আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
তোশাখানা মামলা
ইমরানকে আজ আবারও ডেকেছে এনএবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে আবারও তলব করেছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। তাঁকে আজ সোমবার এনএবি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। গত শুক্রবার রাওয়ালপিন্ডির কার্যালয়ে হাজিরা না দেওয়ায় তাঁকে আবারও ডাকা হলো। গত বছরের এপ্রিলে ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক মামলা হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম আলোচিত তোশাখানা মামলা। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেসব উপহার পেয়েছিলেন, এর একটি অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করায় এই অভিযোগে এই মামলা করা হয়েছে। এই মামলায় হাজিরা দিতে শুক্রবার এনএবি কার্যালয়ে ডাকা হয়েছিল। কিন্তু ইমরান খান সেখানে যাননি। তাঁর আইনজীবী নতুন তারিখ চাইছেন হজিরার জন্য। সূত্র: প্রথম আলো


ব্লিনকেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রী
তাইওয়ান ইস্যু দ্বিপক্ষীয় সম্পর্কে প্রধান ঝুঁকি
চীনের রাজধানী বেইজিংয়ে গতকাল রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং এবং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মধ্যে বৈঠক হয়েছে। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাইওয়ান ইস্যুটি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রধান ঝুঁকির জায়গা। অন্যদিকে যুক্তরাষ্ট্র এ আলোচনাকে গঠনমূলক আখ্যা দিয়েছে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ব্লিনকেনকে উদ্দেশ করে ছিন কাং বলেন, ‘তাইওয়ান ইস্যুটি হচ্ছে চীনের মৌলিক স্বার্থসংক্রান্ত ব্যাপার; চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সবচেয়ে বড় ঝুঁকির জায়গা।
তাইওয়ান ইস্যু দ্বিপক্ষীয় সম্পর্কে প্রধান ঝুঁকি অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চীনা মন্ত্রীর সঙ্গে ব্লিনকেনের খোলামেলা ও গঠনমূলক আলাপ হয়েছে। এ সময় ব্লিনকেন যোগাযোগের পথগুলো খোলা রাখার কথা বলেছেন। সূত্র: কালের কণ্ঠ
ব্লিঙ্কেনের বেইজিং সফর
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কি জোড়া লাগবে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন। প্রায় চার মাস আগে তার এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু গুপ্তচর বেলুন পাঠানো নিয়ে চীন ও মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। তবে আপাতত সেই তিক্ততা ভুলে চীন সফরে গেলেন ব্লিঙ্কেন। যদিও এই সফরে কতখানি লাভ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে কূটনৈতিক মহলে। যুক্তরাষ্ট্র ও চীন-সাম্প্রতিক অতীতে একাধিকবার সংঘাতে জড়িয়েছে। প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাববিস্তারের জেরে আঞ্চলিক স্থিতাবস্থা বিঘিœত হচ্ছে- সেই দাবিতে সুর চড়িয়েছে যুক্তরাষ্ট্র। তার পাশাপাশি ভারতের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে মার্কিন প্রশাসন খুবই আগ্রহী। তার কারণ- আঞ্চলিক ক্ষেত্রে চীনের একাধিপত্য রুখতে সক্ষম ভারত। সবমিলিয়ে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তিক্ততা কমার আপাতত কোনো লক্ষণ নেই। সূত্র: বিডি প্রতিদিন।
অভিবাসী অভিযানে প্রধানমন্ত্রী নিজেই
ব্রিটেনে একদিনেই গ্রেফতার ১০৫
