কলকাতায় মার্টিনেজকে ঘিরে হট্টগোল, মঞ্চে তারকাদের হুড়োহুড়ি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে কলকাতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তবে বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দলকে ঘিরে বাংলাদেশিদের উন্মাদনার কথা মাথায় রেখে প্রথমে বাংলাদেশে আসতে চেয়েছিলেন মার্টিনেজ।

সেই কথা অনুযায়ী, গতকাল সোমবার ভোরে বাংলাদেশে পা রাখেন মার্টিনেজ। বাংলাদেশে ছিলেন প্রায় ১১ ঘণ্টা। পরে বিকেল ৪টা ৪০ এর দিকে কলকাতার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন আর্জেন্টিনার বিশ্ব জয়ের অন্যতম এই নায়ক।

এদিন মিলনমেলা প্রাঙ্গণে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আয়োজকরা। সেখানে মার্টিনেজ তথা আর্জেন্টিনার ভক্ত, সমর্থক ও কলকাতার সাবেক তারকা ফুটবলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে দেখতে মিলনমেলা প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড়। অযাচিতভাবে অনেকেই উঠে পড়েন মঞ্চে। বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। খবর কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের।

সংগৃহীত ছবি

অনুষ্ঠান শুরুর প্রায় ২০-২৫ মিনিট পর হাজির হন মার্টিনেজ। সে সময় কলকাতার প্রাক্তন ফুটবলাররা শৃঙ্খলা ভেঙে মার্তিনেজের সঙ্গে ছবি তোলার জন্য মঞ্চে উঠে পড়েন। মার্তিনেজ মঞ্চে ওঠার পর তার ছবি তোলার জন্য সামনে এগিয়ে আসেন দর্শকরাও। তাতে ব্যারিকেড ভেঙে যাবার উপক্রম হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে বের হয়ে যান মার্তিনেজ। তবে এই ঘটনায় খুব একটা বিরক্ত মনে হয়নি তাকে।

মার্টিনেজের সঙ্গে ছবি তোলার জন্য মঞ্চে উঠে পড়েন কলকাতার খ্যাতনামা সাবেক ফুটবলাররা। অনেকের সঙ্গে স্ত্রী-সন্তানরাও ছিলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে বারবার তাদের নেমে যেতে অনুরোধ করা হলেও কেউ সেটি শোনেননি। মঞ্চের সামনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ব্যারিকেড টপকে অনেকে ঢুকে পড়তে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

অনুষ্ঠানে এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ও মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাকে একটি রুপালি ইলিশ ও কলকাতার বিখ্যাত রসগোল্লা উপহার দেওয়া হয়।

Nagad

মিলনমেলার মঞ্চ থেকে কাতার বিশ্বকাপের অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন মার্টিনেজ। আসে লিওনেল মেসির প্রসঙ্গও। সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মার্টিনেজ বলেন, মেসির কোনো বিকল্প নেই। তার সঙ্গে কারও তুলনা চলে না।

তিনি বলেন, কলকাতায় আসতে পেরে আমার স্বপ্নপূরণ হলো। বিশ্বকাপ না জিতলে হয়তো এই স্বপ্নগুলো পূরণ হতো না।

অনুষ্ঠানের শেষে যখন মিলনমেলা ছাড়ছেন, তখনো মার্টিনেজের সঙ্গে ছবি তোলার জন্য ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। এতে যে গাড়িতে করে তিনি এসেছিলেন, সেটির কাঁচ ভেঙে যায়। শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে চড়ে মিলনমেলা প্রাঙ্গণ ছাড়েন এ আর্জেন্টাইন তারকা।