সাংবাদিক নাদিম হত্যা, এবার চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত বাবু
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক করা হয়েছে।
আজ সোমবার (১৯জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।


বিজ্ঞপ্তিতে আরও হয়, এ বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ এ সংক্রান্ত নথিতে সই করেছেন বলেও জানানো হয়।
ত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় ১০-১২ জন সন্ত্রাসী সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১৫ জুন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাংবাদিক নাদিম নিহত হওয়ার পর থেকে বাবু পলাতক ছিলেন। তবে ১৭ জুন সকাল ৭টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার দুপুরে বাবুসহ আসামিদের আদালতে তোলা হলে বিচারক বাবুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।