আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
রিজার্ভ বাড়াতে ব্যাংক থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক
ডলারের সংকট এখনো কাটেনি। ব্যাংকগুলো চাহিদামতো ঋণপত্র খুলতে পারছে না। আবার যেসব ঋণপত্র খোলা হয়েছে, অনেক ব্যাংক তার বিল পরিশোধ করতে পারছে না। বিদেশি ব্যাংকগুলো দেশের ব্যাংকগুলোকে যেসব ঋণ দিয়েছে, তার বেশ কয়েকটির মেয়াদ শেষ হলেও ডলার ফেরত পাচ্ছে না। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার বিক্রি করেছে বেসরকারি খাতে প্রাইম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর মাধ্যমে চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথমবার ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, অর্থবছরের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো দেখাতে ব্যাংক থেকে ডলার কেনা শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত রয়েছে, জুনের মধ্যে প্রকৃত রিজার্ভ ২ হাজার ৪৪৬ কোটি ডলারে উন্নীত করা। এ জন্য গতকাল বৃহস্পতিবার বেসরকারি খাতের প্রাইম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের জন্য ১০৬ টাকা দাম দিয়েছে। পাশাপাশি একই দামে আমদানি দায় মেটাতে ডলার বিক্রি অব্যাহত রেখেছে। সূত্র: প্রথম আলো


পাঁচ সিটি করপোরেশন নির্বাচন
ভোটারদের সাড়ায় সন্তুষ্ট আওয়ামী লীগ
পাঁচ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও মোটামুটি বিতর্কহীনভাবে শেষ হওয়ায় সন্তুষ্ট ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা মনে করছে, এ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। ফলে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে মানুষের আগ্রহ নেই—এমন প্রচারের বিরুদ্ধে এখন সরকার জোরগলায় কথা বলতে পারবে। এ ছাড়া এই নির্বাচনকে নিজেদের জয়ের মাইলফলক হিসেবেই দেখছে আওয়ামী লীগ।
বর্তমান সরকারের অধীনে বিভিন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেসব দেশ আমাদের নির্বাচনের দিকে শ্যেনদৃষ্টিতে তাকিয়ে আছে, তাদেরও বলব, আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন বা আমাদের যে উপনির্বাচনগুলো হলো, সেই নির্বাচনগুলো দেখেন, কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এরপর আবার কেন প্রশ্ন ওঠে?’ শেখ হাসিনা বলেন, ‘বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি। কক্সবাজার মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন…এই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা, কোনো অভিযোগ করতে পারবে না। আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি, সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি।কাজেই এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।’-সূত্র: কালের কণ্ঠ
সুইস ব্যাংকের অর্থ তুলে নিয়েছে বাংলাদেশিরা
এক বছরে সরিয়েছে ১০,৫৩৭ কোটি টাকা
সুইস ব্যাংকে বিস্ময়কর গতিতে কমেছে বাংলাদেশিদের আমানত। মাত্র এক বছরে সুইস ব্যাংকগুলো থেকে ১০ হাজার ৮০১ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। ২০২১ সালে যেখানে বাংলাদেশিদের আমানত ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ, ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ ফ্রাঁতে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এক বছরে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে তারা কী করেছেন, এর কোনো ব্যাখ্যা নেই প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সুইস ব্যাংকের গোপনীয়তা কমতে থাকায় অনেক ধনী এখন টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড অথবা বারমুডার মতো দেশগুলোয়।