্র জানায়, নানা উপায়ে বাংলাদেশ থেকে পালিয়ে সৌদিতে গেছেন বিপুলসংখ্যক রোহিঙ্গা। যাদের বেশিরভাগই পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সেদেশে অবস্থান করছেন। এসব অবৈধ রোহিঙ্গার পাসপোর্ট দিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে চাপ দিয়ে আসছে সৌদি আরব। তবে বাংলাদেশ এতদিন বিষয়টি আমলে নেয়নি। কিন্তু সৌদির শ্রমবাজারে নেতিবাচক প্রভাবের আশঙ্কাসহ আরও বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে শেষ পর্যন্ত ঢাকার অবস্থান এখন ‘নমনীয়’। সূত্র: যুগান্তর
সহিংসতার শঙ্কা নিয়ে জিজ্ঞাসা
ইইউর অনুসন্ধানী মিশনের দিনভর বৈঠক
বাংলাদেশের সফরের তৃতীয় দিন গতকাল দিনভর বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী মিশনের ছয় সদস্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দিন শুরু করা প্রতিনিধিরা একে একে দৃশ্যমান বৈঠক করেছেন মানবাধিকার কমিশন, পুলিশ সদর দফতর ও আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সঙ্গে। এর মধ্যে মানবাধিকার কমিশনের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার কোনো আশঙ্কা আছে কি না জানতে চেয়েছে ইইউ এর দলটি। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে অনুসন্ধানী মিশন ও পরবর্তীতে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কারিগরি সহায়তা নিয়ে। নির্বাচনের আগে ছয় সপ্তাহ পার্বত্য এলাকা পর্যবেক্ষণে রাখার সুযোগও চেয়েছে তারা। আজ সকালে নির্বাচন কমিশন নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইইউর এই মিশনের সদস্যদের। জানা যায়, ইইউর প্রতিনিধিরা তাদের নেতা চেলেরি রিকার্ডোর নেতৃত্বে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গিয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করেন। আধঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে ছিলেন প্রতিনিধি দলের উপনেতা দিমিত্রি লোননোউ ও সদস্য আলভেস রামোস, মিলার ইয়ান জেমস, ক্রিস্টোফার ও মেরি হেলেন অ্যান্ডারলিন। পরে অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা আমাদের কাছে সহায়তা চাচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন
বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতির হিট ম্যাপ
আটা ডিম মাংস ও স্বাস্থ্যসেবায় মূল্যস্ফীতি সবচেয়ে বেশি
দেশে চলতি বছরের মার্চে গড় মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। যদিও ওই সময়ে আটা, ডিম ও মাংসের মতো নিত্যপণ্যের দাম ছিল গড় মূল্যস্ফীতির প্রায় তিন গুণ। আর গড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি মূল্যস্ফীতি ছিল ওষুধসহ স্বাস্থ্যসেবায়। জীবনধারণ কিংবা পুষ্টি গ্রহণের প্রধান খাদ্যপণ্য এবং চিকিৎসার মতো মৌলিক সেবায় অস্বাভাবিক এ মূল্যস্ফীতির তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে এটি তুলে ধরা হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হিট ম্যাপটি তৈরি করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির চিফ ইকোনমিস্ট ইউনিট। হিট ম্যাপে প্রতিটি পণ্য ও সেবার ভার নির্ধারণ করে মূল্যস্ফীতিতে তার প্রভাব ব্যাখ্যা করা হয়েছে। এতে দেখা যায়, গত মার্চে গম বা আটায় মূল্যস্ফীতি হয়েছে ২৯ দশমিক ৮ শতাংশ। এর আগের চার মাস অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আটায় মূল্যস্ফীতির হার ছিল ৩০ শতাংশেরও বেশি। যদিও ওই সময় দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের কম। যেমন গত ডিসেম্বরে দেশের গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৭১ শতাংশ থাকলেও আটার ক্ষেত্রে সেটি ছিল ৩৪ দশমিক ৭ শতাংশ। চালের পরে আটাই দেশের প্রধান খাদ্যপণ্য হিসেবে স্বীকৃত। সূত্র: বনিক বার্তা
ভুয়া সংগঠনে কোটি কোটি টাকা মেরে বিদেশ পাড়ি
ভুয়া সংগঠন করে বাণিজ্য, অর্থ আত্মসাৎ।
সরকারি বরাদ্দের জমি বিক্রির জন্য বায়না।
এক সংগঠনের নেতার করা মামলার তদন্তে প্রকাশ পেল প্রতারণা। জালিয়াতি করে শেখ রাসেলের নামে ভুয়া শিশু সংগঠনের নিবন্ধন নিয়ে নিজেকে সেই সংগঠনের সাধারণ সম্পাদক বানিয়ে পাতেন প্রতারণার জাল। চাকরি, বদলি, পদোন্নতি, তদবির, সংগঠনের কমিটি-বাণিজ্য এবং শিশুদের পুরস্কার দেওয়ার নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা।
এমনকি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে দেওয়া সরকারি জমি বিক্রির জন্য একাধিক ব্যক্তির সঙ্গে বায়না করে পকেটে পুরেছেন প্রায় ২ কোটি টাকা। তিনি মজিবুর রহমান হাওলাদার। মামলার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিদেশে পলাতক। তাঁর স্ত্রী-সন্তানেরাও বিদেশে।
মজিবুর রহমান হাওলাদার ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদকও ছিলেন। এই সংগঠনের করা মামলার তদন্তেই তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণার অভিযোগের প্রমাণ মিলেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে গত ১৮ জুন আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। সূত্র: আজকের পত্রিকা ।
