আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
মামলার সংখ্যা ছয় মাসে ১৮০
সেনা সদরে হামলায় ইমরানের বিরুদ্ধে মামলা
সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি নিয়ে তাঁর বিরুদ্ধে নতুন করে ছয়টি মামলা হলো, যার মধ্যে তিনটি সন্ত্রাসবিরোধী আইনে। উল্লেখ্য, দুর্নীতির এক মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হলে গত ৯ মে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার সময় সেনা সদরেও হামলা হয়। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে সেনাবাহিনীর সদর দপ্তর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) হামলা ছাড়াও বিভিন্ন সামরিক স্থাপনায় আক্রমণ এবং মেট্রো স্টেশনে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। যৌথ তদন্তদল এসব ঘটনায় করা অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। সূত্র: কালের কণ্ঠ


আদিবাসীর গায়ে প্রস্রাব : পা ধুয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তির গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল প্রবেশ শুক্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে তোলপাড় শুরু হয় ভারতসহ সারা বিশ্বে। এর মধ্যেই গ্রেপ্তার হন প্রবেশ শুক্লা। ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহানের নজরে এলে তিনি কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে ভুক্তভোগী আদিবাসী দশমত রাভাতের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করে ক্ষমা চেয়েছেন শিবরাজ শিং। শুধু তাই নয়, তার পা ধুয়ে তাকে বন্ধু বলেও সম্বোধন করেছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। এদিকে দশমত রাভাতের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন। এর একটি ছবিতে দেখা যায়, ৩৬ বছর বয়সী দশমত রাভাতের পা ধোয়ার আগে তার সঙ্গে কথা বলছেন শিবরাজ শিং। এ ছাড়া আরেকটি ছবিতে দেখা যায়, দশমত রাভাতের পা ধুয়ে দিচ্ছেন তিনি। সূত্র: কালবেলা
মার্কিন ড্রোনগুলোকে নাজেহাল করছে রাশিয়ার যুদ্ধবিমান
রাশিয়ান যুদ্ধবিমান গত বুধবার সিরিয়ার আকাশ সীমায় তিনটি মার্কিন ড্রোনকে নাজেহাল করেছে। ড্রোনগুলো এ সময় জঙ্গিদের বিরুদ্ধে মিশনে অংশ নিচ্ছিল। এক মার্কিন কমান্ডার এ অভিযোগ করেন।বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এক বিবৃতিতে বলেছেন, ‘তিনটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সময় তিনটি রাশিয়ান যুদ্ধবিমান ড্রোনগুলোকে নাজেহাল করতে শুরু করেছিল।’ তিনি বলেন, রাশিয়ান জেটগুলো মার্কিন ড্রোনের সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলে দেয়। তাদের এড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিতে বাধ্য করে, একজন পাইলট একটি এমকিউ-৯ এর সামনে তাদের প্লেনের আফটারবার্নার চালু করে। এতে ‘অপারেটরের নিরাপদে বিমান চালানোর ক্ষমতা ব্যাহত হয়।’‘এই ঘটনাগুলো সিরিয়ায় কাজ করা রুশ বিমানবাহিনীর পেশাদার এবং অনিরাপদ কাজের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে। যা মার্কিন এবং রাশিয়ান উভয় বাহিনীর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’ গ্রিনকেউইচ মস্কোকে ‘এই বেপরোয়া আচরণ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। সূত্র; দৈনিক বাংলা
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ‘বিরল নিন্দা’ জাতিসংঘের
পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, পরবর্তী ব্যাপক ক্ষয়-ক্ষতি, হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যাকে ‘বিরল’ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। জাতিসংঘ বলছে, জেনিন শহরে দুই দশকের মধ্যে বৃহত্তম সামরিক অভিযানে শক্তি প্রয়োগে বাড়াবাড়ি করা হয়েছে।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এ হামলায় শতাধিক বেসামরিক মানুষ আহত হয়েছেন। পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার বাসিন্দা। স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা ও মানবিক কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয়ার জন্য ইসরায়েলের সমালোচনাও করেন তিনি।গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) গুতেরেস বলেন, ‘আমি সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।’ সূত্র; বণিক বার্তা ।
থ্রেডস: মেটার বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের
টুইটার তার প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডসের জন্য মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
টুইটার মালিক ইলন মাস্ক বলেছেন, “প্রতিযোগিতা ঠিক আছে, কিন্তু প্রতারণা মানব না।”অন্যদিকে সাবেক টুইটার কর্মীরা থ্রেডস তৈরি করতে সহায়তা করেছেন, এমন দাবি অস্বীকার করেছে মেটা।বুধবার চালু হওয়ার পর দুই দিনেই তিন কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন থ্রেডসে। এর নির্মাতা মেটার কর্তারা থ্রেডসকে টুইটারের বিকল্প হিসেবেই তুলে ধরছেন ব্যবহারকারীদের সামনে। সূত্র: বিডি নিউজ
ওয়াগনার প্রধান প্রিগোশিন রাশিয়াতে, বলছেন বেলারুসের প্রেসিডেন্ট