সারা বিশ্বের ধনীদের অর্থ জমা রাখার জন্য বহুদিন ধরে পরিচিত সুইজারল্যান্ড। নাম-পরিচয় কঠোরভাবে গোপন রাখায় বিশ্বের আমানতকারীদের নির্ভরশীল ব্যাংক বলে পরিচিত সুইস ব্যাংকগুলো। এসব কারণে কর ফাঁকি দেওয়া ও অবৈধভাবে আয় করা অর্থ জমা হয় সুইস ব্যাংকে। গ্রাহক নির্দিষ্ট করে তথ্য না দিলেও এক বছর ধরে টাকার হিসাব প্রকাশ করছে ন্যাশনাল সুইস ব্যাংক। গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ সুইস ফ্রাঁতে। প্রতি ফ্রাঁ ১২৪ টাকা ধরে হিসাব করলে আমানতের পরিমাণ দাঁড়ায় ৬৮৪ কোটি টাকা। এক বছর আগে জমার পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রাঁ। এক বছরে বাংলাদেশিদের আমানত কমেছে ১০ হাজার ৮০১ কোটি টাকা। সূত্র: বিডি প্রতিদিন।
ট্রেনে কাল থেকে শুরু ঈদযাত্রা
টিকিট পেলেও আসন মিলবে না অনেকের
প্রতিদিন ২৮ হাজার টিকিট পেতে সাড়ে তিন কোটি হিট
রেলে ট্রেন বেড়েছে, বেড়েছে যাত্রীও। কিন্তু সেবা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। প্রতিবারই ঈদ সামনে রেখে যাত্রী দুর্ভোগ আর নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে পড়ে। দুর্ভোগ এড়াতে এবং টিকিট কালোবাজারি রোধে গত ঈদ থেকে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। কিন্তু কালোবাজারি পুরোপুরি রোধ হয়নি, কমেনি দুর্ভোগও। এদিকে এত ঝক্কিঝামেলা পেরিয়ে অনলাইনে টিকিট মিললেও টিকিটধারী সব যাত্রী আসনে বসে গন্তব্যে যেতে পাারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই।গত ঈদেও শত শত যাত্রী টিকিট হাতে থাকলেও সিট পর্যন্ত যেতে পারেনি। ট্রেনের কেবিন কোচ ছাড়া সবকটি কোচের বেশিরভাগ আসন বিনা টিকিটের যাত্রী এবং আসনবিহীন যাত্রীদের দখলে থাকে। বিশেষ করে যারা কমলাপুর স্টেশনের পরে অন্য কোনো স্টেশন থেকে উঠেন, তাদের ক্ষেত্রে যুদ্ধ করে ট্রেনে উঠতে পারলেও সিটের কাছে যাওয়া এবং সিটে বসে থাকা যাত্রীকে তুলে দিয়ে বসা বেশ কঠিন হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ঢাকামুখী ট্রেন বিমানবন্দর স্টেশনে বিরতি দিতেই শত শত বিনা টিকিটের যাত্রী ট্রেনে উঠে আগেই সিট দখল করে রাখে। ট্রেনগুলো কমলাপুর স্টেশনে আসার পথেই অধিকাংশ সিট দখল হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় গত ঈদ থেকে ঢাকায় আসা আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনে বিরতি বাতিল করা হয়।অনলাইনে টিকিট কাটা বহু যাত্রী বলেছেন, যাত্রীদের নির্ধারিত সিটে বসা নিশ্চিত করতে হবে রেল কর্তৃপক্ষকেই। সূত্র: যুগান্তর
ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান ১৭তম
ঢাকার বাতাসের মানে উন্নতি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৮ নিয়ে দূষিত শহরের তালিকায় ১৭তম স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এ মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’।একিউআই স্কোরে শীর্ষে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহর, স্কোর ১৬৫। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫২। চতুর্থ স্থানে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা শহর, স্কোর ১৪১। পঞ্চমে ভারতের দিল্লি, স্কোর ১২২। সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ার একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়। সূত্র: সমকাল
ঝিলমিল আবাসন প্রকল্প
নিম্নমধ্যবিত্তের জন্য বানানো সবচেয়ে ছোট ফ্ল্যাটটিরও দাম পড়বে কোটি টাকার বেশি