বিএনপির একদফায়ও নেই জামায়াত
সরকার পতনে একদফার চূড়ান্ত আন্দোলনে বিএনপির পাশে থাকছে না দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ঢাকার নয়াপল্টনের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। একই পথে হাঁটছে যুগপৎ কর্মসূচিতে থাকা সব দলই। তবে নতুন কোনো ঘোষণা না দিয়ে ১০ দফা দাবিতে এর আগে ঘোষিত কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গতকাল সোমবার কালবেলাকে বলেন, ‘ইতিমধ্যে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির একদফার দাবিতে ঢাকায় সমাবেশ করেছি। আগামী ১৫ জুলাই সিলেটে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর অন্যান্য বিভাগ ও মহানগরে সমাবেশ হবে। এসব কর্মসূচি শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি জানান, ‘বিএনপি যুগপৎ আন্দোলন ইস্যুতে জামায়াতের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সুতরাং জামায়াতের নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসবে না ।’১৯৯৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্যে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট গঠিত হয়। পরে তা ২০-দলীয় জোটে রূপান্তর হয়। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট বিজয়ী হয়। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ জোট সরকারের মন্ত্রিত্ব পান। সূত্র: কাল বেলা ।
বাংলাদেশে সরকারি দপ্তরের তথ্য ফাঁস কতটা বিপজ্জনক হয়ে উঠছে?
বাংলাদেশের সরকারি দুটি গুরুত্বপূর্ণ দপ্তরে সংরক্ষিত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নাগরিকদের তথ্যের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগের তৈরি হয়েছে। সরকারি ওয়েবসাইটের এসব তথ্যের মধ্যে রয়েছে কোটি কোটি নাগরিকের নাম, ফোন নম্বর, ইমেইল বা আবাসিক ঠিকানা, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য।এই তথ্যভাণ্ডারের সঙ্গে বিভিন্ন প্রকার সেবা দানকারী ১৭১টি প্রতিষ্ঠান সংযুক্ত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।মার্কিন প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ঘটনাটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।রবিবার বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এখানে চুরি হয়নি, বরং এর জন্য কারিগরি ত্রুটি দায়ী। যে কারণে তথ্যগুলো উম্মুক্ত ছিল। এখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি ছিল বলে তিনি জানিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা ।
ডেঙ্গুর প্রকোপের মধ্যে শিশুকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় মায়েরা
কোরবানি ঈদের লম্বা ছুটি শেষে স্কুলে ফিরতে শুরু করেছে শিশুরা; তবে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যে তাদের শ্রেণিকক্ষে পাঠিয়ে বাইরে মায়েদের উৎকণ্ঠা দীর্ঘ হচ্ছে। ঢাকায় গত কয়েকদিন থেকে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে প্রায় সবখানেই। ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে বেশির ভাগ ওয়ার্ড। প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার মধ্যে মৃত্যুর খবরও আসছে সংবাদমাধ্যমে। এরমধ্যে আক্রান্ত ও মারা যাওয়াদের মধ্যে অনেক শিশু থাকার তথ্য মায়েদের দুশ্চিন্তার বড় কারণ।এমন পরিস্থিতির মধ্যে রোববার খুলেছে ঢাকার বেশির ভাগ স্কুল। চলতি সপ্তাহেই বাকিগুলোতেও পাঠদান শুরু হবে। স্কুল খোলার আগে ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশনাও দিয়েছে। এ রোগ নিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে।সোমবার দুপুরে ঢাকায় তেজগাঁওয়ে গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে গেলে কথা হয় সেখানকার দ্বিতীয় শ্রেণির ছাত্র আব্দুল্লাহের মা আফসানা আক্তার তানিয়ার সঙ্গে; যিনি তিন বছর বয়সী কন্যা বুশরাকে কোলে নিয়ে বসে ছিলেন। সূত্র: বিডি নিউজ
ইলেকশন মনিটরিং ফোরাম
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আগ্রহ নেই ইইউ প্রতিনিধি দলের
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ৬ সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল।মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)-এর সঙ্গে বৈঠকে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠক শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।তিনি বলেন, উনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন। আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন।আমরা উনাদের সামনে সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি দেখেছি, সেটি তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি উনাদের সামনে আমরা তুলে ধরেছি। উনারা আমাদের কথা নোট করেছেন। বলেছেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসবে। পাশাপাশি উনারা প্রত্যাশা করেন, বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। সূত্র: জাগো নিউজ