আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ, কারণ জানালেন লিটন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৩

প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে হার। এরপর যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েই হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি টাইগাররা, হেরেছে ১৪২ রানের বিশাল ব্যবধানে। এই হারে তিন ম্যাচের সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই খুইয়ে বসেছে লিটন দাসের দল।

বাজেভাবে হারার কারণ হিসেবে এবার বোলারদের কোর্টে বল ঠেলে দিয়েছেন লিটন।

লিটন বলেন, ‘যখন আপনি টস জিতে বোলিং নেবেন… বোলাররা তাদের কাজটা করতে পারেনি। আমরা বল হাতে এবং ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে গুরবাজ এবং ইব্রাহিম (দুই আফগান ওপেনার) ব্যাট করেছে ওদের কৃতিত্ব দিতে হবে।’

তবে দায় কিছুটা টপ অর্ডারদেরও আছে বলে জানান তিনি।

লিটন বলেন, ‘ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাটিং করতে পারলে…, এটা কঠিন নয়। কিন্তু তার জন্য পাওয়ার প্লেতে উইকেট না দেওয়ার জন্য নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হবে, কারণ ওদের খুব ভালো বোলার আছে।’

Nagad