রাজধানীর আবাসন সমস্যা সমাধানে কেরানীগঞ্জে ৪৮০ বিঘা জমিতে ঝিলমিল আবাসিক প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল নিম্নমধ্যবিত্তের জন্য সুলভে ফ্ল্যাট নির্মাণ। এজন্য বিএনজি গ্লোবাল হোল্ডিংস অ্যান্ড কনসোর্টিয়াম নামে মালয়েশীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তিও হয়েছিল রাজউকের। যদিও চুক্তিতে নির্ধারিত মূল্য ও বর্তমানে মালয়েশীয় কোম্পানিটির নতুন করে দাবীকৃত অর্থের হিসাব বিশ্লেষণে দেখা যায়, নিম্নমধ্যবিত্তের জন্য বানানো এ আবাসন প্রকল্পে সবচেয়ে ছোট আকারের ফ্ল্যাটটিরও দাম গিয়ে ঠেকবে দেড় কোটি টাকার কাছাকাছি। সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, ৯ হাজার ৯৭৯ কোটি ২০ লাখ টাকার এ প্রকল্পে মোট ৮৫টি ভবন নির্মাণ করার কথা রয়েছে। তিন শ্রেণীতে ফ্ল্যাট হবে ১৩ হাজার ৭২০টি। চুক্তি অনুযায়ী, প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ রয়েছে ৫ হাজার ৬০০ টাকা। এ হিসাবে সর্বনিম্ন ১ হাজার ৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় প্রায় ৮০ লাখ টাকা, রেজিস্ট্রি খরচসহ যার মূল্য দাঁড়ায় কোটি টাকা। সূত্র: বণিক বার্তা ।
সরকারি জমিতে ভূমিহীনদের মাছ লুটে নেন আ.লীগ নেতা
বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ নেতার রোষানলে পড়ে ১২টি ভূমিহীন পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা প্রশাসনের দেয়া খাসজমিতে মাছ চাষ করেও সেগুলো ধরতে পারছেন না তারা। মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে এবং এলাকাছাড়া করে তাদের মাছ লুট করেন মাওলানা আব্দুল কাদের নামের ওই নেতা। সুন্দরবনের এক দস্যুর রক্ষিত ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, মাওলানা আব্দুল কাদের উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও একটি হত্যা মামলার আসামি। আগে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এখন ভোল পাল্টে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়ে নানা রকম কুকর্মে লিপ্ত রয়েছেন সুবিধাবাদী এই নেতা। উপজেলার সোনাইলতলায় সাত বিঘা সরকারি খাস জমিতে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি সেখান থেকে পাঁচ কাঠা করে তিন বিঘা জমি মাছ চাষের জন্য ১২টি ভূমিহীন পরিবারকে বণ্টন করে দেয় উপজেলা প্রশাসন। আর এতেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। ক্ষোভ মেটাতে মিথ্যা মামলায় ফাঁসান ভূমিহীন পরিবারগুলোকে।সরেজমিন সোনাইলতলা এলাকায় গেলে ভূমিহীন ১২টি পরিবারের শতাধিক নারী-পুরুষ আব্দুল কাদেরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তারা জানান, সরকারি জমিতে চাষ করা মাছ লুট করতে মিথ্যা মামলায় ফাঁসানো ও তাদের মারধর করে ঘরছাড়া করেছেন আব্দুল কাদের। সূত্র: দৈনিক বাংলা ।
সরকারে দৃঢ় রাজনীতিতে বড়
আওয়ামী লীগের পঁচাত্তরে পা
প্রতিষ্ঠালগ্ন থেকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন, এরপর ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতির ঝাণ্ডা হাতে বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সমাজ নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাওয়া দলটির নাম আওয়ামী লীগ। আজ ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ ৭৪ পার করে ৭৫ বছরে পা রাখছে। প্রতিষ্ঠাতাদের অন্যতম বাংলাদেশের ইতিহাসের মহানায়ক হয়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা প্রতিকূলতা পার হয়ে ঘুরে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ। এত দিনের লড়াই-সংগ্রামের অভিজ্ঞতায় দলটি ঋদ্ধ হয়েছে। দুঃসময়ের হতাশা বা চাপে কাবু করতে পারেনি। বরং উপমহাদেশের অন্যতম গৌরবান্বিত সংগঠনের পরিচিতি পেয়েছে। পঁচাত্তরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে হত্যার পর ব্যাপক হারে দমন-পীড়ন চললেও আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে পারেনি। উল্টো নেতৃত্বের দৃঢ়তায় লক্ষ্য স্থির করে আন্দোলনে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় ফিরেছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে ইতিবাচক অবস্থান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোন অগ্রাহ্য করে যুদ্ধাপরাধী দণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে ক্ষমতার দৃঢ়তায় আওয়ামী লীগের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে চৌকস নেতৃত্বের স্বীকৃতি পেয়েছেন আশির দশকে চরম দুর্দিনে বিদেশ থেকে ফিরে এসে দলের হাল ধরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও।আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকায় যেমন বিভিন্ন সময় দূরদর্শিতা দেখিয়েছে এবং জনগণের মধ্যে গুরুত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে, তেমনি সরকারের ভূমিকায় দৃঢ়তার পরিচয় দিয়েছে। সূত্র: দেশ রুপান্তর
বাণিজ্য শিক্ষায় আগ্রহ কমছে, বাড়ছে বিজ্ঞান মানবিকে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাণিজ্য বা ব্যবসায় শিক্ষার প্রতি শিক্ষার্থীদের ঝোঁক ছিল টানা দুই দশক। তবে ধীরে ধীরে সে অবস্থার পরিবর্তন হচ্ছে। এসএসসি ও এইচএসসিতে কমছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীর সংখ্যা। গত ছয় বছরের এসএসসি ও পাঁচ বছরের এইচএসসি পরীক্ষার গ্রুপভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এমন চিত্রই পাওয়া গেছে।শিক্ষাবিদদের মতে, আগের মতো সরকারি বা বেসরকারি চাকরিতে এখন ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের একচেটিয়া প্রাধান্য নেই। তাই এ শাখায় তাদের আগ্রহ দিন দিন কমছে।শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায, ২০১৮ থেকে ২০২২ সালে প্রতিবছরই এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী ছিল ৩ লাখের ওপরে। আর ২০১৮ সালে সে সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছিল। কিন্তু চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা নেমে আসে ৩ লাখের নিচে। অন্যদিকে, এইচএসসিতে ২০১৮ থেকে ২০২১ প্রতিবছরই কমার্স বিভাগের পরীক্ষার্থী ছিল ২ লাখের বেশি। তবে ২০২২ সালে সে সংখ্যা ২ লাখের নিচে নেমে যায়। এবার এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ শিক্ষার্থী। তার মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন। অন্যদিকে, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন। আর মানবিক ছিল ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন। অর্থাৎ মোট সংখ্যার ২০ শতাংশেরও কম ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী। সূত্র: কাল বেলা।
বসবাসের অযোগ্যতায় যুদ্ধবিধ্বস্ত কিয়েভ শহরেরও পেছনে ঢাকার অবস্থান
বসবাসের অযোগ্যতার দিক দিয়ে ঢাকা আবারো সপ্তম অবস্থানে এসেছে লন্ডনভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সাম্প্রতিক সমীক্ষায়। গত বছরও ১৭২ টি শহরের মধ্যে ১৬৬ অবস্থানে ছিল ঢাকা। ৪৩.৮ পয়েন্ট নিয়ে ঢাকা রয়েছে তলানির দিক দিয়ে সপ্তম। যদিও পয়েন্টে কিছুটা উন্নতি হয়েছে গত বছরের তুলনায়। গত বছর ১০০ তে ঢাকার পয়েন্ট ছিল ৩৯.২। অবশ্য সব দেশেরই গড়পড়তা উন্নতি হওয়ায় র্যাংকিং-এ তেমন একটা তফাৎ হয়নি। ঢাকা এবং জিম্বাবুয়ের হারারে একই পয়েন্ট পেয়ে ১৬৬ অবস্থানে রয়েছে।এবারের সমীক্ষায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কিয়েভ শহরকেও যুক্ত করা হয়েছে, যেটির অবস্থান ঢাকা শহরের একধাপ উপরে। দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানের করাচি শহরের অবস্থান ঢাকার নিচে।শহর কতটা বসবাসের যোগ্য সেটা নির্ধারণে বেশ কয়েকটি দিক বিবেচনা করা হয়। যার মধ্যে রয়েছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর নানা দিক। সূত্র: বিবিসি বাংলা।