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন – যিনি গত মাসে স্বল্পস্থায়ী এক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন- এখন বেলারুসে নয়, রাশিয়াতে আছেন বলে জানিয়েছেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বিদ্রোহ চলাকালে প্রিগোশিনকে শেষবারের মতো রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন শহরে দেখা গিয়েছিল। এর পর থেকে তার অবস্থান নিয়ে অনেক জল্পনা কল্পনা শোনা গেছে।বেলারুসের নেতার মধ্যস্থতায় ওই বিদ্রোহের অবসান ঘটে এবং সমঝোতায় বলা হয় যে প্রিগোশিনের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে এবং তিনি ও তার সৈন্যরা বেলারুসে চলে যাবেন।মাত্র এক সপ্তাহ আগে মি. লুকাশেঙ্কো, যিনি ১৯৯৪ সাল থেকে বেলারুসের ক্ষমতায় রয়েছেন, বলেছিলেন প্রিগোশিন বেলারুসে গিয়ে পৌঁছেছেন।কিন্তু আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বললেন: “প্রিগোশিন সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুসের ভূখণ্ডে নেই।” সূত্র: বিবিসি বাংলা।
জলবায়ুর ধাক্কায় বেসামাল চালবাজার
বিশ্বের অন্তত ৩৫০ কোটি মানুষের প্রধান খাবার ভাত। কিন্তু চালের বাজারে জলবায়ুর ধাক্কা আভাস দিচ্ছে সংকটের। চাল উৎপাদনের জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়া ও মৌসুমি বৃষ্টিপাত অপরিহার্য। প্রতি বছর বিশ্বে যে পরিমাণ চালের উৎপাদন হয়, তার ৯০ ভাগই হয় এশিয়ার বৃষ্টিবহুল অঞ্চলগুলোতে। কিন্তু কয়েক বছর এই বৃষ্টিপাত আশানুরূপ হচ্ছে না। জলবায়ুগত কারণে উৎপাদন কমায় চালের দাম গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে অদূর ভবিষ্যতে চালের দাম পাঁচ গুণ পর্যন্ত বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জন্য শঙ্কা জাগানো এ পরিস্থিতি তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড ও ভিয়েতনাম এই মুহূর্তে চাল উৎপাদনে বিশ্বে শীর্ষে থাকা দেশ। কিন্তু এল নিনো ধাঁচের আবহাওয়া, অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, খরাসহ বিভিন্ন কারণে গত বছর চালের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। বাজারে বর্তমানে চালের যে দাম, তা ইতিমধ্যে গত ১১ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। জাতিসংঘের আন্তর্জাতিক বাজারবিষয়ক সূচক বলছে, আন্তর্জাতিক বাজারে চলতি জুলাই মাসে চালের দাম বেড়েছে ৯ শতাংশ। গত মাসে এই মূল্যবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। সূত্র: দেশ রুপান্তর
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি নেপালে
বেফাঁস বক্তব্যে বিপদে প্রচন্ড
ভারতীয় এক ব্যবসায়ীর প্রচেষ্টাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে : পুষ্প কমল দহল
অনুষ্ঠানে গিয়ে উলটাপালটা মন্তব্যে তোপের মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল (প্রচন্ড)। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে ভারতীয় এক ব্যবসায়ীর প্রচেষ্টাই-তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। প্রীতম সিং নামের সেই ব্যক্তিই তার প্রধানমন্ত্রী হওয়ার সোপান। প্রচন্ড জানান, ‘তিনি আমাকে প্রধানমন্ত্রী করার জন্য কাঠমান্ডুর নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।’ বেফাঁস এ মন্তব্যে বেজায় চটেছে দেশটির বিরোধী দল। ক্ষোভ উগরে জানিয়েছে নিজেদের প্রতিক্রিয়া। ইউএমএল বিধায়ক রঘুজি পান্ত, ‘প্রধানমন্ত্রীর নৈতিক ভিত্তিতেই পদত্যাগ করা উচিত। দিল্লির নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই।’ বৃহস্পতিবার কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এনডিটিভি।সোমবার ‘রোডস টু দ্য ভ্যালি : দ্য লিগেসি অব সরদার প্রীতম সিং ইন নেপাল’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে-এ মন্তব্য করেন তিনি। নিজের মুখ থেকে বেরিয়ে যাওয়া এ কথায় তীব্র চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী দহল। ঘটনায় প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল সিপিএন-ইউএমএল বুধবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। জাতীয় পরিষদের বৈঠকেও দেওয়া হয় বাধা। শুধু প্রধান বিরোধী দলই নয়, অন্যান্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির বাধার কারণে প্রতিনিধি পরিষদের বৈঠক শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত স্থগিত করা হয়। সূত্র: যুগান্তর
সন্ত্রাসের বৈধতায় বাক স্বাধীনতাকে ব্যবহার করা যাবে না: ভারত
সহিংসতাকে বৈধতা দেওয়ার জন্য মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছে ভারত। শিখ সম্প্রদায়ের জন্য আলাদা রাষ্ট্রের দাবির সমর্থকদের অটোয়া যেভাবে সামলাচ্ছে, সে বিষয়ে গণমাধ্যমে আসা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তারা এ কথা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কানাডা ও ব্রিটেনে শিখ গোষ্ঠীর সমর্থকদের ডাক দেওয়া সমাবেশের পোস্টারে ভারতীয় কূটনীতিকদেরও ‘টার্গেট’ করা হয়েছে, ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ভারত নয়া দিল্লিতে থাকা কানাডীয় দূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে, বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।“নয়া দিল্লি এবং ওটোয়ায়ও কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি শক্তভাবে তুলে ধরা হয়েছে। কূটনীতিকদের বিরুদ্ধে এবং কূটনৈতিক প্রাঙ্গণে সহিংসতা উসকে দেওয়ার পোস্টার একেবারেই অগ্রহণযোগ্য, আমরা শক্ত ভাষায় এর প্রতিবাদ জানিয়েছি,” বলেছেন তিনি। সূত্র: বিডি নিউজ