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ব্রিটেনের টোরি সরকার। অবৈধ অভিবাসীদের ওপর সরকার এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক (৪৩) নিজেই অংশ নিলেন অবৈধ অভিবাসী আটক অভিযানে। রোববার এনডিটিভির এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার লন্ডনের বিভিন্ন এলাকায় ১৫৯টি অভিযান চালান সুনাক। গ্রেফতার করেন ১০৫ জন অবৈধ অভিবাসীকে। বিশ্লেষকরা বলছেন, ঘর পোড়া আগুনে পুড়ে খাক হয়ে যাওয়া পায়ের তলার মাটি শীতল করতেই ব্রিটেনের ইতিহাসের নজিরবিহীন এ চমক দেখালেন সুনাক। নিজের ‘মরা গাছে’ পানি ঢালছেন সুনাক। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই ব্রিটেনে নির্বাচন। একেবারে নাকের ডগায় এসে পড়া সে বিপদ থেকে উৎরে উঠতেই অবৈধ অভিবাসী উচ্ছেদ কর্মসূচিকে রক্ষাকবচ হিসাবে সামনে আনছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে এ অভিযানে অংশ নেন। প্রায় ২০ দেশের ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতারের মধ্য দিয়ে শেষ করেন অভিযান। রেস্তোরাঁ, গাড়ি পরিষ্কার স্থল, সেলুন, মুদি দোকানের মতো জায়গাগুলোতে অবৈধভাবে কাজ করা এবং জাল কাগজপত্র রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় ঋষি সুনাক বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত ছিলেন। দেশটির স্বরাষ্ট্র দপ্তর জানায়, গ্রেফতারদের ৪০ জনেরও বেশি মানুষকে যুক্তরাজ্য থেকে তাদের অপসারণের অপেক্ষায় স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক আটক করা হয়েছে। সূত্র: যুগান্তর ।
নাইজেরিয়ায় কৃষক ও রাখালদের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের দুটি সম্প্রদায়ের পাল্টাপাল্টি হামলায় ১৩ জন নিহত হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ প্লাটেউতে সাম্প্রতিক সময়ে কৃষক ও রাখাল সম্প্রদায়কে বেশ কয়েক দফায় বিবাদে জড়িয়ে পড়তে দেখা গেছে।সর্বশেষ গত শুক্রবার স্থানীয় ফুলানি সম্প্রদায়ের পাঁচজন রাখাল পশু নিয়ে বাজারে যাওয়ার পথে বেরোম সম্প্রদায়ের কৃষকদের একটি দল তাদের হত্যা করে। এই ঘটনার প্রতিশোধ নিতে রাখালদের একটি দল বেরোম সম্প্রদায়ের কৃষকদের ওপর হামলা চালিয়ে আটজনকে হত্যা করে।স্থানীয় ফুলানি হার্ডসমেন-এর প্রতিনিধি নুরু আবদুল্লাহি এএফপিকে বলেন, শুক্রবার ফুলানি সম্প্রদায়ের পাঁচ রাখাল বিক্রির জন্য পশু নিয়ে বাজারে যাচ্ছিল। পথে রাউরু কমিউনিটিতে বেরোম সম্প্রদায়ের কৃষকরা তাদের থামায় এবং হত্যা করে। সূত্র: সমকাল
ইউক্রেনে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে: রামাফোসা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ইউক্রেনে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। গত শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রামাফোসা এমন কথা বলেন।বিবিসি জানায়, কিয়েভ এবং মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আফ্রিকার প্রতিনিধিদলের অংশ হিসেবে রামাফোসা পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। রামাফোসা তার প্রতিনিধিদলের গৃহীত গুচ্ছ নীতি-প্রস্তাবনা পেশ করেছেন, যা ‘বাস্তবায়ন করা খুবই কঠিন’ বলে মনে করে ক্রেমলিন। এর আগে আফ্রিকার প্রতিনিধিদলটি কিয়েভ সফর করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার তাদের জানান, ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ বাহিনী সরে না যাওয়া পর্যন্ত মস্কোর সঙ্গে আলোচনায় তিনি যাবেন না। এএফপি জানায়, আফ্রিকার প্রতিনিধিদলটি এমন একটি মহাদেশের কণ্ঠস্বর নিয়ে এসেছিল যা ইউক্রেন সংঘাতের প্রতিক্রিয়ায়, বিশেষ করে শস্যের মূল্যবৃদ্ধির কারণে খারাপ পরিস্থিতি মোকাবিলা করছে। সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে আলোচনার পর রামাফোসা বলেছেন, ‘এই যুদ্ধ অবশ্যই আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে নিষ্পত্তি করা উচিত।’ সূত্র: দৈনিক বাংলা।
মদ্যপ তরুণীকে ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ!
যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগে প্রীত ভিকাল (২০) নামে ভারতীয় বংশোদ্ভূত এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একজন মদ্যপ ও অর্ধচেতন তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গত বছর একটি পানশালায় তাদের পরিচয় হয়েছিল।পুলিশ জানায়, গত বছর জুন মাসে একটি পানশালায় গিয়েছিলেন প্রীত। এ সময় ওই তরুণীও নিজের বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিলেন। সে দিন ভুক্তভোগী তরুণী প্রচুর মদ্যপান করেন। ক্লাবের বাইরে তার সঙ্গে প্রীতের সঙ্গে পরিচয় হয়।একটি ভিডিওতে দেখা যায়, প্রীত প্রথমে ওই তরুণীকে কোলে তুলে নিয়ে যাচ্ছিলেন। পরে কাঁধে তুলে নেন। কার্ডিফ রোড ধরে ওই তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান যুবক।পানশালার বাইরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রীতের কাঁধে ভর দিয়ে হাঁটছেন তরুণী। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর প্রীত ওই তরুণীর সঙ্গে নিজের ছবি তুলে বন্ধুদের পাঠান। সূত্র: দেশ রুপান্তর
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: প্লেজিয়ারিজম করেও স্বপদে বহাল আছেন শিক্ষক
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক স্নাতক শিক্ষার্থীর লেখার অংশবিশেষ নকল করে নিজের নামে প্রকাশ করার পরেও পদ হারাচ্ছেন না। এমনকি অভ্যন্তরীণ তদন্তে তার এ প্লেজিয়ারিজমের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও চাকরি যাচ্ছে না তার।অভিযুক্ত ওই শিক্ষকের নাম ড. উইলিয়াম ও’রাইলি। তিনি প্রাক-প্রাথমিক ইতিহাসের সহযোগী অধ্যাপক। ২০১৮ সালে তিনি জার্নাল অভ অস্ট্রিয়ান-আমেরিকান হিস্টোরিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। তবে নিজের একজন স্নাতক শিক্ষার্থীর নিবন্ধ থেকে তিনি বড় একটি অংশ নকল করেছিলেন। তারপরও ও’রাইলিকে পদে রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে কেমব্রিজের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।২০২১ সালে ও’রাইলির প্লেজিয়ারিজমের কথা প্রকাশ পায়। তৎকালীন ওই সাবেক শিক্ষার্থী ও’রাইলির গবেষণাপত্রটি খুঁজে পেয়ে বিশ্ববিদ্যালয়কে জানান। তিনি প্রমাণ দেখান, তার অধ্যাপক তার লেখা দুটো প্রবন্ধ থেকে নিজের গবেষণাপত্রের প্রায় পুরোটাই হুবহু নকল করেছেন। সূত্র : বিজনে স্ট্যান্ডার্ড।
পুরুষ যখন পিতা হন তখন তার শরীর ও মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন ঘটে
নারীরা যখন মা হন তখন তাদের মধ্যে স্পষ্টতই অনেক ধরনের শারীরিক পরিবর্তন ঘটে। কিন্তু পুরুষরা যখন পিতা হন তখন তাদের দেহেও যে কিছু পরিবর্তন ঘটে সেটা কি আপনি উপলব্ধি করতে পারেন? “একমাত্র যে শারীরিক পরিবর্তন আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমার ওজন বেড়ে গিয়েছিল। আমার শরীর হয়ে উঠছিল একজন পিতার শরীর,” বলেন ছ’মাস বয়সী এক শিশু সন্তানের পিতা টম।কিন্তু না, পিতা হলে যে শুধু পুরুষের ওজন কয়েক কেজি বেড়ে যায় তা নয়। এর বাইরেও আরো কিছু পরিবর্তন ঘটে।“মা ও বাবা- তারা দুজনেই শারীরিকভাবে শিশুর পিতামাতা,” বলেন ড. আন্না মাশিন, যিনি পিতৃত্বের ওপর একটি গ্রন্থ রচনা করেছেন। বইটির নাম: ‘পিতার জীবন: একজন আধুনিক পিতা হয়ে ওঠা।’ সূত্র: বিবিসি বাংলা।
পশ্চিম তীরে হাজারো ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে ইসরায়েল
ইসরায়েলের জাতীয়তাবাদী-ধর্মীয় সরকার অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ভবন নির্মাণের অনুমতি দেওয়ার পরিকল্পনা পেশ করেছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ না করতে যুক্তরাষ্ট্রের চাপ থাকার পরও ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটন একে ফিলিস্তিনের সঙ্গে শান্তির পথে বাধা হিসাবেই দেখে। ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের বৈঠক হবে আগামী সপ্তাহে। এই কাউন্সিলের আলোচ্যসূচিতেই রাখা হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ৪ হাজার ৫৬০ টি হাউজিং ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়ার পরিকল্পনা। যদিও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পথে আছে ১ হাজার ৩৩২ টি হাউজিং ইউনিট। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, “আমরা বসতি স্থাপন করে যাব এবং ওই ভূখণ্ডে ইসরায়েলের প্রভাব-প্রতিপত্তি বাড়াব।” সূত্র: বিডি নিউজ