ইসরাইলকে হারিয়ে স্বর্ণপদক পেলো বাংলাদেশ
জার্মানির রাজধানী বার্লিনে বিশেষ অলিম্পিকে ইসরাইলকে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে বাংলাদেশ। শনিবার (২৪ জুন) বৃষ্টিস্নাত দিনে লেভেল থ্রি’র সেভেন-এ সাইড ফুটবলে ইসরাইলকে ২-০ গোলে হারিয়ে গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা।
এদিন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বাংলাদেশের মেয়েদের শুরু থেকেই চাপে রেখেছিল শক্ত প্রতিপক্ষ ইসরাইল। তবে ইসরাইলের মেয়েদের সব আক্রমণ প্রতিহত করে দেন বাংলাদেশের রক্ষণভাগের মেয়েরা।


ফলে গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে ইসরাইলের রক্ষণ ভেদ করে ফেলে বাংলাদেশের মেয়েরা। এতে প্রথম গোল পেতে বেশি বেগ পেতে হয়নি বাংলার মেয়েদের।
এরপর খেলার নিয়ন্ত্রণও নিয়ে নেয় বাংলাদেশ। পরে নিখুত পাসে দ্বিতীয় গোলও আদায় করে নেয় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত দারুণ খেলে ছিনিয়ে নেয় পরম আরাধ্য সেই স্বর্ণ।
সারাদিন/২৪ জুন/এমবি