ঈদের ছুটি বাড়তে পারে এক দিন, সুপারিশ কমিটির
সর্বশেষ ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়িয়েছিল সরকার। এবার ঈদুল আজহার ছুটি আরও একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদে মানুষের ভোগান্তি কমাতেই এই সুপারিশ করা হয়েছে। এমনটি হলে এবারের ঈদে টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মজীবীরা।
আজ মঙ্গলবার (১৩জুন) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।


সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ঈদের সময় মানুষ সহজে যেন গ্রামে যেতে পারেন, এ জন্য ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখ উদ্যাপিত হয় ঈদুল আজহা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সেই হিসাব ধরে ঈদের দিন ও আগে-পরে দুদিন সরকারি ছুটি। এবার ঈদের আগে এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
আগামী ২৭ জুন ছুটির সুপারিশ অনুমোদন পেলে ৩০ জুন পর্যন্ত ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা। পরের দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে ২ জুলাই থেকে শুরু হবে সরকারি অফিস।
এর আগে গত ঈদুল ফিতরে নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।